হোম > বিনোদন > গান

‘ইয়া আলী’ গানের শিল্পী জুবিন গার্গ আর নেই

বিনোদন ডেস্ক

জুবিন গার্গ। ছবি: ইনস্টাগ্রাম

প্রখ্যাত বলিউড প্লেব্যাক শিল্পী ও অসমিয়া গায়ক জুবিন গার্গ মারা গেছেন। সিঙ্গাপুরে স্কুবা ডাইভিংয়ের সময় এক মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারান তিনি। ৫২ বছর বয়সী এই শিল্পী নর্থ ইস্ট ইন্ডিয়া ফেস্টিভ্যালে যোগ দিতে সিঙ্গাপুরে গিয়েছিলেন। সেখানে তাঁর ২০ ও ২১ সেপ্টেম্বর সংগীত পরিবেশনার কথা ছিল।

সাগর থেকে উদ্ধার করার পর তাঁকে সিপিআর দেওয়া হলেও সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। ভারতীয় সময় বেলা ২টা ৩০ মিনিটে তাঁর মৃত্যু হয়।

সিঙ্গাপুরে নর্থ ইস্ট ইন্ডিয়া ফেস্টিভ্যালের এক প্রতিনিধি এনডিটিভিকে জানান, স্কুবা ডাইভিংয়ের সময় জুবিন গার্গের শ্বাসকষ্ট হচ্ছিল। ফেস্টিভ্যালের প্রতিনিধি অনুজ কুমার বরুয়া বলেন, ‘অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে জুবিন গার্গের মৃত্যুর খবর আমরা নিশ্চিত করছি। স্কুবা ডাইভিং করার সময় তাঁর শ্বাসকষ্ট শুরু হয়। সঙ্গে সঙ্গেই তাঁকে সিপিআর দেওয়া হয় এবং সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁকে বাঁচানোর সব চেষ্টা সত্ত্বেও তিনি আইসিইউতে মারা যান।’

জুবিন গর্গ। ছবি: ইনস্টাগ্রাম

গান, সুর ও অভিনয় দিয়ে ভারতের বিভিন্ন রাজ্যে পরিচিতি লাভ করেন জুবিন গার্গ। তিনি অসমিয়া, বাংলা ও হিন্দি ভাষার ছবিতে গান গেয়েছেন। বিশেষত, ইমরান হাশমি ও কঙ্গনা রনৌত অভিনীত ‘গ্যাংস্টার’ সিনেমার ‘ইয়া আলী’ গানটি তাঁকে তুমুল জনপ্রিয়তা এনে দেয়। এ ছাড়া ‘কৃষ ৩’ সিনেমার ‘দিল তু হি বাতা’সহ আরও অনেক হিট গান রয়েছে তাঁর ঝুলিতে। তিনি ‘কাঞ্চনজঙ্ঘা’, ‘মিশন চায়না’, ‘দীনবন্ধু’, ‘মন জাই’সহ কয়েকটি সিনেমায় অভিনয় এবং পরিচালনাও করেছেন।

তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা বলেন, ‘আজ আসাম তার প্রিয় সন্তানদের একজনকে হারাল। জুবিন আসামের জন্য কী ছিলেন, তা ভাষায় বর্ণনা করা কঠিন। তিনি খুব তাড়াতাড়ি চলে গেলেন। জুবিনের কণ্ঠের মধ্যে মানুষকে উজ্জীবিত করার এক অতুলনীয় ক্ষমতা ছিল এবং তাঁর সংগীত সরাসরি আমাদের মন ও আত্মা স্পর্শ করত।’

আসামের স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী অশোক সিংহাল এবং সাবেক সংসদ সদস্য রিপুন বোরাও তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। জুবিন গার্গের স্ত্রী গরিমা সাইকিয়া গার্গ একজন ফ্যাশন ডিজাইনার।

অবশেষে জাস্টিন ট্রুডো-কেটি পেরির প্রেমের আনুষ্ঠানিক ঘোষণা এল, ইন্টারনেটে তোলপাড়

লন্ডনে উন্মোচিত হলো শাহরুখ-কাজলের ভাস্কর্য

রাক্ষস সিনেমায় অভিনয়ের গুঞ্জন নাকচ করলেন ইধিকা

প্রকাশিত হলো শিরোনামহীনের ‘এই অবেলায় ২’

হারমোনি অব ফ্রেন্ডশিপে সোনার বাংলা সার্কাস

‘মিশন: ইম্পসিবল’সহ এসেছে যেসব সিনেমা-সিরিজ

বিয়ে নিয়ে গুঞ্জন ছড়ালেন কনা

বছর শেষে তানজিকার দুই ওয়েব ফিল্ম

আতিফের সঙ্গে একই মঞ্চে গাইবে ব্যান্ড নেমেসিস ও ফুয়াদ

অ্যাভাটারে এআই ব্যবহার করেননি ক্যামেরন