হোম > অপরাধ > সিলেট

সিলেটে যুবক হত্যা: ১০ জনের নামে মামলা, রিমান্ডে জুয়েল

সিলেট প্রতিনিধি

সিলেটে এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে ছুরিকাঘাতে যুবক খুনের ঘটনায় ১০ জনের নামে মামলা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তারকৃত একজনকে ৫দিনের রিমান্ডের নির্দেশ দিয়েছেন আদালত।

আজ রোববার বিকেলে নিহত নাজিমের বাবা নুর মিয়া বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা করেন। মামলার এজাহারে আসামি করা হয়েছে ১০ জনকে। এ ছাড়াও অজ্ঞাত আসামি রয়েছেন ৭ থেকে ৮ জন।

এদিকে বিকেলে এ ঘটনায় গ্রেপ্তারকৃত জুয়েল আহমদকে ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে হাজির করা হয়। এ সময় আদালত ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে গতকাল শনিবার রাতেই সিলেট নগরীর মুন্সিপাড়া এলাকার মীর কাশেমের ছেলে জুয়েল আহমদকে এ হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে আটক করে কোতোয়ালি থানা-পুলিশ।

মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ জানান, জুয়েলকে আদালতে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড চাইলে আদালত ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

ওসি আরও বলেন, ‘রিমান্ডে নেওয়া জুয়েলের সহযোগিতায় সম্পৃক্তদের শনাক্তকরণ ও গ্রেপ্তার প্রক্রিয়া দ্রুত হবে বলে আশা করছি। এ হত্যাকাণ্ডে জড়িত থাকা সবাইকে গ্রেপ্তার করতে আমাদের চেষ্টা অব্যাহত আছে।’

উল্লেখ্য, গতকাল শনিবার রাতে সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ইমার্জেন্সি গেটের সামনে কথা-কাটাকাটির জেরে নাজিম আহমদ (১৯) নামের যুবক খুন হয়। পেশায় তিনি হোটেল শ্রমিক। তিনি সুনামগঞ্জের ধর্মপাশার নুর মিয়ার ছেলে ও সিলেট নগরীর দরগা মহল্লা এলাকার বাসিন্দা। এরপর মেডিকেল এলাকা থেকে একজনকে আটক করা হয়।

সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, নারী–শিশুসহ আটক ১১

খালেদা জিয়াকে নিয়ে আপত্তিকর মন্তব্য, চুনারুঘাটে ‘চিতল মুখলিছ’কে গণপিটুনি

জাফলংয়ে বালুচাপায় শ্রমিকের মৃত্যু

সিলেট-২ আসনে মনোনয়নপত্র জমা দিলেন ইলিয়াসপত্নী লুনা ও ছেলে অর্ণব

সিলেটে পরিত্যক্ত অবস্থায় অবিস্ফোরিত মর্টার শেল উদ্ধার

হবিগঞ্জে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে জামায়াতের প্রার্থীকে শোকজ

সিলেটে জুয়া খেলা অবস্থায় আটক ৭

ভোলাগঞ্জ স্থলবন্দর উদ্বোধন করলেন নৌপরিবহন উপদেষ্টা

জৈন্তাপুরে সড়ক দুর্ঘটনায় একজন নিহত

সিলেটে ট্রলির ধাক্কায় মসজিদের ইমাম নিহত