হোম > অপরাধ > রংপুর

রেলওয়ের ডিজির নামে ভুয়া আইডি খুলে টিকিট বিক্রির নামে প্রতারণা করতেন তিনি

নীলফামারী ও সৈয়দপুর প্রতিনিধি

বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালকের (ডিজি) নামে ফেসবুক আইডি খুলে ট্রেনের টিকিট বিক্রির নামে প্রতারণার অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে সৈয়দপুর রেলওয়ে পুলিশ। এ ঘটনায় আজ শুক্রবার দুপুরে ওই ব্যক্তির বিরুদ্ধে সৈয়দপুর রেলওয়ে থানায় মামলা দায়ের করা হয়েছে। 

গ্রেপ্তার ব্যক্তির নাম ওয়াজকুরুনী সাব্বির ওরফে ভেজাল (২১)। তিনি নীলফামারীর ডোমার উপজেলার চিলাহাটির বড় জুম্মাপাড়ার মো. মোস্তফার ছেলে। সৈয়দপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম নুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। 
 
পুলিশ সূত্রে জানা যায়, ওয়াজকুরুনী ওই চক্রের মাধ্যমে বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক সরদার সাহাদাত আলীর নাম, পদবি ও ছবি ব্যবহার করে একটি ফেসবুক আইডি খোলেন। সেই আইডি ব্যবহার করে দেশের বিভিন্ন রুটের ট্রেনের টিকিট দেওয়ার কথা বলে যাত্রীদের কাছে বিকাশের মাধ্যমে টাকা নিতেন। পরবর্তী সময় টিকিট না দিয়ে মোবাইল ফোন বন্ধ করে দিতেন। এভাবে প্রতারণা করে টাকা আত্মসাৎ করতেন। 

প্রতারণার এ বিষয়টি সৈয়দপুর রেলওয়ে থানা-পুলিশের নজরে আসে। পঞ্চগড়ের গোয়েন্দা পুলিশ ও নীলফামারী জেলা পুলিশের সহায়তায় আজ ভোরে নিজ বাড়ি থেকে ওয়াজকুরুনীকে গ্রেপ্তার করে সৈয়দপুর রেলওয়ে পুলিশ। 

পরে সৈয়দপুর রেলওয়ে থানার উপপরিদর্শক শফিউল ইসলাম বাদী হয়ে তাঁর নামে ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের করেন। 

এ ব্যাপারে ওসি এ কে এম নুরুল ইসলাম আজকের পত্রিকাকে জানান, রেলওয়ের ডিজির নামে ফেসবুক আইডি খুলে ট্রেনের টিকিট বিক্রির করে দীর্ঘদিন ধরে প্রতারণা করে আসছিল একটি চক্র। ওই চক্রের প্রধান ওয়াজকুরুনীকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে সৈয়দপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। তাঁকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা

পীরগঞ্জে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ

ফুলবাড়ীতে অবৈধ বালু পরিবহনের দায়ে ট্রলিচালকের কারাদণ্ড

নীলফামারীর কিশোরগঞ্জে ট্রাক্টরের ফলায় ছিন্নভিন্ন হয়ে যুবকের মৃত্যু

গাইবান্ধা-১: প্রার্থিতা ফিরে পেলেন জামায়াত নেতা মাজেদ

জামাতার প্রাইভেট কারের নিচে পিষ্ট হয়ে প্রাণ গেল শ্বশুরের

রংপুরে জি এম কাদের-আখতারের মনোনয়নপত্র বৈধ ঘোষণা