হোম > অপরাধ > সিলেট

টিপ নিয়ে পুরুষ প্রতিবাদকারীদের বিদ্রুপ করার পর পুলিশ পরিদর্শককে বদলি

সিলেট প্রতিনিধি

টিপ-কাণ্ডে সারা দেশে আলোচনা সমালোচনার রেশ এখনো কাটেনি। আর এদিকে সিলেটে টিপ পরে প্রতিবাদকারী পুরুষদের নিয়ে বিদ্রুপ এবং নারীর পোশাক নিয়ে ফেসবুকে এক পুলিশ পরিদর্শকের মন্তব্য নিয়ে চলছে আলোচনা। এর মধ্যে তাঁকে সিলেট থেকে বদলি করা হয়েছে বলে জানা গেছে। 

আজ মঙ্গলবার বাংলাদেশ পুলিশের এআইজি শাহজাদা মো. আসাদুজ্জামান স্বাক্ষরিত এক আদেশে পরিদর্শক লিয়াকত আলীকে রংপুর রেঞ্জে বদলি করা হয়। এর আগে তাঁকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়। এ পুলিশ পরিদর্শক সিলেট কোর্ট পুলিশের দায়িত্বে ছিলেন। 

এ ঘটনার তদন্তের জন্য তিন সদস্যের কমিটিও গঠন করা হয়েছে। আগামী তিনদিনের মধ্যে ওই কমিটিকে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান। 

পুলিশ কর্মকর্তা লুৎফর রহমান বলেন, ‘গতকাল সোমবার টিপ কাণ্ড ও এর প্রতিবাদে সরব পুরুষদের নিয়ে ফেসবুকে আপত্তিকর মন্তব্য করেন পুলিশ পরিদর্শক লিয়াকত আলী। এরপর সিলেটের সামাজিক-সাংস্কৃতিক অঙ্গনে নিন্দার ঝড় উঠলে লিয়াকত আলী সেটি ডিলিট করে দেন। কিন্তু এর আগেই তাঁর স্ট্যাটাসের স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়ে যায়। সোমবার রাতেই লিয়াকত আলীকে প্রত্যাহার করা হয়েছে।’

সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, নারী–শিশুসহ আটক ১১

খালেদা জিয়াকে নিয়ে আপত্তিকর মন্তব্য, চুনারুঘাটে ‘চিতল মুখলিছ’কে গণপিটুনি

জাফলংয়ে বালুচাপায় শ্রমিকের মৃত্যু

সিলেট-২ আসনে মনোনয়নপত্র জমা দিলেন ইলিয়াসপত্নী লুনা ও ছেলে অর্ণব

সিলেটে পরিত্যক্ত অবস্থায় অবিস্ফোরিত মর্টার শেল উদ্ধার

হবিগঞ্জে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে জামায়াতের প্রার্থীকে শোকজ

সিলেটে জুয়া খেলা অবস্থায় আটক ৭

ভোলাগঞ্জ স্থলবন্দর উদ্বোধন করলেন নৌপরিবহন উপদেষ্টা

জৈন্তাপুরে সড়ক দুর্ঘটনায় একজন নিহত

সিলেটে ট্রলির ধাক্কায় মসজিদের ইমাম নিহত