হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

ইরানে মার্কিন হামলা স্থগিত করায় তেলের দামে বড় পতন

আজকের পত্রিকা ডেস্ক­

ছবি: এএফপি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে সামরিক হামলা আপাতত স্থগিত রাখার ইঙ্গিত দেওয়ায় বৈশ্বিক জ্বালানি বাজারে সরবরাহ–সংক্রান্ত উদ্বেগ কিছুটা কমেছে। এর প্রভাবে আন্তর্জাতিক বাজারে তেলের দাম মাত্র একদিনেই ৪ শতাংশের বেশি কমে গেছে। টানা ছয় দিন ঊর্ধ্বমুখী থাকার পর বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) প্রথমবারের মতো তেলের বড় দরপতন দেখা গেল।

আমিরাত-ভিত্তিক সংবাদমাধ্যম দ্য ন্যাশনাল জানিয়েছে, বিশ্বের মোট তেল লেনদেনের প্রায় দুই-তৃতীয়াংশের মানদণ্ড ব্রেন্ট ক্রুড বৃহস্পতিবার আমিরাত সময় দুপুর ২টা ১০ মিনিটে ব্যারেলপ্রতি ৪.২৫ শতাংশ কমে দাঁড়ায় ৬৩ দশমিক ৬৯ ডলারে। একই সময়ে যুক্তরাষ্ট্রের অপর প্রধান সূচক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ৪.২৬ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৫৯ দশমিক ৩৮ ডলারে নেমে আসে।

ইরানে সরকারবিরোধী বিক্ষোভকারীদের হত্যার অভিযোগে দেশটির নেতৃত্বের বিরুদ্ধে একাধিকবার কঠোর হুমকি দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। তবে বুধবার (১৪ জানুয়ারি) হোয়াইট হাউসের ওভাল অফিস থেকে তিনি বলেন, ইরানে হত্যাকাণ্ড ও মৃত্যুদণ্ড কার্যকর করা বন্ধ হয়েছে বলে তাঁকে জানানো হয়েছে। তথ্যের উৎস প্রকাশ না করে ট্রাম্প বলেন, ‘আমাকে নির্ভরযোগ্য সূত্রে বলা হয়েছে, হত্যাকাণ্ড বন্ধ হয়েছে, মৃত্যুদণ্ডও বন্ধ রয়েছে। যদি আবার শুরু হয়, তাহলে আমি খুবই অসন্তুষ্ট হব।’

বিশ্লেষকদের মতে, এই মন্তব্যের পরপরই মধ্যপ্রাচ্যে নতুন করে বড় ধরনের সংঘাতের আশঙ্কা কিছুটা প্রশমিত হয়েছে, যা তেলের দামে প্রভাব ফেলেছে। তবে সুইসকোট ব্যাংকের জ্যেষ্ঠ বিশ্লেষক ইপেক ওজকারদেস্কা সতর্ক করে বলেছেন—ইরান ঘিরে অনিশ্চয়তা পুরোপুরি কাটেনি। তাঁর ভাষায়, ‘স্বল্পমেয়াদে তেলের দামে অস্থিরতা বজায় থাকতে পারে। যুক্তরাষ্ট্র যদি সামরিক অভিযানে যায়, তাহলে দাম হঠাৎ অনেক বেড়ে যেতে পারে।’ তবে তিনি মনে করেন, বৈশ্বিক সরবরাহ পর্যাপ্ত থাকায় মধ্য মেয়াদে তেলের দাম আবারও নিম্নমুখী চাপের মধ্যে থাকবে।

ইরান বিশ্বের সপ্তম বৃহত্তম অপরিশোধিত তেল উৎপাদক। দেশটিতে সাম্প্রতিক বিক্ষোভে হাজারো মানুষের মৃত্যু হয়েছে বলে মানবাধিকার সংগঠনগুলো দাবি করেছে। এই পরিস্থিতি রাজনৈতিক অভিযোগ–পাল্টা অভিযোগের পাশাপাশি বৈশ্বিক পণ্যমূল্যকেও প্রভাবিত করছে।

এদিকে ইরানে মার্কিন হামলা না হওয়ায় শুধু তেল নয়, এর পাশাপাশি মূল্যবান ধাতুর বাজারেও দরপতন হয়েছে। ট্রাম্প নতুন করে গুরুত্বপূর্ণ খনিজ আমদানিতে শুল্ক আরোপ স্থগিত রাখার ইঙ্গিত দেওয়ায় নিরাপদ বিনিয়োগ হিসেবে পণ্য বাজারে যে চাহিদা তৈরি হয়েছিল, তা কিছুটা কমে গেছে। ফলে রেকর্ড উচ্চতা থেকে নেমে এসেছে সোনা, রুপা ও প্লাটিনামের দাম।

যুক্তরাষ্ট্রের যেসব ক্যাটাগরির ভিসা স্থগিত হচ্ছে, ভুক্তভোগী হচ্ছেন যাঁরা

ইরানকে আরেকটি সুযোগ দিতে ট্রাম্পকে শেষ মুহূর্তে রাজি করায় সৌদি, কাতার ও ওমান

ট্রাম্প-মাচাদো বৈঠকের আগে ভেনেজুয়েলার আরও এক ট্যাংকার জব্দ

যুক্তরাষ্ট্রের ভিসা স্থগিতের আওতায় কারা পড়বে না, জানাল স্টেট ডিপার্টমেন্ট

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি বংশোদ্ভূত নারীকে টেনেহিঁচড়ে গাড়ি থেকে তুলে নিয়ে গেল অভিবাসন পুলিশ

গ্রিনল্যান্ড প্রশ্নে যুক্তরাষ্ট্র: আন্তর্জাতিক আইন ও সার্বভৌমত্ব

ইরানে হত্যা চলছে না, আমাকে ‘আশ্বস্ত’ করা হয়েছে: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের ভিসা স্থগিতে ৭৫ দেশের তালিকায় পাকিস্তান, নেই ভারত

বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য অভিবাসী ভিসা স্থগিত করছে যুক্তরাষ্ট্র

চীন-রাশিয়ার হাত থেকে আমরাই গ্রিনল্যান্ডকে রক্ষা করতে পারি: ট্রাম্প