মৌলভীবাজারের শ্রীমঙ্গল শহরের ওষুধের দোকান, দর্জির দোকান, মুদির দোকান ও ভ্যারাইটিজ দোকানসহ একরাতে মোট ৮টি দোকানে চুরি ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার রাতে এ চুরির ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, গতকাল রাতে ওই সব দোকানের সাটার ও তালা ভেঙে চুরির হয়েছে। এ সময় শহরের উকিলবাড়ি রোডের ওয়াটারলিলির মালিক রিয়াদ হোসেনের দোকানের তালা ভেঙে নগদ ২৭ হাজার টাকা ও মালামালসহ প্রায় ৫০ হাজার টাকার মালামাল চুরি হয়ে যায়। এ ছাড়া শহরের মিশন রোডের দেবনাথ মেডিকেল হলের তালা ভেঙে ক্যাশে থাকা ৬ হাজার টাকা ও ওষুধসহ মোট ৭ হাজার টাকা নিয়ে যায়।
এ বিষয়ে রুপশপুরের প্রীতি অ্যান্ড প্রিয়া ভ্যারাইটিজ স্টোরের মালিক লিটন দেব বলেন, আমার দোকানের সাটার ভেঙে ক্যাশে থাকা ২০ হাজার টাকা ও মালামালসহ মোট ৩০ হাজার টাকা চুরি হয়ে গেছে।
শুধু তাই নয়, এ ঘটনায় কালিবাড়ির সামনে ছাদ ভ্যারাইটিজ স্টোরের নগদ টাকা ও একটি মোবাইল, পূরবী স্টোরের ৪ হাজার ৫০০ টাকা ও ৬ হাজার টাকা মূল্যের সিগারেট, কলেজ রোডের ডিজিটাল স্টুডিও থেকে নগদ ৩ হাজার ২০০ টাকা, কলেজ রোডের সুহাসিনী ফার্মেসি থেকে নগদ ২ হাজার টাকা চুরি হয়ে গেছে।
এ ঘটনায় শ্রীমঙ্গল থানার ওসি হুমায়ূন কবির বলেন, সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে। চোরচক্রকে ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।