হোম > অপরাধ > সিলেট

৪৪০ মণ ধান নিয়ে ট্রাকচালক উধাও

প্রতিনিধি

কমলগঞ্জ (মৌলভীবাজার): কমলগঞ্জের এক ধান ব্যবসায়ীর ৪৪০ মণ ধানবোঝাই ট্রাকসহ উধাও এক চালক। দশ দিন পরও তার কোনো সন্ধান মেলেনি।

জানা যায়, 'মেসার্স সুনামগঞ্জ মডার্ণ ট্রান্সপোর্ট এজেন্সি'র মাধ্যমে ঢাকা-মেট্রো-ট-২০-৫৯৭৯ নম্বরধারী একটি ট্রাক গত ২৭ এপ্রিল ১৭ হাজার টাকায় ভাড়া করেন ধান ব্যবসায়ী আমির আলী। ওই দিন রাত ৯টায় হক সুপার মার্কেট ওয়েজখালি সুনামগঞ্জ থেকে ২২০ বস্তা (৪৪০ মণ) ধান নিয়ে রওনা দেন ট্রাকচালক সাজু মিয়া। এসব ধান কুমিল্লার ভাটেরা কংশনগর জাপান বাংলা আলি আশরাফ মেম্বারের অটো রাইস মিলে পৌঁছে দেওয়ার কথা ছিল। কিন্তু এরপর থেকে তার সাথে আর যোগাযোগ করা সম্ভব হচ্ছে না। এখনও পর্যন্ত চালকের ফোন নম্বরটি বন্ধ রয়েছে বলে জানান ওই ব্যবসায়ী।

ধানের মালিক আমির আলী জানান, এ ব্যাপারে ২৭ এপ্রিল দিরাই থানা ও সুনামগঞ্জ সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার জন্য গেলে তা গ্রহণ করা হয়নি। অবশেষে ৩ মে সুনামগঞ্জ সদর মডেল থানা তার অভিযোগ গ্রহণ করে। অভিযোগ নং আর-১৯/ ৫৭৬/২১।

আমির আলী অভিযোগ করেন, প্রথম দিকে পুলিশ তার জিডি গ্রহণ করলে ধান উদ্ধার করা সম্ভব হতো। ওই ট্রাকে সোয়া ৪ লাখ টাকার ধান ছিল বলে দাবি করেন তিনি।

এদিকে গত ২৮ এপ্রিল মেসার্স সুনামগঞ্জ মডার্ণ ট্রান্সপোর্ট এজেন্সির মালিক মো. হাবিবুর রহমান দিরাই থানায় আরেকটি জিডি করেছেন। জিডি নং ১২৮৬।

এ ব্যাপারে মামলার তদন্তকারী অফিসার সুনামগঞ্জ সদর মডেল থানার উপ-পরিদর্শক আব্দুর রাজ্জাক অভিযোগের সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা তদন্ত শুরু করেছি।

সিলেট থেকে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করবেন তারেক রহমান

অভিযানে জব্দ ২০ হাজার ঘনফুট বালু, ৫০ নৌকা ধ্বংস

মৌলভীবাজারে তাপমাত্রা নেমেছে ৭ ডিগ্রিতে

১৪ জানুয়ারি দেশব্যাপী কর্মবিরতির ঘোষণা হোটেল–রেস্তোরাঁর শ্রমিকদের

মব ভায়োলেন্স গণতন্ত্রকে ধ্বংস করে দিচ্ছে: মির্জা ফখরুল

সুনামগঞ্জ-৩ আসন: ৮ প্রার্থীর ৩ জনই কোটিপতি

নির্বাচনী হলফনামা: সম্পদ বেড়েছে আরিফের, স্ত্রীও হয়েছেন কোটিপতি

সিকৃবিতে কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষায় উপস্থিতির হার ৯৩.৪১ শতাংশ

অনেক বছর পরে একটা প্রকৃত ভোট হবে: রিজওয়ানা হাসান

সাদাপাথর-কাণ্ড: সাহাব উদ্দিনকে দলীয় পদ ফিরিয়ে দিল বিএনপি