হোম > অপরাধ > সিলেট

কোটি টাকা হাতিয়ে বেসরকারি সংস্থার চেয়ারম্যান স্ত্রীসহ কারাগারে 

মৌলভীবাজারে গ্রাহকের কোটি টাকা হাতিয়ে ছয় বছর ধরে পলাতক বেসরকারি সংস্থা ভিলেজ ডেভেলপমেন্ট নেটওয়ার্কের (ভিডিএন) চেয়ারম্যান আব্দুল হাকিম ও তার স্ত্রী আছমা বেগমকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। এর আগে আজ বুধবার ভোরে সিলেটের মেজরটিলা নুরপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার আব্দুল হাকিম মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নের পশ্চিম হাতলিয়া গ্রামের বাসিন্দা।  

পুলিশ জানায়, আব্দুল হাকিম (৫০) বড়লেখা থানার চেক জালিয়াতির ১২টি সাজা পরোয়ানাসহ মোট ১৫টি মামলার পলাতক আসামি। তার স্ত্রী আছমা (৪৫) বেগমের বিরুদ্ধে দুটি মামলার সাজা পরোয়ানা রয়েছে। আদালতের রায়ের পর থেকে তারা পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে বড়লেখা থানার পুলিশ আজ (বুধবার) ভোরে সিলেট শাহপরান থানার মেজরটিলা নুরপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।  

বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়ারদৌস হাসান আজকের পত্রিকাকে বলেন, ‘১২টি সাজা পরোয়ানাসহ মোট ১৫টি মামলার পরোয়ানাভুক্ত আসামি আব্দুল হাকিম ও তার স্ত্রীকে সিলেট শাহপরান থানার মেজরটিলা নুরপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তারা দীর্ঘদিন আত্মগোপন করেছিল। আজ (বুধবার) দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’

সিলেট সীমান্তে খাসিয়াদের গুলিতে ২ জন নিহত

সিলেটে প্রথম আলো অফিসের সাইনবোর্ড, গ্লাস ভাঙচুর

কোন্দলই বিএনপির বড় সংকট

সিলেটে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত তিন

হত্যা মামলায় বিয়ানীবাজার পৌর আ. লীগ সভাপতি গ্রেপ্তার

সিলেটে যেসব এলাকায় ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না বুধবার

চবি উপ-উপাচার্যের পদে থাকার নৈতিক অধিকার নেই: নাছির উদ্দীন

শাকসু নির্বাচন: ছাত্রদলের ২২ সদস্যের প্যানেল ঘোষণা, নারী প্রার্থী একজন ও মুক্তিযুদ্ধ সম্পাদক পদ ফাঁকা

বেড়িবাঁধের মাটি কাটার সময় মাটিচাপায় শ্রমিকের মৃত্যু

সিলেটে সিএনজিচালিত অটোরিকশা ছিনতাইয়ের জন্য চালককে হত্যা