হোম > শিক্ষা

পিএসসির নিয়োগ বিজ্ঞপ্তিতে মৎস্য বিজ্ঞানে স্নাতকদের অন্তর্ভুক্তির দাবি

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (বিপিএসসি) চলমান নিয়োগ বিজ্ঞপ্তিতে মৎস্য বিজ্ঞান থেকে স্নাতকদের অন্তর্ভুক্তির দাবি জানিয়ে মানববন্ধন করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আজ রোববার দুপুরে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিতে মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রণালয়ের অধীনে মৎস্য অধিদপ্তরের নন-ক্যাডার নিয়োগ বিধিমালা-২০২০ সংশোধনের দাবিও জানানো হয়েছে। 

মৎস্য বিজ্ঞান বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী তোহরা হক দোলন বলেন, আমি অনেক স্বপ্ন নিয়ে এই বিভাগে ভর্তি হয়েছিলাম। শুনেছি এই বিভাগ থেকে পড়াশোনা করলে অনেক চাকরির সুযোগ আছে। আজকে যখন আমরা সেই অধিকার থেকে বঞ্চিত হচ্ছি তখন সেই স্বপ্ন আর থাকছে না। আজ যে সময়টায় আমাদের শ্রেণিকক্ষে থাকার কথা সে সময়ে দাবি আদায়ের জন্য রাস্তায় দাঁড়াতে হয়েছে। 

শিক্ষার্থী আতিকুজ্জামান বলেন, আমি মাইগ্রেশন করে এই বিভাগে ভর্তি হয়েছি। কিন্তু বিভাগের পড়াশোনা শেষের দিকে হওয়ায় চাকরির বিজ্ঞাপন থেকে জানতে পারছি আমরা বৈষম্যের শিকার হচ্ছি। তাই প্রতিনিয়ত হতাশা বাড়ছে। আমরা দ্রুতই সব চাকরির ক্ষেত্রে আমাদের ন্যায্য অধিকার চাই। 

বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আবু হুরাইরার সঞ্চালনায় কর্মসূচিতে আরও বক্তব্য রাখেন-আবু জাহিদ, নাহিদ ও মৌসুমি মেরী প্রমুখ। এ কর্মসূচিতে বিভিন্ন বর্ষের দেড় শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। 

এসএসসির ফরম পূরণ শুরু ৩১ ডিসেম্বর

বিইউবিটিতে চতুর্থবারের মতো ‘আইসিপিসি এশিয়া ঢাকা রিজিওনাল কনটেস্ট’ আয়োজিত

জকসু নির্বাচন: তিন দিনেও প্রকাশ করা হয়নি ব্যালট নম্বর, প্রচারে নেমে বিপাকে প্রার্থীরা

জাবির ‘সি’ ইউনিটের শেষ মুহূর্তের প্রস্তুতি

ব্যাংকে ব্যবহৃত ৮টি ইংরেজি বাক্য (পর্ব-৫)

বদলে যাচ্ছে আইইএলটিএস পরীক্ষার নিয়ম, নতুন পদ্ধতিতে যা থাকছে

৫৫তম মহান বিজয় দিবসে পাঠকবন্ধুর শ্রদ্ধা

জকসু নির্বাচন: প্রার্থিতা ফিরে পেলেন ছাত্রদলের অর্ঘ্যসহ ৯ শিক্ষার্থী

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা: ইংরেজি বিষয়ে পূর্ণাঙ্গ সাজেশন (পর্ব-২)

ইতালিতে ক্যামেরিনো বিশ্ববিদ্যালয়ে বৃত্তি