হোম > অপরাধ > রংপুর

গাইবান্ধায় জোড়া খুনে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ৭ বছর পর গ্রেপ্তার

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধার সুন্দরগঞ্জে জোড়া খুনের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি হাফিজুর রহমানকে (৩৯) গ্রেপ্তার করেছে র‍্যাব-১৩। গতকাল বৃহস্পতিবার কুমিল্লার বুড়িচং থানাধীন ইছাপুর বর্ষা বাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। 

আজ শুক্রবার র‍্যাব-১৩, গাইবান্ধা ক্যাম্পে সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন রংপুর র‍্যাবের অধিনায়ক আরাফাত ইসলাম। 

আরাফাত ইসলাম বলেন, সুন্দরগঞ্জ উপজেলার পূর্ব ঝিনিয়া গ্রামের হযরত আলীর সঙ্গে একই গ্রামের হযরত আলী ও আব্দুল জলিলের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। বিরোধপূর্ণ জমিতে ধান চাষ করেন হযরত আলী আমান। 

২০১৬ সালের ১২ নভেম্বর আদালতে মামলার রায় পেয়ে আব্দুল জলিল তাঁর লোকজন নিয়ে ধান কাটতে যান। আগাম ধান কাটার বিষয়টি জানার পর হযরত আলী গোপনে তাঁর পাশের চালকল থেকে বিদ্যুতের তার দিয়ে পুরো জমি ঘিরে ফেলেন। ওই চালকলের মালিক ছিলেন হাফিজুর রহমান। ওই দিন সকালে আব্দুল জলিলের আত্মীয় তসলিম উদ্দিন শ্রমিকদের নিয়ে ধান কাটতে নামলে প্রথমে তসলিম উদ্দিন বৈদ্যুতিক তারে জড়িয়ে পড়েন। পরে তাঁকে উদ্ধার করতে গিয়ে মর্জিনা খাতুন নামের এক নারী শ্রমিক বিদ্যুতায়িত হন। এরই মধ্যে ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়। 

এ ঘটনায় ওই রাতেই তসলিম উদ্দিনের চাচা মফিজল হক বাদী হয়ে সুন্দরগঞ্জ থানায় ৭ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন। এই হত্যাকাণ্ডে অভিযুক্তদের দোষ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় বিজ্ঞ আদালত তিনজনের মৃত্যুদণ্ডের আদেশ দেন। ঘটনার পর থেকে দণ্ডপ্রাপ্ত আসামি হাফিজুর রহমান পলাতক ছিলেন। 

তিনি আরও বলেন, র‍্যাব-১৩-এর গোয়েন্দা তৎপরতার মাধ্যমে অভিযুক্ত হাফিজুর রহমানকে খুঁজে বের করার প্রক্রিয়া অব্যাহত ছিল। গতকাল বৃহস্পতিবার র‍্যাব-১৩, সিপিসি-৩ গাইবান্ধা ও র‍্যাব-১১, সিপিসি-২ কুমিল্লার যৌথ আভিযানিক দল অভিযান পরিচালনা করে। এ সময় কুমিল্লার বুড়িচং থানাধীন ইছাপুর বর্ষা বাজার এলাকা থেকে হাফিজুর রহমানকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তি জানিয়েছেন, তিনি দীর্ঘদিন আত্মগোপন করে অবস্থান পরিবর্তন করে আসছিলেন। 

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্য উপস্থিত ছিলেন গাইবান্ধা র‍্যাব-১৩-এর কোম্পানি অধিনায়ক সিনিয়র এএসপি মো. নাজমুল হক, ফ্লাইট লেফটেন্যান্ট (মিডিয়া) মাহমুদ বশির আহমেদ প্রমুখ।

কোরআন-সুন্নাহবিরোধী আইন করতে দেব না, এটা আমাদের অঙ্গীকার: মির্জা ফখরুল

তীব্র শীতে কাঁপছে মানুষ গুদামে তালাবদ্ধ কম্বল

ভূরুঙ্গামারীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষ, যুবক নিহত

ফুলবাড়ীতে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

পঞ্চগড়ে চার দিন ধরে ঘন কুয়াশা ও কনকনে শীত

ফুলবাড়ীতে ট্রলির চাপায় সহযোগী নিহত

কাউনিয়ায় কিশোরীকে ধর্ষণচেষ্টা, যুবক গ্রেপ্তার

বিশেষ ট্রেনের দাবিতে বিএনপি নেতা-কর্মীদের রেলপথ অবরোধ, ছেড়ে যায়নি লালমনি এক্সপ্রেস

কাউনিয়ায় মহাসড়কে ঝরল দুই কৃষকের প্রাণ

রংপুর-৩ আসনে জি এম কাদেরের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ