হোম > অপরাধ > সিলেট

শ্রীমঙ্গলে একরাতে ৮টি দোকানে চুরি

প্রতিনিধি, শ্রীমঙ্গল (মৌলভীবাজার) 

মৌলভীবাজারের শ্রীমঙ্গল শহরের ওষুধের দোকান, দর্জির দোকান, মুদির দোকান ও ভ্যারাইটিজ দোকানসহ একরাতে মোট ৮টি দোকানে চুরি ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার রাতে এ চুরির ঘটনা ঘটে। 

পুলিশ সূত্রে জানা যায়, গতকাল রাতে ওই সব দোকানের সাটার ও তালা ভেঙে চুরির হয়েছে। এ সময় শহরের উকিলবাড়ি রোডের ওয়াটারলিলির মালিক রিয়াদ হোসেনের দোকানের তালা ভেঙে নগদ ২৭ হাজার টাকা ও মালামালসহ প্রায় ৫০ হাজার টাকার মালামাল চুরি হয়ে যায়। এ ছাড়া শহরের মিশন রোডের দেবনাথ মেডিকেল হলের তালা ভেঙে ক্যাশে থাকা ৬ হাজার টাকা ও ওষুধসহ মোট ৭ হাজার টাকা নিয়ে যায়। 

এ বিষয়ে রুপশপুরের প্রীতি অ্যান্ড প্রিয়া ভ্যারাইটিজ স্টোরের মালিক লিটন দেব বলেন, আমার দোকানের সাটার ভেঙে ক্যাশে থাকা ২০ হাজার টাকা ও মালামালসহ মোট ৩০ হাজার টাকা চুরি হয়ে গেছে। 

রামকৃষ্ণ মিশন রোডের সি লেডিস টেইলার্স এর মালিক মো. মিছবাহ উদ্দিন বলেন, আমার দোকানে থাকা নগদ ১২ হাজার টাকা ও মালামালসহ মোট ১৮ হাজার টাকা নিয়ে গেছে। 

শুধু তাই নয়, এ ঘটনায় কালিবাড়ির সামনে ছাদ ভ্যারাইটিজ স্টোরের নগদ টাকা ও একটি মোবাইল, পূরবী স্টোরের ৪ হাজার ৫০০ টাকা ও ৬ হাজার টাকা মূল্যের সিগারেট, কলেজ রোডের ডিজিটাল স্টুডিও থেকে নগদ ৩ হাজার ২০০ টাকা, কলেজ রোডের সুহাসিনী ফার্মেসি থেকে নগদ ২ হাজার টাকা চুরি হয়ে গেছে। 

এ ঘটনায় শ্রীমঙ্গল থানার ওসি হ‌ুমায়ূন কবির বলেন, সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে। চোরচক্রকে ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে। 

সিলেটে পরিত্যক্ত অবস্থায় অবিস্ফোরিত মর্টার শেল উদ্ধার

হবিগঞ্জে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে জামায়াতের প্রার্থীকে শোকজ

সিলেটে জুয়া খেলা অবস্থায় আটক ৭

ভোলাগঞ্জ স্থলবন্দর উদ্বোধন করলেন নৌপরিবহন উপদেষ্টা

জৈন্তাপুরে সড়ক দুর্ঘটনায় একজন নিহত

সিলেটে ট্রলির ধাক্কায় মসজিদের ইমাম নিহত

জৈন্তাপুরে সাড়ে ১৬ হাজার ঘনফুট বালু জব্দ, নিলামে বিক্রি

মৌলভীবাজারে আ.লীগের ৯ নেতা-কর্মী গ্রেপ্তার

সিলেট সীমান্তে খাসিয়াদের গুলিতে ২ জন নিহত

সিলেটে প্রথম আলো অফিসের সাইনবোর্ড, গ্লাস ভাঙচুর