হোম > অপরাধ > সিলেট

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সিলেটে গোলাগুলি, আহত অর্ধশতাধিক

সিলেট প্রতিনিধি

সিলেট নগরীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে তুমুল সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে দুই পক্ষের অন্তত অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন। গতকাল বুধবার রাত ৮টার দিকে নগরের ছড়ারপার ও মাছিমপুর এলাকার মধ্যে এ সংঘর্ষের ঘটনাটি ঘটে। 

এসময় সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরানের বাসাসহ কয়েকটি বাড়িতে ভাংচুর চালানো হয়। খবর পেয়ে বিপুলসংখ্যক পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

স্থানীয় সূত্রে জানা যায়, গত সোমবার নগরের ছড়ারপার এলাকার দুই যুবকের মধ্যে কথা-কাটাকাটি নিয়ে ঘটনার সুত্রপাত। পরে বিষয়টি মীমাংসার দায়িত্ব নেন স্থানীয় দুই কাউন্সিলর। এরইমধ্যে বুধবার রাত ৮টার দিকে মাছিমপুর এলাকার একদল সন্ত্রাসী ছড়ারপাড়ে এসে হামলা চালায়। এসময় তাঁরা সাবেক মেয়র বদরউদ্দিন আহমদ কামরানের বাসায় ইটপাটকেল নিক্ষেপ করে বাসার জানালা ও সামনে রাখা গাড়ি ভাঙচুর করে। 

সিলেট মহানগর পুলিশের উপ কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে বিপুলসংখ্যক পুলিশ ঘটনাস্থলে এসে ফাঁকা গুলি ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এছাড়া গোলাগুলির বিষয়টি তদন্ত করা হচ্ছে। 

এদিকে ঘটনার পর থেকে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। তবে পরিস্থিতি মোকাবেলায় বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। 

সিলেট থেকে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করবেন তারেক রহমান

অভিযানে জব্দ ২০ হাজার ঘনফুট বালু, ৫০ নৌকা ধ্বংস

মৌলভীবাজারে তাপমাত্রা নেমেছে ৭ ডিগ্রিতে

১৪ জানুয়ারি দেশব্যাপী কর্মবিরতির ঘোষণা হোটেল–রেস্তোরাঁর শ্রমিকদের

মব ভায়োলেন্স গণতন্ত্রকে ধ্বংস করে দিচ্ছে: মির্জা ফখরুল

সুনামগঞ্জ-৩ আসন: ৮ প্রার্থীর ৩ জনই কোটিপতি

নির্বাচনী হলফনামা: সম্পদ বেড়েছে আরিফের, স্ত্রীও হয়েছেন কোটিপতি

সিকৃবিতে কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষায় উপস্থিতির হার ৯৩.৪১ শতাংশ

অনেক বছর পরে একটা প্রকৃত ভোট হবে: রিজওয়ানা হাসান

সাদাপাথর-কাণ্ড: সাহাব উদ্দিনকে দলীয় পদ ফিরিয়ে দিল বিএনপি