হোম > অপরাধ > যুক্তরাষ্ট্র ও কানাডা

যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকোয় বন্দুক হামলায় হতাহত ৫ 

যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো অঙ্গরাজ্যে বন্দুক হামলায় তিনজন নিহত হয়েছেন। এ ছাড়া দুই পুলিশ কর্মকর্তাসহ আহত হয়েছেন কয়েকজন। পুলিশ জানিয়েছে, সোমবারের (১৫ মে) ওই হামলার পর নিউ মেক্সিকো শহরের সব স্কুল সাময়িক সময়ের জন্য লকডাউন ঘোষণা করা হয়। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ তথ্য জানা যায়। 

নিউ মেক্সিকোর ফার্মিংটন শহরের কর্মকর্তারা জানিয়েছেন, সন্দেহভাজন হামলাকারীকে প্রতিহত করা সম্ভব হয়েছে এবং তিনি ঘটনাস্থলেই নিহত হয়েছেন। ওই এলাকায় বেসামরিক নাগরিকদের ওপর হামলা হওয়ার মতো আর কোনো ধরনের ঝুঁকি নেই বলেও জানান কর্মকর্তারা। 
 
নিউ মেক্সিকো অঙ্গরাজ্যের রাজধানী সান্তা ফে থেকে ২০০ মাইল দূরে অবস্থিত ফার্মিংটন শহরে ৫০ হাজার মানুষের বসবাস। তবে ঠিক কোন স্থানে এবং কেন ওই হামলা হয়েছে সে বিষয়ে তাৎক্ষণিক কিছু জানা যায়নি। 

ফারমিংটন পুলিশ ডিপার্টমেন্ট ফেসবুকে দেওয়া বিবৃতিতে জানিয়েছে, বন্দুক হামলায় অন্তত তিনজন নিহত হয়েছে। এ ছাড়া আহত হয়েছে আরও বেশ কয়েকজন বেসামরিক নাগরিক। 

হামলাকারীকে ঠেকাতে ঘটনাস্থলে যান একাধিক পুলিশ কর্মকর্তা। সে সময় দুই কর্মকর্তা গুলিবিদ্ধ হন। তাঁদের একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং অবস্থা স্থিতিশীল রয়েছে। 

এদিকে বন্দুক হামলার ঘটনা তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। হামলাকারীর পরিচয় এখনো প্রকাশ করা হয়নি। এ ছাড়া কী কারণে ওই হামলা, সে বিষয়ও পরিষ্কার নয়। হামলার ঘটনায় স্থানীয় স্কুলগুলো সাময়িক লকডাউনে রাখা হয়। তবে সোমবার সন্ধ্যার পরই সব স্কুল খুলে দেওয়ার কথা। ফার্মিংটনের মিউনিসিপ্যাল স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, সব শিক্ষার্থী এবং স্টাফরা নিরাপদে আছেন। 

মার্কিন বেসরকারি সংস্থা গান ভায়োলেন্স আর্কাইভের তথ্য অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রে ২১৫টির বেশি বন্দুক হামলার হয়েছে। আর এসব হামলায় হতাহত হয়েছে বহু মানুষ।

কোরআন ছুঁয়ে নিউইয়র্কের মেয়র হিসেবে শপথ নিলেন জোহরান মামদানি

ট্রাম্পের বাঁ হাতে নতুন কালশিটে দাগ, ফের আলোচনায় প্রেসিডেন্টের স্বাস্থ্য

‘২০২৫’ নিয়ে ১৯৯৮ সালে করা আমেরিকানদের ভবিষ্যদ্বাণী কতটুকু মিলেছে

সন্ত্রাসী হামলার হুমকি, যুক্তরাষ্ট্রে ভারতীয় শিক্ষার্থী মনোজ সাই গ্রেপ্তার

আট ঘণ্টায়ও মেলেনি চিকিৎসা, কানাডার হাসপাতালে ভারতীয়র মৃত্যু

৮০ হাজার অবৈধ অভিবাসীকে গুদামে রাখার পরিকল্পনা ট্রাম্পের

চীনের ক্রমবর্ধমান সমরসজ্জার সামনে ‘অরক্ষিত’ যুক্তরাষ্ট্র

জুলাই হত্যাকাণ্ডকে ব্যক্তিগত অপরাধ গণ্য করে আ.লীগের বিরুদ্ধে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান ৫ মার্কিন আইনপ্রণেতার

উ. কোরিয়ার এজেন্ট সন্দেহে ১৮০০-এর বেশি চাকরি আবেদন বাতিল করল আমাজন

গ্রিনল্যান্ড ‘আমাদের পেতেই হবে’, ‘অভিযান’ চালাতে দূত পাঠাচ্ছেন ট্রাম্প