হোম > অপরাধ > সিলেট

বকেয়া বিল চাওয়ায় পল্লীবিদ্যুতের দুই কর্মীকে মারধর

প্রতিনিধি

নবীগঞ্জ (হবিগঞ্জ): নবীগঞ্জে পল্লীবিদ্যুতের বকেয়া বিল চাওয়ায় দুই কর্মীকে মারধর করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় তিনজনের নাম উল্লেখসহ মোট পাঁচজনের বিরুদ্ধে নবীগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

আজ শনিবার নবীগঞ্জ থানার ওসি মোহাম্মদ ডালিম আহমেদ অভিযোগ দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন।

অভিযুক্তরা হলেন- নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের উমরপুর গ্রামের মৃত ইদ্রিছ শাহের ছেলে শাহ কাঁচা মিয়া (৫৫), শাহ কাঁচা মিয়ার দুই ছেলে শাহ মিজানুর রহমান (২২) ও সালমান শাহসহ অজ্ঞাত আরও দুইজন।

মারধরের শিকার দুই কর্মী হলেন, নবীগঞ্জ জোনাল অফিসের আওতাধীন আউশকান্দি অভিযোগ কেন্দ্রের লাইন টেকনিশিয়ান সেলিম মিয়া ও লাইনম্যান গ্রেড-১ রবিউল আলম। 

অভিযোগ সূত্রে জানা যায়, বাংলাদেশ পল্লীবিদ্যুতের বকেয়া বিল আদায়ের জন্য আউশকান্দি অভিযোগ কেন্দ্রের লাইন টেকনিশিয়ান সেলিম মিয়া ও লাইনম্যান গ্রেড-১ রবিউল আলম গত ২১ এপ্রিল নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের উমরপুর গ্রামের গ্রাহক শাহ কাঁচা মিয়ার বাড়িতে যান। এসময়  তারা কাঁচা মিয়াকে পাঁচ মাসের বকেয়া বিল পরিশোধ করার জন্য অনুরোধ করেন। এতে ক্ষিপ্ত হয়ে কাঁচা মিয়া ও তার দুই ছেলে শাহ মিজানুর রহমান লালু, সালমান শাহ তাদের লোহার রড, লাঠি দিয়ে পিটিয়ে আহত করেন।

খবর পেয়ে নবীগঞ্জ থানার একদল পুলিশ ও পল্লীবিদ্যুতের কর্মকর্তারা ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে নবীগঞ্জ হাসপাতালে ভর্তি করান। পরে গত ২২ এপ্রিল এ ঘটনায় নবীগঞ্জ পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. আলীবর্দী খান সুজন বাদী হয়ে নবীগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন।

এ ব্যাপারে নবীগঞ্জ থানার ওসি মোহাম্মদ ডালিম আহমেদ বলেন, পল্লীবিদ্যুতের দুই কর্মীকে মারধরের ঘটনায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

শাকসু নির্বাচন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত বুধবার

প্রশাসনের অভিযানে ১০ নৌকা কেটে ধ্বংস

শাকসু নির্বাচনের দাবিতে শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা

শাকসু নির্বাচনের দাবিতে ফের বিক্ষোভে শিক্ষার্থীরা

১৩ ঘণ্টা অবরুদ্ধ থাকার পরে মুক্ত শাবি ভিসি, প্রোভিসি

হাইকোর্টের স্থগিতাদেশের বিরুদ্ধে আপিলের রায়ের পরদিনই শাকসু নির্বাচন, সিন্ডিকেটে সিদ্ধান্ত

অবরুদ্ধ শাবিপ্রবির ভিসি ও প্রো-ভিসি, পদত্যাগ দাবি

শাকসু নির্বাচনের দাবিতে আজ রাত ৯টা পর্যন্ত শিক্ষার্থীদের আলটিমেটাম

রিটকারী ভিপি প্রার্থী মমিনুর রশিদ শুভকে শাবিতে অবাঞ্ছিত ঘোষণা

হাইকোর্টে শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে সিলেটে মহাসড়ক অবরোধ, তীব্র যানজট