টিপ-কাণ্ডে সারা দেশে আলোচনা সমালোচনার রেশ এখনো কাটেনি। আর এদিকে সিলেটে টিপ পরে প্রতিবাদকারী পুরুষদের নিয়ে বিদ্রুপ এবং নারীর পোশাক নিয়ে ফেসবুকে এক পুলিশ পরিদর্শকের মন্তব্য নিয়ে চলছে আলোচনা। এর মধ্যে তাঁকে সিলেট থেকে বদলি করা হয়েছে বলে জানা গেছে।
আজ মঙ্গলবার বাংলাদেশ পুলিশের এআইজি শাহজাদা মো. আসাদুজ্জামান স্বাক্ষরিত এক আদেশে পরিদর্শক লিয়াকত আলীকে রংপুর রেঞ্জে বদলি করা হয়। এর আগে তাঁকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়। এ পুলিশ পরিদর্শক সিলেট কোর্ট পুলিশের দায়িত্বে ছিলেন।
পুলিশ কর্মকর্তা লুৎফর রহমান বলেন, ‘গতকাল সোমবার টিপ কাণ্ড ও এর প্রতিবাদে সরব পুরুষদের নিয়ে ফেসবুকে আপত্তিকর মন্তব্য করেন পুলিশ পরিদর্শক লিয়াকত আলী। এরপর সিলেটের সামাজিক-সাংস্কৃতিক অঙ্গনে নিন্দার ঝড় উঠলে লিয়াকত আলী সেটি ডিলিট করে দেন। কিন্তু এর আগেই তাঁর স্ট্যাটাসের স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়ে যায়। সোমবার রাতেই লিয়াকত আলীকে প্রত্যাহার করা হয়েছে।’