হোম > অপরাধ > সিলেট

নিখোঁজের ৩ দিন পর পুকুর থেকে শিশুর লাশ উদ্ধার

প্রতিনিধি

ছাতক (সুনামগঞ্জ): নিখোঁজের তিনদিন পর গলায় ওড়না পেঁচানো অবস্থায় পুকুর থেকে পাপিয়া বেগম (১১) নামে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার সন্ধ্যায় ছাতকের কাইতকোনা গ্রামের একটি পরিত্যক্ত পুকুর থেকে শিশুটির লাশ পাওয়া যায়।

পাপিয়া ওই গ্রামের আবু বক্করের মেয়ে।

জানা যায়, গত শনিবার ভোরে প্রতিদিনের মতো গ্রামে আম কুড়াতে বের হয় পাপিয়া। এরপর থেকে সে আর বাড়ি ফিরেনি। পরিবারের লোকজন শিশুটিকে খোঁজাখুজি করেও কোন সন্ধান না পেয়ে ইউপি চেয়ারম্যান মুরাদ হোসেন ও ওয়ার্ড মেম্বার মাহমুদ আলীকে বিষয়টি অবহিত করেন। পরে গতকাল সোমবার সন্ধ্যায় কাইতকোনা গ্রামের পার্শ্ববর্তী তাজ উদ্দিনের একটি পরিত্যক্ত পুকুরে শিশুর লাশ দেখতে পায় স্থানীয়রা।

খবর পেয়ে রাতেই পুকুর থেকে লাশ উদ্ধার করে পুলিশ।

স্থানীয়রা জানান, ধারণা করা হচ্ছে শিশুটির উপর কারো কু-নজর পড়েছিল। তাই শিশুটিকে অপহরণ করা হয়। পরে গলায় ওড়না পেঁচিয়ে হত্যা করে লাশ গুম করার চেষ্টা করা হয়েছে। এ হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনের জন্য পুলিশ প্রশাসনের কাছে জোর দাবি জানিয়েছেন তাঁরা।

লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন, জাউয়াবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুরাদ হোসেন।  

ছাতক থানার ওসি নাজিম উদ্দিন জানান, গ্রামের একটি পুকুর থেকে গলায় ওড়না পেঁছানো অবস্থায় শিশুটির লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ নিশ্চিত করা যাবে।

হত্যা মামলায় বিয়ানীবাজার পৌর আ. লীগ সভাপতি গ্রেপ্তার

সিলেটে যেসব এলাকায় ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না বুধবার

চবি উপ-উপাচার্যের পদে থাকার নৈতিক অধিকার নেই: নাছির উদ্দীন

শাকসু নির্বাচন: ছাত্রদলের ২২ সদস্যের প্যানেল ঘোষণা, নারী প্রার্থী একজন ও মুক্তিযুদ্ধ সম্পাদক পদ ফাঁকা

বেড়িবাঁধের মাটি কাটার সময় মাটিচাপায় শ্রমিকের মৃত্যু

সিলেটে সিএনজিচালিত অটোরিকশা ছিনতাইয়ের জন্য চালককে হত্যা

মৌলভীবাজারের ৪টি আসন: নজরে চা-বাগান ও নতুন ভোটার

সিলেটে নিখোঁজ যুবকের হাত-পা ও মুখ বাঁধা লাশ উদ্ধার

নবীগঞ্জে ইটভাটার মালিককে ৩ লাখ টাকা জরিমানা

সিলেট বিভাগে ৩ প্রবাসী, ১ ব্যবসায়ী ও ১ শিক্ষার্থীকে প্রার্থী করল এনসিপি