হোম > অপরাধ > সিলেট

সুদের টাকার চাপে ফেসবুকে পোস্ট দিয়ে যুবকের আত্মহত্যা

সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় ঋণের চাপে ফয়সাল আহমদ সৌরভ নামে এক যুবক সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে আত্মহত্যা করেছেন। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ৮টার দিকে উপজেলার বালিজুরি ইউনিয়নের পাতারি গ্রামে এ ঘটনা ঘটে।

জানা যায়, গতকাল সৌরভ নিজ বাড়ি থেকে বাইরে যান। বাইরে গিয়ে তিনি নিজ ফেসবুক আইডিতে লেখেন, ‘আমি গলায় দড়ি দিলাম। তুই রফিকের লাগি আমারে লাশ বানাইলেরে বেইমান। সফিকের কাছ থেকে এক লাখ টাকা আনছিলাম সুদে। তিন লাখ টাকা সুদ দিয়েও কয় সাড়ে তিন লাখ টাকা এখনো পায়। এই রফিক আর সফিকের লাগি আত্মহত্যা করলাম।

ভালো থাক আমার পরিবার। মা ফাইজা আমায় ক্ষমা করিস। মা, বাবা, ভাই, বোন তোমরা আমায় ক্ষমা করিও। বউ তোমাকে কিচ্ছু বলার নাই। ইতি এক কাপুরুষ।’

ফেসবুকে পোস্ট দেওয়ার পরই পরিবারের লোকজন তাঁকে খোঁজাখুঁজি শুরু করেন। পরে বাড়ির পেছনে গাছে গলায় ফাঁস দেওয়া অবস্থায় সৌরভকে দেখতে পেয়ে উদ্ধার করা হয়। স্বজনেরা তাঁকে উদ্ধার করে বিশ্বম্ভরপুর উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে তাহিরপুর থানার উপপরিদর্শক গোলাম হক্কানি বলেন, সুদের টাকা নিয়ে অনেক চাপে ছিল সৌরভ। টাকা ফেরতের জন্য চাপ দেওয়ার কারণে হতাশা থেকে তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। তবে তাঁর পরিবার থেকে এখনো কোনো লিখিত অভিযোগ করা হয়নি। অভিযোগ পেলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিএনপি নেতার অশালীন আচরণ, জমিয়ত সভাপতি মাওলানা ফারুককে শোকজ

শাকসু নির্বাচনের দাবিতে মধ্যরাতে বিক্ষোভে উত্তাল শাবিপ্রবি, ইসির স্থগিতাদেশ প্রত্যাহারের দাবি

সিলেট থেকে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করবেন তারেক রহমান

অভিযানে জব্দ ২০ হাজার ঘনফুট বালু, ৫০ নৌকা ধ্বংস

মৌলভীবাজারে তাপমাত্রা নেমেছে ৭ ডিগ্রিতে

১৪ জানুয়ারি দেশব্যাপী কর্মবিরতির ঘোষণা হোটেল–রেস্তোরাঁর শ্রমিকদের

মব ভায়োলেন্স গণতন্ত্রকে ধ্বংস করে দিচ্ছে: মির্জা ফখরুল

সুনামগঞ্জ-৩ আসন: ৮ প্রার্থীর ৩ জনই কোটিপতি

নির্বাচনী হলফনামা: সম্পদ বেড়েছে আরিফের, স্ত্রীও হয়েছেন কোটিপতি

সিকৃবিতে কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষায় উপস্থিতির হার ৯৩.৪১ শতাংশ