দিনাজপুরের পার্বতীপুরে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টা মামলায় ইছাহাক আলী নামে এক যুবককে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ রোববার দুপুরে দিনাজপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সিনিয়র জেলা ও দায়রা জজ শরীফ উদ্দিন আহমেদ এ রায় দেন। রায়ে ইছাহাক আলীকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। দণ্ডপ্রাপ্ত ইছাহাক জেলার পার্বতীপুর উপজেলার আমেরিকান ক্যাম্পের ফিরোজ মিয়ার ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২০ সালের ৫ অক্টোবর বিকেলে বাড়ির পাশে খেলার সময় ৯ বছরের শিশুটিকে নিজ বাড়িতে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন ইছাহাক। পরে শিশুটি চিৎকার করলে তাকে ছেড়ে দেওয়া হয়। শিশুটি বাড়িতে ফিরে গিয়ে তার মাকে বিষয়টি জানায়। ওই ঘটনায় তিন দিন পর ৮ অক্টোবর শিশুটির বাবা নারী ও শিশু নির্যাতন দমন আইনে ইছাহাকের বিরুদ্ধে মামলা করেন। মামলার পরই ইছাহাককে গ্রেপ্তার করা হলে তিনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। পরবর্তী সময়ে তদন্ত করে আজ এ রায় দেওয়া হয়।
দিনাজপুর আদালতের পুলিশ পরিদর্শক মনিরুজ্জামান আসামির ১০ বছরের দণ্ডাদেশের বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামিকে কারাগারে পাঠানো হয়েছে।