হোম > বিনোদন > টেলিভিশন

মরুর বুকে বাংলার ঘ্রাণ ‘রিয়াদ বাংলাদেশ থিয়েটার’

বিনোদন প্রতিবেদক, ঢাকা

রিয়াদ বাংলাদেশ থিয়েটারের সদস্যরা। ছবি: সংগৃহীত

এক যুগ পূর্তি করতে যাচ্ছে রিয়াদ বাংলাদেশ থিয়েটার। ২০১৪ সালের ৫ সেপ্টেম্বর সৌদি আরবের রিয়াদে প্রতিষ্ঠিত হয় এই সাংস্কৃতিক সংগঠনটি। উদ্দেশ্য, সৌদি আরবের মরুপ্রান্তরে বাংলাদেশের সংস্কৃতির চর্চা এবং বিদেশিদের কাছে বাংলাদেশি সংস্কৃতিকে পরিচয় করিয়ে দেওয়া। সংগঠনটির প্রতিষ্ঠাতা সদস্যদের মাঝে রয়েছেন আরিফুর রহমান টিটু, মীর্জা কামাল, জাহাঙ্গীর আলম হৃদয় প্রমুখ। ‘নাটক হোক সুস্থ সমাজের দর্পণ’ এই স্লোগান নিয়ে সৌদি আরবের মরুর বুকে সংগঠনটি দীর্ঘ ১২ বছর ধরে নিয়মিত নাটক, সংগীত, আবৃত্তি ও নৃত্যচর্চা চালিয়ে যাচ্ছে। সংস্কৃতিচর্চার পাশাপাশি দুর্যোগকালে সৌদি আরব ও বাংলাদেশে নানা সহায়তামূলক কর্মকাণ্ডও পরিচালনা করে সংগঠনটি।

১২ বছরের পথচলায় বেশ কিছু প্রযোজনা মঞ্চে এনেছে রিয়াদ বাংলাদেশ থিয়েটার। তাদের উল্লেখযোগ্য প্রযোজনার মাঝে রয়েছে ‘রেমিট্যান্স যোদ্ধা’, ‘অল্প বিদ্যা ভয়ংকর’, ‘ক্ষ্যাপা পাগলার প্যাঁচাল’, ‘বৃদ্ধাশ্রম’, ‘মানিক জোড়’ ইত্যাদি। মঞ্চায়নের জন্য বেশ কিছু নতুন নাটকও তৈরি করছে দলটি। এই তালিকায় রয়েছে ‘এই পিরিতি সেই পিরিতি নয়’, ‘বেয়নেট’, ‘চেয়ার সমাচার’ ও ‘মলিয়া সুন্দরী’। একে একে নাটকগুলো মঞ্চে আনবে দলটি।

রিয়াদ বাংলাদেশ থিয়েটার এখন ব্যস্ত এক যুগ পূর্তি উদ্‌যাপন নিয়ে। পরিকল্পনা করছে নাট্যোৎসব আয়োজনের। নিজেদের প্রযোজনার পাশাপাশি বাংলাদেশের নাট্যদলের অংশগ্রহণে সাজাতে চায় উৎসবটি। তাই দেশের একাধিক নাট্যদলকে আমন্ত্রণ জানানোর প্রস্তুতি নিচ্ছে তারা। দলটি জানিয়েছে, আগামী বছরের সেপ্টেম্বর মাসে আয়োজন করা হবে এই যুগপূর্তি উৎসব।

উল্লেখ্য, রিয়াদ বাংলাদেশ থিয়েটার সম্প্রতি উদ্‌যাপন করে নাট্যাচার্য সেলিম আল দীনের ৭৬তম জন্মবার্ষিকী। এতে ছিল আলোচনা, স্মৃতিচারণা, সংগীত, আবৃত্তি ও নাট্যাংশের প্রদর্শনী। এ ছাড়া ১১ থেকে ১৪ নভেম্বর সৌদি সরকারের আমন্ত্রণে আল সোয়াইদি পার্কে ‘রিয়াদ সিজন ২০২৫’-এ অংশ নিয়েছে রিয়াদ বাংলাদেশ থিয়েটার। এই আয়োজনে বাংলাদেশ থেকে অংশ নিয়েছিলেন সংগীতশিল্পী মনির খান, আসিফ আকবর, বেলাল খান, আকাশ মাহমুদ, ইসরাত জাহান জুঁই, পুষ্পিতা মিত্র, হুমায়রা ইশিকা প্রমুখ। কোরিওগ্রাফি করেছেন এজহারুল হক মিজান ও রুবিনা সুলতানা। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন অভিনেত্রী প্রার্থনা ফারদীন দীঘি।

তুমুল হট্টগোলে ফরিদপুরে পণ্ড হলো কনসার্ট, আয়োজকদের দুষলেন জেমস

আবার শুরু হচ্ছে ‘প্রীতিলতা’ সিনেমার শুটিং

বলিউডের হতাশার বছরে আলো দেখালেন রণবীর

বলিউডের আলোচিত ঘটনা

ছোট বাজেটে বড় সাফল্য দক্ষিণি ইন্ডাস্ট্রিতে

১০ ব্যান্ডের নতুন গান নিয়ে বিটিভিতে ব্যান্ড উৎসব

অ্যানিমেশন ও হররের সাফল্য বেশি হলিউডে

হলিউডের আলোচিত ঘটনা

আরব সিনেমার উত্থানের বছর

নতুন ৪ নাটক নিয়ে ঢাকার মঞ্চে ৪ নির্দেশকের অভিষেক