হোম > অপরাধ > সিলেট

শাল্লায় পাকা ধানের স্তূপে আগুন, দিশেহারা কৃষক 

শাল্লা (সুনামগঞ্জ) প্রতিনিধি

সুনামগঞ্জের শাল্লার ফয়েজুল্লাহপুর হাওরে দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ে ছাই হয়ে গেছে আব্দুল হালিম নামে দরিদ্র কৃষকের ৫ বিঘা জমির ধান। গতকাল মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে এ ঘটনা ঘটে। 

এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার ফয়েজুল্লাহপুর গ্রামের আব্দুল হালিম ৫ বিঘা জমিতে আমন ধানের চাষ করেন। গত সোমবার পাকা ধান কেটে মাড়াই করার জন্য খেতেই স্তূপ করে রাখেন। গতকাল দিবাগত রাত ২টার দিকে শত্রুতা করে কে বা কারা ধানের স্তূপে আগুন লাগিয়ে দেয়। মুহূর্তের মধ্যে সকল ধান পুড়ে ছাই হয়ে যায়। পরে বিষয়টি প্রশাসনকে অবগত করা হলে ঘটনাস্থল পরিদর্শনে যান শাল্লা থানার এসআই আব্দুল বাশার। 

সরেজমিনে গিয়ে দেখা যায়, এ ঘটনায় মুষড়ে পড়েছেন কৃষক আব্দুল হালিম। এতে তাঁর প্রায় লক্ষাধিক টাকার ধান পুড়ে ছাই হয়ে গেছে। জমিতে পড়ে আছে স্তূপ করা ধানের ছাই। 

এ বিষয়ে কৃষক আব্দুল হালিমের ছেলে মো. আল আমিন বলেন, গতকাল দিবাগত রাত আনুমানিক ২টার দিকে কে বা কারা আমাদের পাকা ধানের স্তূপে আগুন লাগিয়ে দেয়। এতে আমাদের ৫ বিঘা জমির ধান পুড়ে ছাই হয়ে গেছে। আমরা বিষয়টি প্রশাসনকে অবগত করেছি। এখন মামলা করার প্রস্তুতি নিচ্ছি। 

শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। 

সিলেট-২ আসনে মনোনয়নপত্র জমা দিলেন ইলিয়াসপত্নী লুনা ও ছেলে অর্ণব

সিলেটে পরিত্যক্ত অবস্থায় অবিস্ফোরিত মর্টার শেল উদ্ধার

হবিগঞ্জে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে জামায়াতের প্রার্থীকে শোকজ

সিলেটে জুয়া খেলা অবস্থায় আটক ৭

ভোলাগঞ্জ স্থলবন্দর উদ্বোধন করলেন নৌপরিবহন উপদেষ্টা

জৈন্তাপুরে সড়ক দুর্ঘটনায় একজন নিহত

সিলেটে ট্রলির ধাক্কায় মসজিদের ইমাম নিহত

জৈন্তাপুরে সাড়ে ১৬ হাজার ঘনফুট বালু জব্দ, নিলামে বিক্রি

মৌলভীবাজারে আ.লীগের ৯ নেতা-কর্মী গ্রেপ্তার

সিলেট সীমান্তে খাসিয়াদের গুলিতে ২ জন নিহত