বাহুবলের আমতলী চা বাগান থেকে বিভিন্ন প্রজাতির গাছ কেটে পাচারকালে একটি গাছ বোঝাই ট্রাক্টর জব্দ করেছে বাগান কর্তৃপক্ষ। আজ শুক্রবার ভোর ৪টার দিকে ট্রাক্টরটি জব্দ করা হয়।
বাগান কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার গভীর রাতে সবার অগোচরে বাগানের ২০-২৫টি গাছ কেটে পেলে চোরেরা। পরে আজ ভোরবেলায় গাছগুলো ট্রাক্টর বোঝাই করে পাচারের চেষ্টা করা হয়। এ সময় খবর পেয়ে বাগান ব্যবস্থাপক স্টাফদের নিয়ে বাগানের ভেতর থেকে গাছ বোঝায় ট্রাক্টরটি জব্দ করেন।
চা বাগানের ব্যবস্থাপক সোহেল রানা পাঠান এ তথ্য নিশ্চিত করে বলেন, চোরেরা নিয়মিত গাছ চুরি করে বাগান ফাঁকা করে দিচ্ছে। তাঁদের উৎপাতে আমরা অতিষ্ঠ হয়ে উঠেছি। কোনোভাবেই তাঁদের দমানো যাচ্ছে না।
ব্যবস্থাপক আরও বলেন, আজ ভোরে খবর পেয়ে গাছ বোঝাই ট্রাক্টরটি জব্দ করা হয়। তবে এর সঙ্গে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি। এ বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।