হোম > শিক্ষা > ক্যাম্পাস

জবির ২০১ কোটি টাকার বাজেট ঘোষণা, ৫৮ শতাংশই ব্যয় বেতন–ভাতায়

জবি প্রতিনিধি

২০২৪–২৫ অর্থবছরের জন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয় ২০১ কোটি টাকার প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেছে। এর মধ্যে ১৫৪ কোটি ৯৪ লাখ টাকা দেবে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। আর বিশ্ববিদ্যালয়ের নিজস্ব খাত থেকে আসবে ৮ কোটি ৩০ লাখ টাকা। ফলে ঘাটতি থাকবে ৩৭ কোটি ৭৬ লাখ টাকা। 

আজ বৃহস্পতিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কনফারেন্স রুমে এক বিশেষ সিন্ডিকেটে প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. হুমায়ুন কবির চৌধুরী। 

২০১ কোটি টাকার বাজেটে গবেষণায় বরাদ্দ রাখা হয়েছে ৯ কোটি টাকা। সে হিসাবে গবেষণা–উদ্ভাবন মিলিয়ে মোট বরাদ্দ বাজেটের ৪ দশমিক ৫৮ শতাংশ। 

এদিকে প্রস্তাবিত বাজেটের ৫৮ দশমিক ০২ শতাংশই (১১৬ কোটি ৬২ লাখ টাকা) ব্যয় হবে শিক্ষক–কর্মকর্তা–কর্মচারীদের বেতন, ভাতা ও পেনশনে। 

বাজেট উপস্থাপনের সময় কোষাধ্যক্ষ হুমায়ুন কবির বলেন, বিশ্ববিদ্যালয়ের কলেবর বৃদ্ধি পেলেও চাহিদা অনুযায়ী ইউজিসি থেকে পর্যাপ্ত বরাদ্দ না পাওয়ায় খাতওয়ারি বাজেট বণ্টন করতে হিমশিম খেতে হয়েছে। আমাদের সম্পদ সীমিত, অভ্যন্তরীণ অর্থ প্রাপ্তির উৎসও যৎসামান্য। তাই বিশ্ববিদ্যালয় পরিচালনায় বহুলাংশে নির্ভর করতে হয় সরকারি বরাদ্দের ওপর। 

কোষাধ্যক্ষ আরও বলেন, ২০২৩–২৪ অর্থবছরের সংশোধিত বাজেটের তুলনায় ২০২৪–২৫ অর্থবছরে ইউজিসির মঞ্জুরিকৃত মূল বাজেট বরাদ্দ ৪ কোটি ৪৯ লাখ টাকা এবং বিশ্ববিদ্যালয়ের প্রস্তাবিত বাজেট ৪২ কোটি ২৫ লাখ টাকা বেশি। প্রায় প্রতিটি ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের চাহিদার তুলনায় ইউজিসি অনেক কম বাজেট বরাদ্দ দিয়েছে। এমন আর্থিক চাপের মধ্যে একটি ভালো বাজেট তৈরি করা আক্ষরিক অর্থেই কষ্টসাধ্য। 

বাজেট–ঘাটতির বিষয়ে কোষাধ্যক্ষ বলেন, সত্যি বলতে আমাদের নিজস্ব তহবিল থেকে এ মুহূর্তে ঘাটতি মেটানো সম্ভব না। ইউজিসির ওপর নির্ভর করতে হবে আমাদের।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ড. রইছ ও সম্পাদক ড. ইমরানুল

জকসু নির্বাচন: ইশতেহারে অগ্রাধিকার দ্বিতীয় ক্যাম্পাস

শহীদ শরিফ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন

উচ্চশিক্ষা কোনো বিশেষ শ্রেণির জন্য নয়, এটি সবার অধিকার

পাঠকবন্ধুর মহান বিজয় দিবস উদ্‌যাপন

উত্তরার গ্লেনরিচ ইন্টারন্যাশনাল: স্বর্ণ রৌপ্য ব্রোঞ্জসহ ৭ অ্যাওয়ার্ড জয়

যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা: চিকিৎসা নৃবিজ্ঞানে বাংলাদেশি মিথিলার পথচলা

কৃষক বাবার স্বপ্নপূরণে মেডিকেলে পড়ছেন উর্মি

জকসু নির্বাচন: তিন দিনেও প্রকাশ করা হয়নি ব্যালট নম্বর, প্রচারে নেমে বিপাকে প্রার্থীরা

মুক্তিযুদ্ধের চেতনা ও ২৪-এর আকাঙ্ক্ষা ধারণ করেই বাংলাদেশ এগিয়ে যাচ্ছে: জবি উপাচার্য