হোম > অপরাধ > রংপুর

পুলিশ দেখে ইয়াবা ও গাঁজা ফেলে পালালেন যুবলীগ নেতা, ছেলে গ্রেপ্তার

বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৪৯০ পিস ইয়াবা ও ২ কেজি ১৩ গ্রাম গাঁজাসহ যুবলীগ নেতার ছেলে জয়কে (১৬) আটক করেছে বালিয়াডাঙ্গী থানা পুলিশ। এ সময় দৌড়ে পালিয়েছেন যুবলীগ নেতা জমির উদ্দীন।

মঙ্গলবার (১১ জুলাই) বিকেলে উপজেলার দুওসুও ইউনিয়নের উত্তর সনগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। যুবলীগ নেতা জমির উদ্দীন উপজেলার ৫ নং দুওসুও ইউনিয়নের ৬ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি।

বালিয়াডাঙ্গী থানার উপপরিদর্শক আব্দুস সোবহান সেলফোনে এ প্রতিবেদককে বলেন, ‘লাহিড়ী বাজারে মাছ ব্যবসার আড়ালে ইয়াবার ব্যবসা পরিচালনা করে আসছিলেন জমির উদ্দীন (৩৯) ও তাঁর ছেলে জয় (১৬)। খবর পেয়ে বিকেলে আমাদের সঙ্গে নিয়ে অভিযান পরিচালনা করেন বালিয়াডাঙ্গী থানার ওসি খায়রুল আনাম। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ফেলে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন বাবা-ছেলে। দৌড়ে তাঁর ছেলেকে আটক করা হয়।’ 

বালিয়াডাঙ্গী থানার ওসি খায়রুল আনাম বলেন, ‘এ ঘটনায় রাতে বালিয়াডাঙ্গী থানার উপপরিদর্শক আব্দুস সোবহান বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে জমির উদ্দীন ও তাঁর ছেলের জয়ের বিরুদ্ধে মামলা করেছেন। বুধবার সকালে জয়কে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে। জমির উদ্দীনকে ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।’ 

এর আগে ২০২১ সালে যুবলীগ নেতা জমির উদ্দীন মাত্র ১ হাজার টাকার জন্য বাজারে প্রকাশ্যে আব্দুল গফুর (৪০) নামে এক মাছ ব্যবসায়ীকে পিটিয়ে আহত করেন। সেই ভিডিও তিনি মোবাইলে ধারণও করেন। সেই অপমান সহ্য করতে না পেরে গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেন ওই মাছ ব্যবসায়ী। আত্মহত্যার আগে ভিডিওবার্তায় তিনি তাঁর মৃত্যুর কারণ জানিয়ে গিয়েছিলেন।

তারেক রহমানের কাছে যা চাইলেন আবু সাঈদের বাবা

শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করলেন তারেক রহমান

মঞ্চ প্রস্তুত, দলে দলে আসছেন বিএনপির নেতা-কর্মীরা

লাঙ্গল-নৌকার আসনে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

কাউনিয়ায় ‘ভুয়া মামলায়’ ঋণগ্রহীতাকে হয়রানির অভিযোগ

আমি ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের শিকার—বললেন জাপা প্রার্থী

রংপুরে হত্যার মামলায় ৪ আসামির যাবজ্জীবন

নির্বাচনকে ঘিরে দেশে দুটি পক্ষ হয়েছে, একটি সংস্কারের পক্ষে আরেকটি বিপক্ষে: আখতার হোসেন

গণপিটুনিতে নিহত রূপলালের স্ত্রী ও ছেলেকে আসামিদের হুমকি, থানায় অভিযোগ

রূপলাল-প্রদীপ লাল হত্যার মূল পরিকল্পনাকারী গ্রেপ্তার