হোম > অপরাধ > সিলেট

৪৪০ মণ ধান নিয়ে ট্রাকচালক উধাও

প্রতিনিধি

কমলগঞ্জ (মৌলভীবাজার): কমলগঞ্জের এক ধান ব্যবসায়ীর ৪৪০ মণ ধানবোঝাই ট্রাকসহ উধাও এক চালক। দশ দিন পরও তার কোনো সন্ধান মেলেনি।

জানা যায়, 'মেসার্স সুনামগঞ্জ মডার্ণ ট্রান্সপোর্ট এজেন্সি'র মাধ্যমে ঢাকা-মেট্রো-ট-২০-৫৯৭৯ নম্বরধারী একটি ট্রাক গত ২৭ এপ্রিল ১৭ হাজার টাকায় ভাড়া করেন ধান ব্যবসায়ী আমির আলী। ওই দিন রাত ৯টায় হক সুপার মার্কেট ওয়েজখালি সুনামগঞ্জ থেকে ২২০ বস্তা (৪৪০ মণ) ধান নিয়ে রওনা দেন ট্রাকচালক সাজু মিয়া। এসব ধান কুমিল্লার ভাটেরা কংশনগর জাপান বাংলা আলি আশরাফ মেম্বারের অটো রাইস মিলে পৌঁছে দেওয়ার কথা ছিল। কিন্তু এরপর থেকে তার সাথে আর যোগাযোগ করা সম্ভব হচ্ছে না। এখনও পর্যন্ত চালকের ফোন নম্বরটি বন্ধ রয়েছে বলে জানান ওই ব্যবসায়ী।

ধানের মালিক আমির আলী জানান, এ ব্যাপারে ২৭ এপ্রিল দিরাই থানা ও সুনামগঞ্জ সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার জন্য গেলে তা গ্রহণ করা হয়নি। অবশেষে ৩ মে সুনামগঞ্জ সদর মডেল থানা তার অভিযোগ গ্রহণ করে। অভিযোগ নং আর-১৯/ ৫৭৬/২১।

আমির আলী অভিযোগ করেন, প্রথম দিকে পুলিশ তার জিডি গ্রহণ করলে ধান উদ্ধার করা সম্ভব হতো। ওই ট্রাকে সোয়া ৪ লাখ টাকার ধান ছিল বলে দাবি করেন তিনি।

এদিকে গত ২৮ এপ্রিল মেসার্স সুনামগঞ্জ মডার্ণ ট্রান্সপোর্ট এজেন্সির মালিক মো. হাবিবুর রহমান দিরাই থানায় আরেকটি জিডি করেছেন। জিডি নং ১২৮৬।

এ ব্যাপারে মামলার তদন্তকারী অফিসার সুনামগঞ্জ সদর মডেল থানার উপ-পরিদর্শক আব্দুর রাজ্জাক অভিযোগের সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা তদন্ত শুরু করেছি।

সিলেট সীমান্তে খাসিয়াদের গুলিতে ২ জন নিহত

সিলেটে প্রথম আলো অফিসের সাইনবোর্ড, গ্লাস ভাঙচুর

কোন্দলই বিএনপির বড় সংকট

সিলেটে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত তিন

হত্যা মামলায় বিয়ানীবাজার পৌর আ. লীগ সভাপতি গ্রেপ্তার

সিলেটে যেসব এলাকায় ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না বুধবার

চবি উপ-উপাচার্যের পদে থাকার নৈতিক অধিকার নেই: নাছির উদ্দীন

শাকসু নির্বাচন: ছাত্রদলের ২২ সদস্যের প্যানেল ঘোষণা, নারী প্রার্থী একজন ও মুক্তিযুদ্ধ সম্পাদক পদ ফাঁকা

বেড়িবাঁধের মাটি কাটার সময় মাটিচাপায় শ্রমিকের মৃত্যু

সিলেটে সিএনজিচালিত অটোরিকশা ছিনতাইয়ের জন্য চালককে হত্যা