বিশ্বম্ভরপুরে জাল ভোট দেওয়ার সময় সন্দেহভাজন দুজনকে আটক করে পুলিশে দিয়েছেন ম্যাজিস্ট্রেট মো. আনোয়ারুল হক। আজ রোববার দুপুরে তাঁদের আটক করা হয়।
আটককৃতরা হলেন—বিশ্বম্ভরপুরের দক্ষিণ বাদাঘাট ইউনিয়নের সিরাজপুর বাগগাঁও গ্রামের জিয়া রহমানের ছেলে নাঈম হোসেন (১৮) এবং একই গ্রামের মঞ্জুর আলীর ছেলে কামরুজ্জামান (১৯)।
জানা যায়, আজ দুপুরে সিরাজপুর বাগগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ওই দুজন ভোট দিতে এলে কেন্দ্রের সহকারী পোলিং এজেন্টের সন্দেহ হয়। এ সময় কেন্দ্র পরিদর্শন করতে আসা ম্যাজিস্ট্রেট মো. আনোয়ারুল হককে বিষয়টি জানানো হয়। পরে তিনি প্রাথমিক যাচাই-বাছাই করে সন্দেহ হলে তাঁদের পুলিশের মাধ্যমে থানা হেফাজতে পাঠান।
মো. আনোয়ারুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, সন্দেহজনক দুজনকে আটক করে পুলিশে দেওয়া হয়েছে। কেউ অভিযোগ করলে মোবাইল কোর্টের মাধ্যমে তাঁদের সাজা দেওয়া হবে।