হোম > অপরাধ > রংপুর

সুন্দরগঞ্জে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

প্রতিনিধি, সুন্দরগঞ্জ (গাইবান্ধা)

গাইবান্ধার সুন্দরগঞ্জ নুরভানু বেগম (৩৩) নামের এক গৃহবধূর রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে। আজ বুধবার দুপুর ১২টার দিকে উপজেলার তারাপুর ইউনিয়নের চর খোর্দ্দা গ্রাম থেকে তাঁর মরদেহ উদ্ধার করেছে সুন্দরগঞ্জ থানা–পুলিশ। ওই গ্রামের ধান খেতের পার্শ্বে থাকা ইউক্যালিপটাস গাছের গোড়ায় ওড়না প্যাঁচানো অবস্থায় তাঁর মরদেহ উদ্ধার করা হয়। 

নুরভানু বেগম ওই এলাকার শাহেব আলীর মেয়ে ও রংপুর জেলার পীরগাছা উপজেলার রহমতের চর গ্রামের আব্দুর রশিদ মিয়ার দ্বিতীয় স্ত্রী। তাঁর একটি ছেলে সন্তানও রয়েছে বলে জানা যায়। 

বুধবার সরেজমিনে দেখা যায়, মরদেহের চারপাশে আমনের কাঁদাযুক্ত ধান খেত। কিন্তু তাঁর শরীরে কোনো কাঁদা বা মাটির কোনো চিহ্ন নেই। ইউক্যালিপটাস গাছের গোড়ায় ওড়না দিয়ে প্যাঁচানো অবস্থায় তাঁর মরদেহ পড়ে থাকতে দেখা যায়। স্থানীয়রা বলছেন ওই গাছে ফাঁস দেওয়ার মতো কোনো অবস্থা নেই। অন্য কোথাও মেরে তাঁকে এখানে আনা হয়েছে বলে ধারণা করছেন প্রত্যক্ষদর্শীরা। তাঁরা বলছেন এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। বিষয়টি অন্য খাতে নিতে এ ব্যবস্থা করেছে দুর্বৃত্তরা।

স্থানীয়রা জানায়, গত মঙ্গলবার দুপুরে নুরভানু বেগম তাঁর স্বামীর বাড়ি থেকে দুটি গরুসহ তাঁর বাবার বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। পথিমধ্যে গরু দুটি তাঁর এক চাচাতো ভাইকে দেন। এরপর বাবার বাড়িতে আসেন ওই নারী। পরে বুধবার সকালে স্থানীয়রা ওই নারীর মরদেহ ওই গাছের সঙ্গে ওড়না প্যাঁচানো অবস্থায় দেখতে পান। পরে খবর পেয়ে পুলিশ নুরভানু বেগমের মরদেহ উদ্ধার করে। 

স্থানীয়রা আরও বলেন, তাঁর স্বামী বাড়িতে নেই। ফেনীতে তিনি রিকশা চালান। এ দিকে এ ঘটনার পর থেকে নুরভানু বেগমরে সেই চাচাতো ভাইকে খুঁজে পাওয়া যাচ্ছে না।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহিল জামান মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতের প্রকৃত কারণ জানা যায়নি। তবে তাঁর বাম চোখে আঘাতের চিহ্ন রয়েছে। এ ছাড়া অন্য কোনো চিহ্ন পাওয়া যায়নি তাঁর শরীরে। তিনি আরও বলেন, বিষয়টি খতিয়ে দেখতে এখানে পিবিআই আসতেছে। 

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কোনো ভূরাজনৈতিক চাপ নেই: রংপুরে চীনা রাষ্ট্রদূত

তিস্তা সমস্যা সমাধানে টেকসই পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করছে সরকার: রিজওয়ানা হাসান

রংপুরে বস্তাবন্দী সেই নারীর লাশের পরিচয় মিলেছে

বেরোবিতে অভিযোগের সত্যতা পেয়েছে দুদক

চীনের সম্মতির অপেক্ষায় তিস্তা মহাপরিকল্পনা: সৈয়দা রিজওয়ানা হাসান

রূপলাল-প্রদীপ লাল হত্যার ঘটনায় এবি পার্টির এক নেতা গ্রেপ্তার

‘পোষা কুকুর’ মন্তব্যে তোলপাড়, পরে ভুল বলে স্বীকার করেন বদিউল আলম‎

রংপুরে কারাবন্দীকে নিয়ে প্রতারণা, গ্রাম পুলিশকে জরিমানা

রংপুরে অজ্ঞাতনামা নারীর বস্তাবন্দী লাশ উদ্ধার

রান্নার চাল ধোয়ার জন্য নলকূপের পাড়ে গৃহবধূ, মিলল গলাকাটা মরদেহ