হোম > বিনোদন

ঐন্দ্রিলার পরিবর্তে প্রিয়াঙ্কা

ক্যানসারের সঙ্গে লড়াই শেষে গত ২০ নভেম্বর মারা গেছেন পশ্চিমবঙ্গের অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা। হাসপাতালে ভর্তির আগে ‘অলক্ষ্মীজ ইন গোয়া’ নামের একটি ওয়েব সিরিজের কাজ শুরু করেছিলেন তিনি। এরপর অসুস্থ হয়ে পড়লে স্থগিত করা হয় শুটিং।

এরপর ঐন্দ্রিলার পরিবর্তে প্রিয়াঙ্কা ভট্টাচার্যকে নিয়ে এগিয়ে নেওয়া হয় সিরিজটির শুটিং। সেই সময় অভিনেত্রী প্রিয়াঙ্কার নাম গোপন রাখা হয়। সম্প্রতি প্রকাশ পেয়েছে ওয়েব সিরিজটির পোস্টার। সেখানে দেখা গেল ঐন্দ্রিলার পরিবর্তে প্রিয়াঙ্কা ভট্টাচার্যের ছবি।

প্রিয়াঙ্কা টালিপাড়ার পরিচিত মুখ। সিরিয়াল থেকে শুরু করে কাজ করেছেন পশ্চিমবঙ্গের সিনেমায়ও। এমনকি বলিউডেও অভিষেকের অপেক্ষায় রয়েছেন তিনি। শ্রীতমা দত্তের ‘তাল্লুক’ সিনেমায় তাঁর সহশিল্পী বিনয় পাঠক, অনুপ্রিয়া প্রমুখ। এতে বিনয় পাঠকের মেয়ে ‘ঈশানি’র চরিত্রে দেখা যাবে প্রিয়াঙ্কাকে।

‘অলক্ষ্মীজ ইন গোয়া’ ওয়েব সিরিজে ঐন্দ্রিলাকে দেখা না গেলেও সিরিজের শেষে তাঁর শুটিং করা অংশগুলো দেখা যাবে। তবে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বার্তা দেয়নি নির্মাতা প্রতিষ্ঠান।

‘অলক্ষ্মীজ ইন গোয়া’র কেন্দ্রে রয়েছে চারজন নারী এবং তাদের গোয়ার ভ্রমণবৃত্তান্ত। বলিউড সিনেমা ‘দিল চাহতা হ্যায়’ দেখে ওরা ঠিক করেছিল বড় হয়ে গোয়া যাবে। ডার্ক কমেডি ঘরানার এই সিরিজের কাহিনি, চিত্রনাট্য ও পরিচালনার দায়িত্বে রয়েছেন জয়দীপ বন্দ্যোপাধ্যায়। অভিনয় করেছেন প্রিয়াঙ্কা মণ্ডল, প্রিয়াঙ্কা ভট্টাচার্য, অনুরাধা মুখোপাধ্যায়, আভেরী সিংহ রায়, দেবরাজ ভট্টাচার্য প্রমুখ। নতুন বছরের জানুয়ারি মাস থেকে ওটিটি প্ল্যাটফর্ম ক্লিকে ওয়েব সিরিজটির স্ট্রিমিং শুরু হবে।

‘মুজিব ভাই’ ও ‘খোকা’র নির্মাণ ব্যয় নিয়ে বিস্মিত পরিচালক

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আজকের সিনেমা

ইউসিবি নাইট মাতালেন রুনা লায়লা, হাবিব, প্রীতম ও দোলা

প্রেক্ষাগৃহে ব্যর্থ হলেও ওটিটিতে হিট

তাহসান-রোজার সংসারে ভাঙনের সুর

বাংলাদেশি সিনেমায় নেপালি অভিনেতা প্রমোদ

ঢাকায় আজ শুরু হচ্ছে সিনেমার উৎসব

রেকর্ড গড়ল ‘পিনিক’: এক টেকে পুরো গানের শুটিং

বেলা তারের সিনেমা নিয়ে বিশেষ আয়োজন

৩২ দেশের ৭৪ সিনেমা নিয়ে চলছে বগুড়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব