হোম > শিক্ষা

ব‌বি‌তে ১৫ জুন থে‌কে অনলাইন পরীক্ষা শুরু

প্রতিনিধি

বরিশাল: বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ পরীক্ষা (ইন্টারনাল অ্যাসেসমেন্ট) ও ভাইভা অনলাইনে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি)। আগামী ১৫ জুন থেকে এ পরীক্ষা শুরু হবে বলে জানা গেছে। তবে ফাইনাল পরীক্ষা কোন পদ্ধতিতে নেওয়া হবে তা যাচাই করার জন্য ৯ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। আগামী ৩০ জুন এই কমিটি চূড়ান্ত পরীক্ষা নেওয়ার ব্যাপারে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে পূর্ণাঙ্গ প্রস্তাব জমা দেবেন।

গতকাল বৃহস্পতিবার বরিশাল বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের ৩৩ তম বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. সুব্রত কুমার দাস জানান, ১৫ জুন থেকে ৪০ নম্বরের অভ্যন্তরীণ পরীক্ষা অনলাইনে শুরু হবে এবং খুব দ্রুতই অনলাইনে ভাইভা অনুষ্ঠিত হবে। কোন প্রক্রিয়ায় ফাইনাল পরীক্ষা নেওয়া হবে তা নির্ধারণের জন্য সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ মুহসীন উদ্দীনকে আহ্বায়ক ও আইটি ডিরেক্টর সহকারী অধ্যাপক রাহাত হোসাইন ফয়সালকে সদস্যসচিব করে ৯ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।

তবে বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষার্থী যদি অনলাইনে পরীক্ষা দিতে না চায় তাদের ব্যাপারে কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ড. মুহাম্মদ মুহসীন উদ্দীন বলেন, ১৫ জুন অভ্যন্তরীণ পরীক্ষা শুরু হওয়ার আগেই ৯ সদস্যের ফাইনাল পরীক্ষা কমিটি এ বিষয়ে নীতিমালা প্রণয়ন করবেন।

এআইইউবির ২৩তম সমাবর্তন অনুষ্ঠিত

শিক্ষার্থীদের বিজয় দিবসের ভাবনা

দিনে রাজমিস্ত্রির কাজ রাতে পড়াশোনা

২৭তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে অস্ট্রেলিয়ায় যাচ্ছে বাংলাদেশ দল

গ্রিন ইউনিভার্সিটিতে আইইইই এসটিআই ৫.০ আন্তর্জাতিক সম্মেলন

ব্যাংকে ব্যবহৃত ১০টি ইংরেজি বাক্য (পর্ব-৪)

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা: ইংরেজি বিষয়ে পূর্ণাঙ্গ সাজেশন (পর্ব-১)

বেইজিং নরমাল ইউনিভার্সিটিতে সম্পূর্ণ অর্থায়িত বৃত্তি

এমবিবিএস-বিডিএস ভর্তি পরীক্ষার ফল প্রকাশ হতে পারে আগামীকাল

গুচ্ছ ভর্তি পরীক্ষার আবেদন শুরু