হোম > অপরাধ > রংপুর

সৈয়দপুরে নিজ ঘর থেকে ব্যবসায়ীর রক্তাক্ত মরদেহ উদ্ধার

নীলফামারী প্রতিনিধি

নীলফামারীর সৈয়দপুর শহরের কাজীরহাট এলাকার নিজ বাসা থেকে রিয়াজ উদ্দিন (৬৫) নামে এক কাপড় ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সকালে নিজের শোয়ার ঘর থেকে তাঁর রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়। 

রিয়াজ উদ্দিন উপজেলা শহরের শহীদ ডা. শামসুল হক সড়কের জামিল গার্মেন্টসের মালিক। তিনি এলাকার মৃত কমর উদ্দিনের ছেলে।

সৈয়দপুর থানার পুলিশ সূত্র জানায়, আজ শুক্রবার সকাল ৮টার দিকে খবর পেয়ে ব্যবসায়ী রিয়াজ উদ্দিনের তিনতলা বাসভবনের নিচতলার শোয়ার ঘর থেকে তাঁর রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়। তাঁর মাথায় কোনো ভারী বস্তু দিয়ে উপর্যুপরি আঘাত করে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

নিহতের বড় ছেলে জামিল উদ্দিন বলেন, ‘প্রতিদিনের মতো বাবা-মা নিচতলায় আলাদা আলাদা রুমে ঘুমান। আমরা চার ভাই ওপরের তলায় ঘুমাই। মা সকালে বাবার রুমে গিয়ে বিছানায় রক্তাক্ত অবস্থায় দেখে আমাদের খবর দেন।’ 

তিনি জানান, ‘আমার বাবা দীর্ঘদিন ধরে ডায়াবেটিস রোগের কারণে অসুস্থ হয়ে শয্যাশায়ী। তাঁর কোনো শত্রু নেই।’

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হাসনাত খান আজকের পত্রিকাকে বলেন, ‘পারিবারিক কলহের জেরে হত্যাকাণ্ডটি ঘটতে পারে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে। হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারে পুলিশের টিম এরই মধ্যে কাজ শুরু করেছে।’ 

দুপুর ১২টায় এই রিপোর্ট লেখার সময় মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নীলফামারী জেনারেল হাসপাতালে নেওয়ার প্রস্তুতি চলছে বলে জানান তিনি। 

জামাতার প্রাইভেট কারের নিচে পিষ্ট হয়ে প্রাণ গেল শ্বশুরের

রংপুরে জি এম কাদের-আখতারের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

১২ মামলার আসামি জি এম কাদের, বেড়েছে নগদ অর্থ ও সম্পদ

যাচাই-বাছাইয়ে জাপা প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

সারজিসের নগদ টাকা আছে ৩ লাখ ১১ হাজার, পেশায় ব্যবসায়ী

পীরগঞ্জে তাল, খেজুরসহ বিভিন্ন গাছের মাথা কেটে দিলেন পল্লী বিদ্যুতের কর্মীরা

কোরআন-সুন্নাহবিরোধী আইন করতে দেব না, এটা আমাদের অঙ্গীকার: মির্জা ফখরুল

তীব্র শীতে কাঁপছে মানুষ গুদামে তালাবদ্ধ কম্বল

ভূরুঙ্গামারীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষ, যুবক নিহত

ফুলবাড়ীতে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার