গতকাল ছিল বিশ্ব সংগীত দিবস। দিনটিকে ঘিরে দেশের সংগীতাঙ্গনে তেমন কোনো আয়োজন চোখে পড়েনি। অনেক শিল্পী পুরোনো গান শেয়ার করে জানিয়েছেন সংগীত দিবসের শুভেচ্ছা। এ ক্ষেত্রে কিছুটা ব্যতিক্রম সাজিয়া সুলতানা পুতুল। সংগীত দিবস উপলক্ষে গতকাল নিজের ইউটিউব চ্যানেলে নতুন গান প্রকাশ করেছেন তিনি।
‘বলো প্রেমিক’ শিরোনামের গানটি লিখেছেন এবং সুর করেছেন সাকি ব্যানার্জি; যিনি পশ্চিমবঙ্গের ব্যান্ড ক্যাকটাসের সাবেক সদস্য। গানটি প্রকাশের মাধ্যমে অনেক দিনের স্বপ্ন পূরণ হলো বলে জানান পুতুল।
গানটি নিয়ে পুতুল বলেন, ‘এই গান প্রকাশের মধ্য দিয়ে আমার বহুদিনের একটা ইচ্ছা পূরণ হলো। সাকি ব্যানার্জি, যিনি পশ্চিমবঙ্গের ক্যাকটাস ব্যান্ডের সাবেক সদস্য, বর্তমানে ব্রহ্মপুত্র বাংলাদেশ ব্যান্ডের ফাউন্ডার মেম্বার এবং সিঙ্গার সংরাইটার। তিনি আমার জন্য একটা গান বানিয়েছেন। এ এক দারুণ পাওয়া আমার জন্য। সাকি ব্যানার্জির গানের দর্শন কিংবা ধারাকে আর দশজন বাঙালি কম্পোজারের চেয়ে আলাদা করে চেনা যায়। তাঁর সঙ্গে কাজের অভিজ্ঞতা একটা অনন্য উপহার হয়ে থাকবে আমার গানের জীবনে।’
বলো প্রেমিক গানের মিউজিক অ্যারেঞ্জমেন্ট করেছেন পুতুলের স্বামী গায়ক, সুরকার ও সংগীত পরিচালক সৈয়দ রেজা আলী। গানের লিরিক্যাল ভিডিও বানিয়েছেন আহাদ অন্তর। গানটি শোনা যাচ্ছে পুতুলগান ইউটিউব চ্যানেলে।