হোম > অপরাধ > যুক্তরাষ্ট্র ও কানাডা

এফবিআইয়ের পাতা ফাঁদে পা দিয়ে বিশ্বব্যাপী গ্রেপ্তার কয়েক শ অপরাধী

ঢাকা: মেসেজিং অ্যাপ ব্যবহার করে বিশ্বজুড়ে আট শতাধিক সন্দেহভাজন অপরাধীকে গ্রেপ্তার করেছে মার্কিন গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই)। অস্ট্রেলিয়া পুলিশ ও মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই এনক্রিপ্টেড মেসেজ পড়ে এই অপরাধীদের ধরেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, `অপারেশন ট্রোজান শিল্ড' নামে অভিযানটি পরিচালনা করছে মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআই। অ্যানোম অ্যাপের মাধ্যমে এই অভিযান অস্ট্রেলিয়া পুলিশ ও মার্কিন গোয়েন্দা সংস্থা যৌথভাবে পরিচালনা করে। অ্যাপটির মাধ্যমে চোরাচালান, মাদক ও অর্থ পাচার এবং হত্যার মতো অপরাধ সম্পর্কিত চ্যাটগুলো পর্যবেক্ষণ করতে থাকে মার্কিন ও অস্ট্রেলিয়ান গোয়েন্দারা। পরে সন্দেহভাজন অপরাধীদের ১৮টি দেশ থেকে গ্রেপ্তার করা হয়।

বিবিসির প্রতিবেদনে আরও বলা হয়, আইন প্রয়োগকারী বিভিন্ন সংস্থা প্রচলিত কিছু ম্যাসেজিং অ্যাপ বন্ধ করে দেওয়ায় অপরাধী চক্রগুলো নতুন এবং নিরাপদ ফোনের সন্ধানে ছিল। এরই সুযোগ নিয়ে এফবিআই তাদের গুপ্তচরদের মাধ্যমে অ্যানম অ্যাপটি ইনস্টল করা আছে এমন মোবাইল ফোন অপরাধীদের মধ্যে গোপনে ছড়িয়ে দেয়।

কর্মকর্তারা জানান, এই অভিযানের লক্ষ্য যারা ছিল, তাদের মধ্যে আছে মাদক পাচারকারী চক্র ও মাফিয়ার সঙ্গে যুক্ত লোকেরা।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, অভিযানে ১৪ কোটি ৮০ লাখ ডলার জব্দ এবং কয়েক টন মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।

কর্মকর্তারা জানিয়েছেন, বৈশ্বিক মাদক বাণিজ্যে জড়িত অস্ট্রেলিয়া, এশিয়া, দক্ষিণ আমেরিকা ও মধ্যপ্রাচ্যের অপরাধীদের ধরছে অস্ট্রেলীয় পুলিশ ও যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা (এফবিআই)। সমন্বিত এই বৈশ্বিক অভিযানকে সাম্প্রতিক সময়ে অন্যতম বড় পরিসরের অভিযান বলে ধারণা করা হচ্ছে। 

এই অভিযান শেষ হওয়ার পর অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন বলেছেন, সারা বিশ্বের সংগঠিত অপরাধ চক্রের বিরুদ্ধে তাঁরা এক বড় আঘাত হানতে সক্ষম হয়েছেন।

তিন হাজারের বেশি যৌন নিপীড়নের অভিযোগ, মার্কিন কাঠগড়ায় উবার

গ্রিনল্যান্ডের প্রতিরক্ষায় ডেনমার্কের হাতে আছে মাত্র দুই কুকুরের স্লেজ: ট্রাম্প

ভেনেজুয়েলার ‘ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট’ ডোনাল্ড ট্রাম্প!

আলোচনায় বসতে চেয়েছে ইরান, তবে তার আগেই কিছু করে ফেলতে পারি: ট্রাম্প

ইরানে সামরিক হামলাসহ কঠোর পদক্ষেপের বিষয়ে দ্রুত সিদ্ধান্তে পৌঁছাব: ট্রাম্প

৫১ বছর পর মার্কিন আকাশে ডুমসডে প্লেন, পারমাণবিক যুদ্ধের শঙ্কায় কাঁপছে সোশ্যাল মিডিয়া

ইরানে সম্ভাব্য সামরিক হস্তক্ষেপ বিবেচনা করছেন ট্রাম্প

রুবিও হবেন কিউবার প্রেসিডেন্ট—কোন হিসেবে বললেন ট্রাম্প

দেরি হওয়ার আগেই চুক্তি করে ফেল—কিউবাকে ট্রাম্পের হুঁশিয়ারি

ইরানে হামলার উপায় ভাবছে যুক্তরাষ্ট্র, হতে পারে বেসামরিক স্থাপনাতেও