হোম > অপরাধ > যুক্তরাষ্ট্র ও কানাডা

২ বছরের ছেলের গুলিতে প্রাণ গেল বাবার

যুক্তরাষ্ট্রে দুই বছর বয়সী এক ছেলের গুলিতে প্রাণ হারিয়েছেন বাবা। গুলির পর পুলিশ আহতাবস্থায় ওই বাবাকে হাসপাতালে নিলে সেখানে তাঁর মৃত্যু হয়।  নিহতের নাম রেগি ম্যাবরি। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

গত ২৬ মে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা রাজ্যের অরল্যান্ডো শহরের অরেঞ্জ কাউন্টিতে এ ঘটনা ঘটে। এরপর আজ সোমবার এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অরেঞ্জ কাউন্টির শেরিফ জন মিনা।

জন মিনা বলেন, পুলিশ জরুরি সংবাদ পেয়ে ম্যাবরির বাড়িতে গিয়ে দেখে তাঁর স্ত্রী ম্যারি আয়ালা তাঁকে প্রাথমিক চিকিৎসা দিচ্ছেন। পুলিশ প্রাথমিকভাবে ভেবেছিল, ওই ব্যক্তি নিজেই গুলি করেছিলেন, কিন্তু পরে ওই ব্যক্তির বড় ছেলের কাছ থেকে জানতে পারে, তার দুই বছর বয়সী ভাই দুর্ঘটনাবশত গুলি চালিয়েছে।

জন মিনা জানান, এই দম্পতির দুই ছেলে ও একটি মেয়ে রয়েছে। তাঁরা উভয়েই শিশু অবহেলা ও মাদক সেবনের একাধিক অপরাধের পর প্যারোলে ছিলেন। ঘটনার সময় সবাই একই ঘরে ছিল।

আদালতের নথিতে বলা হয়েছে, বন্দুকটি একটি ব্যাগে ছিল। কিন্তু ম্যাবরি সেটি মাটিতে ফেলে রেখেছিলেন। এরপর শিশুটি সেটি নিয়ে কম্পিউটারে ভিডিও গেম খেলতে গিয়ে তাঁর বাবাকে পেছন থেকে গুলি করে।

শেরিফ জন মিনা সতর্ক করে বলেন, যেসব বন্দুকের মালিক তাদের আগ্নেয়াস্ত্র সঠিকভাবে সুরক্ষিত রাখেন না, তারা যেকোনো সময় এমন ঘটনার শিকার হতে পারেন। 

উল্লেখ্য, সম্প্রতি যুক্তরাষ্ট্রের একটি সুপারমার্কেট, হাসপাতাল ও প্রাথমিক বিদ্যালয়ে বেশ কয়েকটি বন্দুক হামলার পর এই দুর্ঘটনা ঘটে। গত বছরের আগস্টেও দুই বছর বয়সী এক শিশু বন্দুক পেয়ে তার মাকে পেছন থেকে গুলি করেছিল। এ সময় তার মা একটি ভিডিও কনফারেন্সে ছিলেন।

চীনের ক্রমবর্ধমান সমরসজ্জার সামনে ‘অরক্ষিত’ যুক্তরাষ্ট্র

জুলাই হত্যাকাণ্ডকে ব্যক্তিগত অপরাধ গণ্য করে আ.লীগের বিরুদ্ধে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান ৫ মার্কিন আইনপ্রণেতার

উ. কোরিয়ার এজেন্ট সন্দেহে ১৮০০-এর বেশি চাকরি আবেদন বাতিল করল আমাজন

গ্রিনল্যান্ড ‘আমাদের পেতেই হবে’, ‘অভিযান’ চালাতে দূত পাঠাচ্ছেন ট্রাম্প

নিজ নামে ২ ‘সর্ববৃহৎ ব্যাটলশিপ’ নির্মাণ করছেন ট্রাম্প, সব মিলিয়ে ২৫টির পরিকল্পনা

ট্রাম্পকে তরুণদের ‘রোল মডেল’ বললেন এক সময়ের ঘোর বিরোধী নিকি মিনাজ

ধনী খদ্দেরদের জন্য কিশোরীদের যেভাবে বাছাই করতেন এপস্টেইন—উঠে এল এফবিআইয়ের তদন্তে

বিল ক্লিনটনকে ‘বলির পাঁঠা’ বানানোর অভিযোগ ট্রাম্পের বিরুদ্ধে

মার্কিন সরকারি ওয়েবসাইট থেকে ট্রাম্পের ছবিসহ ১৬ এপস্টেইন নথি গায়েব

যুক্তরাষ্ট্র ছাড়ার কথা ভাবছেন আতঙ্কিত শিক্ষকেরা