হোম > শিক্ষা > ক্যাম্পাস

বুয়েটে আই ক্যাম্পের উদ্বোধন

শিক্ষা ডেস্ক

বুয়েটের ডেল ক্যাফেতে ক্যাম্পের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবু বোরহান মো. বদরুজ্জামান। ছবি: সংগৃহীত

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) আই ক্যাম্প–২০২৫ এর উদ্বোধন করা হয়েছে। শিক্ষক–শিক্ষার্থীদের চক্ষু স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতে এ ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে বলে বিশ্ববিদ্যালয়টির পক্ষ থেকে জানানো হয়েছে।

শনিবার (১৯ এপ্রিল) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের ডেল ক্যাফেতে ক্যাম্পের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবু বোরহান মো. বদরুজ্জামান। আই ক্যাম্পে আয়োজন করেছে ছাত্রকল্যাণ পরিদপ্তর। আগামী ২৩ এপ্রিল পর্যন্ত চলবে এ ক্যাম্পাস।

বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পাঁচ দিনব্যাপী চলা এ ক্যাম্পে প্রতিদিন দুপুর ১২টা থেকে বিকাল সাড়ে ৪টা সেবা নেওয়া যাবে। ক্যাম্পে নিবন্ধিত প্রায় ৮০০ শিক্ষক-শিক্ষার্থী নিয়মিত চক্ষু পরীক্ষণ সেবাসহ বিশেষজ্ঞ ডাক্তারের ব্যবস্থাপত্র এবং দিকনির্দেশনা পাবেন।

আই ক্যাম্পের স্পন্সর এবং কারিগরি সহায়তায় রয়েছে বাংলাদেশ আই হসপিটাল। এছাড়াও কো-স্পন্সর করেছে পিডিএল এবং আইটি পার্টনার হিসেবে রয়েছে ক্লাউডএপার এআই।

বুয়েট ছাত্রকল্যাণ পরিদপ্তরের পরিচালক অধ্যাপক ড. এ. কে. এম. মাসুদের ব্যবস্থাপনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেডিকেল সেন্টারের চিফ মেডিক্যাল অফিসার ডা. আবু হেনা আবিদ জাফর, বাংলাদেশ আই হসপিটালের চক্ষু বিশেষজ্ঞ ডা. ফাদিয়া ফারাহ অনন্যাসহ বুয়েটের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা: ইংরেজি বিষয়ে পূর্ণাঙ্গ সাজেশন (পর্ব-২)

ইতালিতে ক্যামেরিনো বিশ্ববিদ্যালয়ে বৃত্তি

জকসু ছাত্রদলের প্রার্থী অর্ঘ্য মাদকাসক্ত নন, ওষুধের কারণে ডোপ টেস্ট পজিটিভ: চিকিৎসক

জকসু নির্বাচন: ৪২ জন প্রার্থীর প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি

কৃষি গুচ্ছের ভর্তি আবেদনের সময় বাড়ল

মুক্তিযুদ্ধের চেতনা ও ২৪-এর আকাঙ্ক্ষা ধারণ করেই বাংলাদেশ এগিয়ে যাচ্ছে: জবি উপাচার্য

এআইইউবির ২৩তম সমাবর্তন অনুষ্ঠিত

শিক্ষার্থীদের বিজয় দিবসের ভাবনা

দিনে রাজমিস্ত্রির কাজ রাতে পড়াশোনা

২৭তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে অস্ট্রেলিয়ায় যাচ্ছে বাংলাদেশ দল