হোম > অপরাধ > সিলেট

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সিলেটে গোলাগুলি, আহত অর্ধশতাধিক

সিলেট প্রতিনিধি

সিলেট নগরীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে তুমুল সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে দুই পক্ষের অন্তত অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন। গতকাল বুধবার রাত ৮টার দিকে নগরের ছড়ারপার ও মাছিমপুর এলাকার মধ্যে এ সংঘর্ষের ঘটনাটি ঘটে। 

এসময় সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরানের বাসাসহ কয়েকটি বাড়িতে ভাংচুর চালানো হয়। খবর পেয়ে বিপুলসংখ্যক পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

স্থানীয় সূত্রে জানা যায়, গত সোমবার নগরের ছড়ারপার এলাকার দুই যুবকের মধ্যে কথা-কাটাকাটি নিয়ে ঘটনার সুত্রপাত। পরে বিষয়টি মীমাংসার দায়িত্ব নেন স্থানীয় দুই কাউন্সিলর। এরইমধ্যে বুধবার রাত ৮টার দিকে মাছিমপুর এলাকার একদল সন্ত্রাসী ছড়ারপাড়ে এসে হামলা চালায়। এসময় তাঁরা সাবেক মেয়র বদরউদ্দিন আহমদ কামরানের বাসায় ইটপাটকেল নিক্ষেপ করে বাসার জানালা ও সামনে রাখা গাড়ি ভাঙচুর করে। 

সিলেট মহানগর পুলিশের উপ কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে বিপুলসংখ্যক পুলিশ ঘটনাস্থলে এসে ফাঁকা গুলি ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এছাড়া গোলাগুলির বিষয়টি তদন্ত করা হচ্ছে। 

এদিকে ঘটনার পর থেকে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। তবে পরিস্থিতি মোকাবেলায় বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। 

খালেদা জিয়াকে নিয়ে আপত্তিকর মন্তব্য, চুনারুঘাটে ‘চিতল মুখলিছ’কে গণপিটুনি

জাফলংয়ে বালুচাপায় শ্রমিকের মৃত্যু

সিলেট-২ আসনে মনোনয়নপত্র জমা দিলেন ইলিয়াসপত্নী লুনা ও ছেলে অর্ণব

সিলেটে পরিত্যক্ত অবস্থায় অবিস্ফোরিত মর্টার শেল উদ্ধার

হবিগঞ্জে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে জামায়াতের প্রার্থীকে শোকজ

সিলেটে জুয়া খেলা অবস্থায় আটক ৭

ভোলাগঞ্জ স্থলবন্দর উদ্বোধন করলেন নৌপরিবহন উপদেষ্টা

জৈন্তাপুরে সড়ক দুর্ঘটনায় একজন নিহত

সিলেটে ট্রলির ধাক্কায় মসজিদের ইমাম নিহত

জৈন্তাপুরে সাড়ে ১৬ হাজার ঘনফুট বালু জব্দ, নিলামে বিক্রি