হোম > অপরাধ > রংপুর

যুবকের বুকের মাংস কামড়ে ছিঁড়ে নিল হত্যা মামলার আসামিরা

লালমনিরহাট প্রতিনিধি

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় এক যুবকের ওপর হামলা করে বুকের মাংস ছিঁড়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। আজ শুক্রবার বিকেলে উপজেলার চলবলা ইউনিয়নের পূর্ব দুহুলী গ্রামে এ হামলার ঘটনা ঘটে। জখম হওয়া লোকমান হোসেন ওই গ্রামের তৈয়ব আলীর ছেলে। 

অভিযোগ উঠেছে, স্থানীয় তাইজউদ্দিন হত্যা মামলার আসামিরা জামিনে মুক্তি পেয়ে এবার বাদীপক্ষের লোকমান হোসেনকে (২২) মারধর করেন এবং বুকের মাংস ছিঁড়ে নেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার পূর্ব দুহুলী গ্রামের আব্দুল করিমের সঙ্গে জমি নিয়ে বিরোধ প্রতিবেশী তাইজউদ্দিনের। এর জের ধরে গত বছরের ১ আগস্ট দুপুরে বাজার থেকে বাড়ি ফেরার পথে আব্দুল করিম দলবল নিয়ে তাইজউদ্দিনের ওপর হামলা করেন। তাঁকে বাঁচাতে স্থানীয়রা এগিয়ে এলে তাঁদের ওপরও হামলা চালান। পরে গ্রামবাসী ধাওয়া দিলে হামলাকারীরা পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে আহত চারজনকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তাইজউদ্দিন চিকিৎসাধীন অবস্থায় পরদিন মারা যান। 

এ ঘটনায় তাইজউদ্দিনের ভাই রিয়াজ উদ্দিন বাদী হয়ে ৯ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন। এ মামলায় প্রধান অভিযুক্ত আব্দুল করিমসহ চারজনকে গ্রেপ্তার করে পুলিশ। গত সপ্তাহে আদালতে অভিযোগপত্রও দেয়।

এ মামলায় উচ্চ আদালত থেকে জামিন নেন আসামিরা। মুক্তি পেয়েই আজ বিকেলে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে দলবল নিয়ে বাদীপক্ষের ওপর হামলার মহড়া দেন তাঁরা। এ সময় বাদীপক্ষের লোকমান হোসেনকে একা পেয়ে কামড় দিয়ে তাঁর বুকের মাংস ছিঁড়ে নিয়ে যান প্রতিপক্ষের লোকজন। খবর পেয়ে গ্রামবাসী দলবদ্ধ হয়ে ধাওয়া দিলে সটকে পড়ে হামলাকারীরা।

জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ খবর পেয়ে কালীগঞ্জ থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এ সময় চারটি রাম দা উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ। আহত লোকমানকে স্থানীয়রা আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান।

আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক বিক্রম চন্দ্র বলেন, ‘মানুষ কামড়ে মাংস ছিঁড়ে নিয়েছে, তাই তাঁকে জলাতঙ্কের ভ্যাকসিন দিতে হবে। আপাতত রক্তপাত বন্ধ করে চিকিৎসা দেওয়া হচ্ছে।’

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মাসুদ রানা বলেন, ‘উত্তেজনার খবর পেয়ে অফিসার পাঠানো হয়েছে। তাঁরা পরিবেশ নিয়ন্ত্রণ করেছেন। ওই অফিসার না ফেরা পর্যন্ত বলতে পারছি না দেশীয় অস্ত্র উদ্ধার করেছে কি না।’

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কোনো ভূরাজনৈতিক চাপ নেই: রংপুরে চীনা রাষ্ট্রদূত

তিস্তা সমস্যা সমাধানে টেকসই পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করছে সরকার: রিজওয়ানা হাসান

রংপুরে বস্তাবন্দী সেই নারীর লাশের পরিচয় মিলেছে

বেরোবিতে অভিযোগের সত্যতা পেয়েছে দুদক

চীনের সম্মতির অপেক্ষায় তিস্তা মহাপরিকল্পনা: সৈয়দা রিজওয়ানা হাসান

রূপলাল-প্রদীপ লাল হত্যার ঘটনায় এবি পার্টির এক নেতা গ্রেপ্তার

‘পোষা কুকুর’ মন্তব্যে তোলপাড়, পরে ভুল বলে স্বীকার করেন বদিউল আলম‎

রংপুরে কারাবন্দীকে নিয়ে প্রতারণা, গ্রাম পুলিশকে জরিমানা

রংপুরে অজ্ঞাতনামা নারীর বস্তাবন্দী লাশ উদ্ধার

রান্নার চাল ধোয়ার জন্য নলকূপের পাড়ে গৃহবধূ, মিলল গলাকাটা মরদেহ