হোম > শিক্ষা > ক্যাম্পাস

টাইমস হায়ার এডুকেশন ইম্প্যাক্ট র‍্যাঙ্কিং ২০২৫-এ বাংলাদেশে দ্বিতীয় অবস্থানে এআইইউবি

বিজ্ঞপ্তি

ছবি: সংগৃহীত

টাইমস হায়ার এডুকেশন (টিএইচই) ইম্প্যাক্ট র‍্যাঙ্কিং ২০২৫-এ বাংলাদেশের সব সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে দ্বিতীয় অবস্থানে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি)। বিশ্ববিদ্যালয়গুলোর সামাজিক উন্নয়ন এবং জাতিসংঘ ঘোষিত ১৭টি টেকসই উন্নয়ন লক্ষ্যে (এসডিজি) অবদানের ভিত্তিতে এই আন্তর্জাতিক র‍্যাঙ্কিং প্রকাশ করা হয়।

এবারের র‍্যাঙ্কিংয়ে ‘দারিদ্র্য দূরীকরণ’ এবং ‘যোগ্য কাজ ও অর্থনৈতিক প্রবৃদ্ধি’—এ দুটি এসডিজিতে এআইইউবি বৈশ্বিকভাবে ১০১–২০০ অবস্থান অর্জন করেছে। এ ছাড়া ‘গুণগত শিক্ষা’ এবং ‘লক্ষ্য অর্জনের অংশীদারত্ব’ ক্ষেত্রেও প্রশংসনীয় অগ্রগতি দেখিয়েছে বিশ্ববিদ্যালয়টি। টাইমস হায়ার এডুকেশন ইম্প্যাক্ট র‍্যাঙ্কিং ২০২৫-এ এআইইউবি বৈশ্বিকভাবে ৬০১–৮০০-তে অবস্থান করছে। ফলে দেশের সব সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে দ্বিতীয় স্থান নিশ্চিত করেছে বিশ্ববিদ্যালয়টি।

বিশ্বব্যাপী স্বীকৃত এই র‍্যাঙ্কিং মূলত বিশ্ববিদ্যালয়গুলোর গবেষণা কার্যক্রম, শিক্ষার মান, সম্পদ ব্যবস্থাপনা, সমাজের সঙ্গে সম্পৃক্ততা এবং টেকসই কার্যক্রমের ভিত্তিতে সামাজিক প্রভাবের মূল্যায়ন করে। এআইইউবির এই অর্জন প্রতিষ্ঠানটির একাডেমিক উৎকর্ষতা, গবেষণার গুণগত মান এবং অর্থবহ সামাজিক অবদানের প্রতি দৃঢ় অঙ্গীকারের প্রতিফলন। আন্তর্জাতিক র‍্যাঙ্কিংয়ে এআইইউবির এই অবস্থান প্রমাণ করে যে বিশ্ববিদ্যালয়টি মানসম্পন্ন শিক্ষা, গবেষণা এবং একটি অন্তর্ভুক্তিমূলক ও টেকসই ভবিষ্যৎ গঠনে অগ্রণী ভূমিকা রেখে চলেছে।

৫৫তম মহান বিজয় দিবসে পাঠকবন্ধুর শ্রদ্ধা

জকসু নির্বাচন: প্রার্থিতা ফিরে পেলেন ছাত্রদলের অর্ঘ্যসহ ৯ শিক্ষার্থী

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা: ইংরেজি বিষয়ে পূর্ণাঙ্গ সাজেশন (পর্ব-২)

ইতালিতে ক্যামেরিনো বিশ্ববিদ্যালয়ে বৃত্তি

জকসু ছাত্রদলের প্রার্থী অর্ঘ্য মাদকাসক্ত নন, ওষুধের কারণে ডোপ টেস্ট পজিটিভ: চিকিৎসক

জকসু নির্বাচন: ৪২ জন প্রার্থীর প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি

কৃষি গুচ্ছের ভর্তি আবেদনের সময় বাড়ল

মুক্তিযুদ্ধের চেতনা ও ২৪-এর আকাঙ্ক্ষা ধারণ করেই বাংলাদেশ এগিয়ে যাচ্ছে: জবি উপাচার্য

এআইইউবির ২৩তম সমাবর্তন অনুষ্ঠিত

শিক্ষার্থীদের বিজয় দিবসের ভাবনা