কাউনিয়া (রংপুর): রংপুরের কাউনিয়া উপজেলার হারাগাছ এলাকায় এক গৃহবধূকে (২০) ধর্ষণ ও টাকা আদায়ের ঘটনার মামলায় অভিযুক্ত আরিফুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার ঠাকুরগাঁও সদর উপজেলা থেকে তাঁকে আটক করে পুলিশ। আরিফুল উপজেলার বাহার কাছনার সিগারেট কোম্পানি নামের এলাকার বাসিন্দা আবদুর রাজ্জাকের ছেলে।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন রংপুর মেট্রোপলিটন হারাগাছ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম। তিনি জানান, গত এপ্রিলে ওই গৃহবধূর গোসলের ভিডিও গোপনে ধারণ করে ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে একাধিকবার ধর্ষণ ও টাকা আদায় করেন আরিফুল।
এ ব্যাপারে ১৩ জুন রাতে গৃহবধূ বাদী হয়ে আরিফুলসহ চারজনের বিরুদ্ধে হারাগাছ থানায় নারী ও শিশু নির্যাতন দমন এবং পর্নোগ্রাফি আইনে মামলা করেন। মামলার পর তথ্যপ্রযুক্তির সহায়তায় আরিফুলের অবস্থান শনাক্ত করে বুধবার ঠাকুরগাঁও সদরের আকচা ইউনিয়নের বুটিনা ইসলামপাড়া গ্রামে খালুর বাড়ি থেকে আরিফুলকে গ্রেপ্তার করা হয়। এ পর্যন্ত এই মামলায় প্রধান অভিযুক্তসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।