হোম > অপরাধ > সিলেট

শাল্লায় পাকা ধানের স্তূপে আগুন, দিশেহারা কৃষক 

শাল্লা (সুনামগঞ্জ) প্রতিনিধি

সুনামগঞ্জের শাল্লার ফয়েজুল্লাহপুর হাওরে দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ে ছাই হয়ে গেছে আব্দুল হালিম নামে দরিদ্র কৃষকের ৫ বিঘা জমির ধান। গতকাল মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে এ ঘটনা ঘটে। 

এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার ফয়েজুল্লাহপুর গ্রামের আব্দুল হালিম ৫ বিঘা জমিতে আমন ধানের চাষ করেন। গত সোমবার পাকা ধান কেটে মাড়াই করার জন্য খেতেই স্তূপ করে রাখেন। গতকাল দিবাগত রাত ২টার দিকে শত্রুতা করে কে বা কারা ধানের স্তূপে আগুন লাগিয়ে দেয়। মুহূর্তের মধ্যে সকল ধান পুড়ে ছাই হয়ে যায়। পরে বিষয়টি প্রশাসনকে অবগত করা হলে ঘটনাস্থল পরিদর্শনে যান শাল্লা থানার এসআই আব্দুল বাশার। 

সরেজমিনে গিয়ে দেখা যায়, এ ঘটনায় মুষড়ে পড়েছেন কৃষক আব্দুল হালিম। এতে তাঁর প্রায় লক্ষাধিক টাকার ধান পুড়ে ছাই হয়ে গেছে। জমিতে পড়ে আছে স্তূপ করা ধানের ছাই। 

এ বিষয়ে কৃষক আব্দুল হালিমের ছেলে মো. আল আমিন বলেন, গতকাল দিবাগত রাত আনুমানিক ২টার দিকে কে বা কারা আমাদের পাকা ধানের স্তূপে আগুন লাগিয়ে দেয়। এতে আমাদের ৫ বিঘা জমির ধান পুড়ে ছাই হয়ে গেছে। আমরা বিষয়টি প্রশাসনকে অবগত করেছি। এখন মামলা করার প্রস্তুতি নিচ্ছি। 

শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। 

শাকসু নির্বাচন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত বুধবার

প্রশাসনের অভিযানে ১০ নৌকা কেটে ধ্বংস

শাকসু নির্বাচনের দাবিতে শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা

শাকসু নির্বাচনের দাবিতে ফের বিক্ষোভে শিক্ষার্থীরা

১৩ ঘণ্টা অবরুদ্ধ থাকার পরে মুক্ত শাবি ভিসি, প্রোভিসি

হাইকোর্টের স্থগিতাদেশের বিরুদ্ধে আপিলের রায়ের পরদিনই শাকসু নির্বাচন, সিন্ডিকেটে সিদ্ধান্ত

অবরুদ্ধ শাবিপ্রবির ভিসি ও প্রো-ভিসি, পদত্যাগ দাবি

শাকসু নির্বাচনের দাবিতে আজ রাত ৯টা পর্যন্ত শিক্ষার্থীদের আলটিমেটাম

রিটকারী ভিপি প্রার্থী মমিনুর রশিদ শুভকে শাবিতে অবাঞ্ছিত ঘোষণা

হাইকোর্টে শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে সিলেটে মহাসড়ক অবরোধ, তীব্র যানজট