হোম > অপরাধ > সিলেট

ধর্ষণের শিকার হয়ে অন্তঃসত্ত্বা স্কুলছাত্রী, খালু গ্রেপ্তার

হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জের বাহুবলে ধর্ষণের শিকার হয়ে সপ্তম শ্রেণির এক ছাত্রী ৬ মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়েছে। এ ঘটনায় অভিযোগ ওঠে ভুক্তভোগীর খালু আব্দুর রউফের (৪৫) বিরুদ্ধে। এ ঘটনায় মামলার পর তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। আজ বৃহস্পতিবার তাঁকে আদালতে পাঠানো হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন বাহুবল মডেল থানার পরিদর্শক (তদন্ত) প্রজিত কুমার দাস। গ্রেপ্তারকৃত আব্দুর রউফ উপজেলার বড়ইউড়ি গ্রামের মৃত আব্দুল ছাত্তারের ছেলে। তিনি ভুক্তভোগী স্কুলছাত্রীর খালু। 

প্রজিত কুমার দাস জানান, বাহুবল উপজেলার ওই স্কুলছাত্রীর মা মারা যাওয়ার পর খালু আব্দুর রউফের বাড়িতে থেকে মাদ্রাসায় লেখাপড়া করছিল। এরই সুবাদে ওই শিক্ষার্থীর ওপর কুনজর পরে খালুর। আব্দুর রউফ ওই ছাত্রীকে বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে নিয়মিত ধর্ষণ করতেন। সম্প্রতি অসুস্থ হয়ে পড়লে তাকে চিকিৎসকের কাছে নেওয়া হয়। এরপর চিকিৎসক ৬ মাসের অন্তঃসত্ত্বা কথা জানান। 

এদিকে ভুক্তভোগী স্কুলছাত্রীর বাবা এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত খালু বিষয়টি স্বীকার করেন। এরপর গতকাল বুধবার সন্ধ্যায় স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে আব্দুর রউফকে আসামি করে মামলা করেন। পরে রাতেই পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। আজ সকালে তাঁকে আদালতে পাঠায় পুলিশ। 

সিলেট সীমান্তে খাসিয়াদের গুলিতে ২ জন নিহত

সিলেটে প্রথম আলো অফিসের সাইনবোর্ড, গ্লাস ভাঙচুর

কোন্দলই বিএনপির বড় সংকট

সিলেটে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত তিন

হত্যা মামলায় বিয়ানীবাজার পৌর আ. লীগ সভাপতি গ্রেপ্তার

সিলেটে যেসব এলাকায় ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না বুধবার

চবি উপ-উপাচার্যের পদে থাকার নৈতিক অধিকার নেই: নাছির উদ্দীন

শাকসু নির্বাচন: ছাত্রদলের ২২ সদস্যের প্যানেল ঘোষণা, নারী প্রার্থী একজন ও মুক্তিযুদ্ধ সম্পাদক পদ ফাঁকা

বেড়িবাঁধের মাটি কাটার সময় মাটিচাপায় শ্রমিকের মৃত্যু

সিলেটে সিএনজিচালিত অটোরিকশা ছিনতাইয়ের জন্য চালককে হত্যা