হোম > শিক্ষা > ক্যাম্পাস

গ্লেনরিচ ইন্টারন্যাশনাল স্কুল, উত্তরা

স্পেস সেটেলমেন্ট কনটেস্টে দুর্দান্ত সাফল্য

ক্যাম্পাস ডেস্ক 

‘এক্সসার্টা’র পাঁচ সদস্য: আরিশা আহমেদ রায়না, ফাবিহা আফাফ, ফারিজা শামস, সামারা শার্লিজ এমদাদ ও শাহরিয়া আফরিন। ছবি: সংগৃহীত

যেখানে স্বপ্নের সীমা নেই, সেখানে কল্পনা ও বিজ্ঞান মিলে গড়ে ওঠে ভবিষ্যতের পৃথিবী। গ্লেনরিচ ইন্টারন্যাশনাল স্কুল, উত্তরার শিক্ষার্থীরা কেবল মহাকাশ নিয়ে কল্পনা করেনি, তারা ডিজাইন করেছে টেকসই মানববসতির ভবিষ্যৎ। সম্প্রতি এই স্কুলের শিক্ষার্থীরা আন্তর্জাতিকভাবে সমাদৃত এনএসএস জেরার্ড কে ও’নিল স্পেস সেটেলমেন্ট প্রতিযোগিতায় অংশ নিয়ে বড় সাফল্য অর্জন করেছে।

এই প্রতিযোগিতায় অংশ নিয়ে লার্জ গ্রুপ (গ্রেড ৯) ক্যাটাগরিতে ৯ সদস্যের একটি দল প্রথম স্থান অর্জন করেছে। তারা ‘চিরন্তন আশ্রয়’ শীর্ষক একটি প্রকল্প উপস্থাপন করে। গ্লেনরিচ ইন্টারন্যাশনাল স্কুল, উত্তরা টানা তিন বছর এই পুরস্কার পেয়েছে। ‘চিরন্তন আশ্রয়’ প্রকল্পটি মানবজাতির জন্য বামন গ্রহ সেরেসে প্রথম স্বনির্ভর মহাকাশ বসতির ধারণার ওপর ভিত্তি করে ডিজাইন করা হয়েছে। এই প্রকল্প জলবায়ু পরিবর্তন, প্রাকৃতিক সম্পদের অবক্ষয় এবং মহাজাগতিক বিপদের প্রভাব এড়াতে সাহায্য করবে। পরিকল্পনায় মোবিয়াস স্ট্রিপ অনুপ্রাণিত সৌর প্যানেল দ্বারা পরিচালিত টেকসই জীবনযাত্রার ধারণা তুলে ধরা হয়েছে।

বিজয়ী দলের সদস্যরা হলেন অদ্বৈত ভাস্কর, আহমাদ আবদুল্লাহ, আয়শা আফসারা ইয়াসমিন, সিয়াম আহমেদ, ইব্রাহিম আমিন, মুহায়ের মনযুর, আহনাফ তাহমিদ আরিয়ান, সাফওয়ান চৌধুরী ও কাজী আফসান রওনাক আনান।

পাঁচ সদস্যের আরেকটি দল ‘এক্সসার্টা’ প্রকল্পের জন্য ছোট গ্রুপ (গ্রেড ৯) ক্যাটাগরিতে দ্বিতীয় পুরস্কার অর্জন করেছে। প্রতিযোগিতায় তারা ২৫টি দেশের ৪ হাজার ৯০০ প্রকল্পের মধ্যে দ্বিতীয় স্থান লাভ করেছে। ‘এক্সসার্টা’ নামের উৎস ‘পেটুনিয়া এক্সসার্টা’ নামের একটি তারার মতো লাল রঙের ফুল, যার রং মঙ্গলের প্রতীক। ‘এক্সসার্টা’ শব্দের অর্থ ‘প্রক্ষেপণ’ বা ‘ধাক্কা দিয়ে এগিয়ে চলা’।

এই দলের পাঁচ সদস্য হলেন আরিশা আহমেদ রায়না, ফাবিহা আফাফ, ফারিজা শামস, সামারা শার্লিজ এমদাদ ও শাহরিয়া আফরিন।

গ্লেনরিচের তৃতীয় দল ‘অ্যাটলাস’ শীর্ষক প্রকল্পের জন্য লার্জ গ্রুপ (গ্রেড ১১) ক্যাটাগরিতে ‘অনারেবল মেনশন’ অর্জন করেছে।

ন্যাশনাল স্পেস সোসাইটি (মার্কিন যুক্তরাষ্ট্র) আয়োজিত এনএসএস জেরার্ড কে ও’নিল স্পেস সেটেলমেন্ট প্রতিযোগিতা একটি আন্তর্জাতিক আয়োজন, যেখানে শিক্ষার্থীরা মহাকাশে মানবসৃষ্ট বসতি কেমন হবে, সেই সংক্রান্ত বিভিন্ন প্রকল্প ডিজাইন করে থাকে।

প্রতিযোগিতাটি শিক্ষার্থীদের মাঝে সৃজনশীলতা, বৈজ্ঞানিক চিন্তাভাবনা এবং মহাকাশ অন্বেষণের আগ্রহকে বিশেষভাবে উৎসাহিত করার জন্য আয়োজন করা হয়।

এ বছর রোমানিয়া, আয়ারল্যান্ড, বাংলাদেশ, ভারত, মার্কিন যুক্তরাষ্ট্রসহ প্রায় ২৫টি দেশের ২৬ হাজারের বেশি শিক্ষার্থী ৪ হাজার ৯০০টির বেশি এন্ট্রিতে প্রতিযোগিতায় অংশ নেয়। বাংলাদেশ থেকে গ্লেনরিচ ইন্টারন্যাশনাল স্কুল একটি দল তাদের ‘চিরন্তন আশ্রয়’ প্রকল্প প্রতিযোগিতার জন্য জমা দেয়।

গ্লেনরিচ ইন্টারন্যাশনাল তাদের মেধা, উদ্ভাবনী চিন্তা এবং পরিশ্রমের মাধ্যমে দেশের গৌরব বাড়িয়ে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। এই সাফল্য কেবল একটি প্রতিযোগিতার জয় নয়, এটি দেশের শিক্ষাব্যবস্থার উজ্জ্বল ভবিষ্যতের প্রতিফলন।

মুক্তিযুদ্ধের চেতনা ও ২৪-এর আকাঙ্ক্ষা ধারণ করেই বাংলাদেশ এগিয়ে যাচ্ছে: জবি উপাচার্য

এআইইউবির ২৩তম সমাবর্তন অনুষ্ঠিত

শিক্ষার্থীদের বিজয় দিবসের ভাবনা

দিনে রাজমিস্ত্রির কাজ রাতে পড়াশোনা

২৭তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে অস্ট্রেলিয়ায় যাচ্ছে বাংলাদেশ দল

গ্রিন ইউনিভার্সিটিতে আইইইই এসটিআই ৫.০ আন্তর্জাতিক সম্মেলন

জবির ভর্তি পরীক্ষা শুরু শনিবার

এডিসি ন্যাশনাল ড্রামা ফিয়েস্তা ২০২৫-এ সেরা আইইউবি থিয়েটার

গ্রিন ইউনিভার্সিটিতে আইইইই এসটিআই ৫.০ কনফারেন্স ২০২৫ শুরু

‎জবি শিক্ষক সমিতি নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট গ্রহণ ২৪ ডিসেম্বর