হোম > অপরাধ > রংপুর

পুলিশ দেখে ইয়াবা ও গাঁজা ফেলে পালালেন যুবলীগ নেতা, ছেলে গ্রেপ্তার

বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৪৯০ পিস ইয়াবা ও ২ কেজি ১৩ গ্রাম গাঁজাসহ যুবলীগ নেতার ছেলে জয়কে (১৬) আটক করেছে বালিয়াডাঙ্গী থানা পুলিশ। এ সময় দৌড়ে পালিয়েছেন যুবলীগ নেতা জমির উদ্দীন।

মঙ্গলবার (১১ জুলাই) বিকেলে উপজেলার দুওসুও ইউনিয়নের উত্তর সনগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। যুবলীগ নেতা জমির উদ্দীন উপজেলার ৫ নং দুওসুও ইউনিয়নের ৬ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি।

বালিয়াডাঙ্গী থানার উপপরিদর্শক আব্দুস সোবহান সেলফোনে এ প্রতিবেদককে বলেন, ‘লাহিড়ী বাজারে মাছ ব্যবসার আড়ালে ইয়াবার ব্যবসা পরিচালনা করে আসছিলেন জমির উদ্দীন (৩৯) ও তাঁর ছেলে জয় (১৬)। খবর পেয়ে বিকেলে আমাদের সঙ্গে নিয়ে অভিযান পরিচালনা করেন বালিয়াডাঙ্গী থানার ওসি খায়রুল আনাম। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ফেলে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন বাবা-ছেলে। দৌড়ে তাঁর ছেলেকে আটক করা হয়।’ 

বালিয়াডাঙ্গী থানার ওসি খায়রুল আনাম বলেন, ‘এ ঘটনায় রাতে বালিয়াডাঙ্গী থানার উপপরিদর্শক আব্দুস সোবহান বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে জমির উদ্দীন ও তাঁর ছেলের জয়ের বিরুদ্ধে মামলা করেছেন। বুধবার সকালে জয়কে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে। জমির উদ্দীনকে ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।’ 

এর আগে ২০২১ সালে যুবলীগ নেতা জমির উদ্দীন মাত্র ১ হাজার টাকার জন্য বাজারে প্রকাশ্যে আব্দুল গফুর (৪০) নামে এক মাছ ব্যবসায়ীকে পিটিয়ে আহত করেন। সেই ভিডিও তিনি মোবাইলে ধারণও করেন। সেই অপমান সহ্য করতে না পেরে গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেন ওই মাছ ব্যবসায়ী। আত্মহত্যার আগে ভিডিওবার্তায় তিনি তাঁর মৃত্যুর কারণ জানিয়ে গিয়েছিলেন।

দিনে রোদের ছোঁয়া, রাত হলেই বাড়ে শীত—তেঁতুলিয়ায় তাপমাত্রা ৭.৫

ঠান্ডাজনিত রোগে মারা গেল ১৪৯৫ ছাগল

পাঁচবার তফসিল পরিবর্তন, বেরোবিতে নির্বাচন না হলে কেন নাটক: ছাত্রশিবির

ব্রাকসুর সকল কার্যক্রম স্থগিত

ফের ব্রাকসুর তফসিল পরিবর্তন, নির্বাচন ২৫ ফেব্রুয়ারি

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২