হোম > অপরাধ > সিলেট

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সিলেটে গোলাগুলি, আহত অর্ধশতাধিক

সিলেট প্রতিনিধি

সিলেট নগরীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে তুমুল সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে দুই পক্ষের অন্তত অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন। গতকাল বুধবার রাত ৮টার দিকে নগরের ছড়ারপার ও মাছিমপুর এলাকার মধ্যে এ সংঘর্ষের ঘটনাটি ঘটে। 

এসময় সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরানের বাসাসহ কয়েকটি বাড়িতে ভাংচুর চালানো হয়। খবর পেয়ে বিপুলসংখ্যক পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

স্থানীয় সূত্রে জানা যায়, গত সোমবার নগরের ছড়ারপার এলাকার দুই যুবকের মধ্যে কথা-কাটাকাটি নিয়ে ঘটনার সুত্রপাত। পরে বিষয়টি মীমাংসার দায়িত্ব নেন স্থানীয় দুই কাউন্সিলর। এরইমধ্যে বুধবার রাত ৮টার দিকে মাছিমপুর এলাকার একদল সন্ত্রাসী ছড়ারপাড়ে এসে হামলা চালায়। এসময় তাঁরা সাবেক মেয়র বদরউদ্দিন আহমদ কামরানের বাসায় ইটপাটকেল নিক্ষেপ করে বাসার জানালা ও সামনে রাখা গাড়ি ভাঙচুর করে। 

সিলেট মহানগর পুলিশের উপ কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে বিপুলসংখ্যক পুলিশ ঘটনাস্থলে এসে ফাঁকা গুলি ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এছাড়া গোলাগুলির বিষয়টি তদন্ত করা হচ্ছে। 

এদিকে ঘটনার পর থেকে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। তবে পরিস্থিতি মোকাবেলায় বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। 

শাকসু নির্বাচনের দাবিতে ফের বিক্ষোভে শিক্ষার্থীরা

১৩ ঘণ্টা অবরুদ্ধ থাকার পরে মুক্ত শাবি ভিসি, প্রোভিসি

হাইকোর্টের স্থগিতাদেশের বিরুদ্ধে আপিলের রায়ের পরদিনই শাকসু নির্বাচন, সিন্ডিকেটে সিদ্ধান্ত

অবরুদ্ধ শাবিপ্রবির ভিসি ও প্রো-ভিসি, পদত্যাগ দাবি

শাকসু নির্বাচনের দাবিতে আজ রাত ৯টা পর্যন্ত শিক্ষার্থীদের আলটিমেটাম

রিটকারী ভিপি প্রার্থী মমিনুর রশিদ শুভকে শাবিতে অবাঞ্ছিত ঘোষণা

হাইকোর্টে শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে সিলেটে মহাসড়ক অবরোধ, তীব্র যানজট

শাকসু নির্বাচনের দাবিতে এবার প্রশাসনিক ভবনে তালা

কাল ভোট গ্রহণ: অনিশ্চয়তা কাটছে না শাকসু নির্বাচন নিয়ে

কর্তৃপক্ষের আশ্বাসে ৩৫ ঘণ্টা পর ওসমানীর শিক্ষানবিশ চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার