হোম > অপরাধ > সিলেট

চেহারার মিলে বনে গেছেন চিকিৎসক, অতপর আটক

হবিগঞ্জ প্রতিনিধি

নাম তাঁর জাফরুল হাসান। ডিপ্লোমা চিকিৎসক। ডা. মোহাম্মদ তামিমের সঙ্গে তাঁর চেহারার সঙ্গে অনেক মিল। জাফরুল নিজেকে ডা. মোহাম্মদ তামিম বলেই পরিচয় দেন। ওই নামেই হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার পৌর শহরের এম কে ডায়াগনস্টিক অ্যান্ড ক্লিনিকে ডাক্তারি করে আসছেন।

বিষয়টি জানতে পেরে আজ শুক্রবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত তাঁকে আটক করে। আদালতের কাছে স্বীকারোক্তি দিলে তাঁর বিরুদ্ধে নিয়মিত মামলা করার জন্য চুনারুঘাট থানায় হস্তান্তর করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত আনজুম প্রিয়া।

জানা যায়, টাঙ্গাইলের গোপালপুর উপজেলার বাসিন্দা জাফরুল হাসান টাঙ্গাইলের অধ্যাপক সোহরাব উদ্দিন আইএমটি অ্যান্ড ম্যাটস থেকে ডিপ্লোমা পাস করেন। কিন্তু চুনারুঘাটে এসে নিজেকে ডা. তামিম বলে পরিচয় দেন। বিএমডিসি রেজিস্ট্রেশন নম্বর অ-৮৮০০২ ব্যবহার করে রোগী দেখে আসছিলেন।

এ নিয়ে সিভিল সার্জনের কার্যালয়ে একাধিক অভিযোগ যায়। খোঁজখবর নিয়ে ভ্রাম্যমাণ আদালত সেখানে অভিযান পরিচালনা করেন। এ সময় হবিগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. উমর ফারুক উপস্থিত ছিলেন। 

এ ব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত আনজুম প্রিয়া বলেন, ‘জাফরুল ইসলাম কোনোভাবে ডা. তামিমের কাগজপত্রের ফটোকপি সংগ্রহ করেন। ডা. তামিমের বাড়ি নওঁগা জেলায় এবং তিনি বিষয়টি জানতেন না। ডা. তামিম ও জাফরুল ইসলামের চেহারায় অনেক মিল রয়েছে। ভ্রাম্যমাণ আদালত কোনো জরিমানা বা কারাদণ্ড না দিয়ে নিয়মিত মামলার জন্য তাঁকে চুনারুঘাট থানায় পাঠিয়েছে।’

সিলেটে পরিত্যক্ত অবস্থায় অবিস্ফোরিত মর্টার শেল উদ্ধার

হবিগঞ্জে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে জামায়াতের প্রার্থীকে শোকজ

সিলেটে জুয়া খেলা অবস্থায় আটক ৭

ভোলাগঞ্জ স্থলবন্দর উদ্বোধন করলেন নৌপরিবহন উপদেষ্টা

জৈন্তাপুরে সড়ক দুর্ঘটনায় একজন নিহত

সিলেটে ট্রলির ধাক্কায় মসজিদের ইমাম নিহত

জৈন্তাপুরে সাড়ে ১৬ হাজার ঘনফুট বালু জব্দ, নিলামে বিক্রি

মৌলভীবাজারে আ.লীগের ৯ নেতা-কর্মী গ্রেপ্তার

সিলেট সীমান্তে খাসিয়াদের গুলিতে ২ জন নিহত

সিলেটে প্রথম আলো অফিসের সাইনবোর্ড, গ্লাস ভাঙচুর