হোম > শিক্ষা

ঢাবিতে ‘ঘ’ ইউনিট বহাল রাখার পক্ষে মত দিয়েছে ডিনস কমিটি

ঢাবি প্রতিনিধি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় এ বছরের জন্য ‘ঘ’ ইউনিট বহাল রাখার পক্ষে মত দিয়েছে ডিনস কমিটি। আজ বিকেলে সাধারণ ভর্তি কমিটির সভায় বিষয়টি নিয়ে আলোচনা-পর্যালোচনার পর সিদ্ধান্ত আসবে। তবে চূড়ান্ত সিদ্ধান্তের বিষয়ে জানা যাবে একাডেমিক কাউন্সিল থেকে। এমনটিই জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আব্দুস ছামাদ। 

আজ বুধবার উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে পরিচালিত ডিনস কমিটির এক সভায় বিষয়টি নিয়ে আলোচনা হয়। সভায় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামালসহ বিশ্ববিদ্যালয়ের অনুষদসমূহের ডিনরা উপস্থিত ছিলেন। 

জানা যায়, ‘ঘ’ ইউনিট বাতিল হলে নতুন নীতিমালা কেমন হবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত না আসায় এবং অনেক শিক্ষার্থী এরই মধ্যে ‘ঘ’ ইউনিটের জন্য প্রস্তুতি শুরু করায় এ বছর ‘ঘ’ ইউনিট রাখার পক্ষে প্রস্তাব দেন উপাচার্যও। 

আব্দুস ছামাদ বলেন, ডিনস কমিটির সভায় সবার সম্মতিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় ‘ঘ’ ইউনিট বহাল রাখার বিষয়ে আলোচনা হয়েছে। অনেক শিক্ষার্থী এরই মধ্যে প্রস্তুতি নেওয়া শুরু করে দিয়েছে। মাঝপথে ‘ঘ’ ইউনিট বাতিলের সিদ্ধান্ত হলে শিক্ষার্থীরা এবং অভিভাবকেরা উদ্বেগ প্রকাশ করেন। এ সকল বিষয় বিবেচনা করে সবার সম্মতিতে ‘ঘ’ ইউনিট বহাল রাখতে মত দেওয়া হয়েছে। 

উল্লেখ্য, গত ৭ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের সাধারণ ভর্তি কমিটির এক বিশেষ সভায় ২০২১-২২ শিক্ষাবর্ষ থেকে সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ঘ’ ইউনিট বাদ দিয়ে চারটি ইউনিটের (ক, খ, গ ও চ) অধীনে ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তে সুপারিশ প্রণীত হয়েছিল। 

‎জকসু নির্বাচনে প্যানেল ও স্বতন্ত্র প্রার্থীদের ৪ দফা দাবি

খালেদা জিয়ার মৃত্যু: জকসু নির্বাচন পিছিয়ে ৬ জানুয়ারি

খালেদা জিয়ার মৃত্যু: বুধবারের বৃত্তি পরীক্ষা স্থগিত, হবে ৫ জানুয়ারি

‎জকসু নির্বাচন স্থগিত, ক্যাম্পাস ছাড়ছেন শিক্ষার্থীরা

খালেদা জিয়ার মৃত্যুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিন দিনের শোক ঘোষণা

জকসু নির্বাচন স্থগিতে দোটানায় শিক্ষার্থীরা

‎জকসু নির্বাচন স্থগিত, প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ

বিনা মূল্যের বই: মাধ্যমিকের পাঠ্যবইয়ে ফের বদল, সব বই ছাপা শেষ হয়নি

জকসু নির্বাচন: ‎ছাত্রনেতাদের ক্যাম্পাসে প্রবেশের অনুমতি দিল কমিশন

‎জকসু নির্বাচন: ৬টি মেশিনে ভোট গণনা, ফলাফল দেখা যাবে লাইভে