হোম > শিক্ষা

অনলাইনে পরীক্ষা নিতে ভিডিও টিউটোরিয়াল তৈরি করল ঢাবি

প্রতিনিধি, ঢাবি

অনলাইনে পরীক্ষা নিতে ভিডিও টিউটোরিয়াল প্রকাশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়(ঢাবি)। গুগল ক্লাসরুম, জুম এবং ক্যামস্ক্যানার– এই তিনটি প্লাটফর্ম ব্যবহার করে অনলাইনে পরীক্ষা নেওয়ার পদ্ধতির সঙ্গে শিক্ষক-পরীক্ষার্থীদের পরিচিত করার উদ্দেশ্যে তিন পর্বের এ ভিডিও টিউটোরিয়াল তৈরি করা হয়েছে।

আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের গণসংযোগ দপ্তরের পরিচালক মাহমুদ আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের পরামর্শে এবং বিশ্ববিদ্যালয়ের সেন্টার অব এক্সেলেন্স ইন টিচিং অ্যান্ড লার্নিংয়ের উদ্যোগে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

তিন পর্বের এই টিউটোরিয়ালের প্রথম পর্বে ‘গুগল ক্লাসরুম’ ব্যবহার করে পরীক্ষা নেওয়া সংক্রান্ত ভিডিও টিউটোরিয়ালটি তৈরি করেছেন ঢাবি আইসিটি সেলের পরিচালক এবং কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আসিফ হোসেন খান। টিউটোরিয়ালটি এই লিংকে পাওয়া যাবে

দ্বিতীয় পর্বে অনলাইনে পরীক্ষা গ্রহণের সময় প্রত্যবেক্ষণের জন্য ‘জুম’–এর ফিচারগুলো নিয়ে ভিডিও টিউটোরিয়ালটি তৈরি করেছেন তথ্য প্রযুক্তি ইনস্টিটিউটের পরিচালক ড. মোহাম্মদ শফিউল আলম খান। টিউটোরিয়ালটি পাওয়া যাবে এখানে

শেষ পর্বে আছে ‘ক্যামস্ক্যানার’ মোবাইল অ্যাপ ব্যবহার করে পরীক্ষার উত্তরপত্র স্ক্যান করে একটি পিডিএফ ফাইল তৈরি করার পদ্ধতি। ফাইলটিকে নতুন নাম দিয়ে ওই অ্যাপ থেকে সরাসরি ‘গুগল ক্লাসরুম’–এর কোনো অ্যাসাইনমেন্টের বিপরীতে উত্তরপত্র অ্যাটাচ করা দেখানো হয়েছে। টিউটোরিয়ালটি তৈরি করেছেন তথ্য প্রযুক্তি ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক মো. সাঈদ সিদ্দিক। এই লিংকে গিয়ে ভিডিও টিউটোরিয়ালটি পাওয়া যাবে

যেসব বিশ্ববিদ্যালয় অনলাইনে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এই ভিডিও টিউটোরিয়ালগুলো সেসব বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদেরকেও সহায়তা করবে বলে আশা করছে ঢাবি কর্তৃপক্ষ।

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা: ইংরেজি বিষয়ে পূর্ণাঙ্গ সাজেশন (পর্ব-২)

ইতালিতে ক্যামেরিনো বিশ্ববিদ্যালয়ে বৃত্তি

জকসু ছাত্রদলের প্রার্থী অর্ঘ্য মাদকাসক্ত নন, ওষুধের কারণে ডোপ টেস্ট পজিটিভ: চিকিৎসক

জকসু নির্বাচন: ৪২ জন প্রার্থীর প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি

কৃষি গুচ্ছের ভর্তি আবেদনের সময় বাড়ল

মুক্তিযুদ্ধের চেতনা ও ২৪-এর আকাঙ্ক্ষা ধারণ করেই বাংলাদেশ এগিয়ে যাচ্ছে: জবি উপাচার্য

এআইইউবির ২৩তম সমাবর্তন অনুষ্ঠিত

শিক্ষার্থীদের বিজয় দিবসের ভাবনা

দিনে রাজমিস্ত্রির কাজ রাতে পড়াশোনা

২৭তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে অস্ট্রেলিয়ায় যাচ্ছে বাংলাদেশ দল