হোম > অপরাধ > রংপুর

পঞ্চগড়ে সংঘর্ষ: জেলা কৃষক দলের সাধারণ সম্পাদকসহ গ্রেপ্তার ৭ 

পঞ্চগড় প্রতিনিধি

পঞ্চগড়ে আহমদিয়াদের ওপর হামলা ও লুটপাটের ঘটনায় গত ২৪ ঘণ্টায় নতুন করে জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক ও সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবদুর রাজ্জাকসহ ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ নিয়ে দায়েরকৃত ২৭টি মামলায় গ্রেপ্তারের সংখ্যা দাঁড়িয়েছে ২০৭ জনে। 

আজ শনিবার ভোরে তাঁকে হাফিজাবাদ ইউনিয়নের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। তবে তাকে কোনো মামলায় গ্রেপ্তার করা হয়েছে তা পুলিশ জানায়নি। 

তবে পুলিশ সুপার এসএম সিরাজুল হুদা বলেন, গ্রেপ্তারকৃতদের বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। পুলিশ ও র‍্যাবের অভিযান চলমান রয়েছে। ভিডিও ও সিসিটিভি ফুটেজ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নাশকতায় জড়িতদের গ্রেপ্তার করা হয়েছে। কোনো সাধারণ নিরীহ মানুষকে গ্রেপ্তার করা হচ্ছে না। এমন অভিযোগও নেই। নিরপরাধ মানুষকে হয়রানির অভিযোগ এলে গুরুত্ব দিয়ে দেখা হবে। 

শহরে ও আহমদিয়া সম্প্রদায়ের আবাসস্থলের সমস্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট ও আহমদিয়াদের দুটি মসজিদের আশপাশে পর্যাপ্ত সংখ্যক পুলিশ, বিজিবি ও র‍্যাব সদস্য মোতায়েন করা হয়েছে। পঞ্চগড়ের উত্তপ্ত পরিস্থিতি প্রায় স্বাভাবিক হয়ে এসেছে। এরপরও পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে বলে জানান পুলিশ সুপার।

পীরগঞ্জে তাল, খেজুরসহ বিভিন্ন গাছের মাথা কেটে দিলেন পল্লী বিদ্যুতের কর্মীরা

কোরআন-সুন্নাহবিরোধী আইন করতে দেব না, এটা আমাদের অঙ্গীকার: মির্জা ফখরুল

তীব্র শীতে কাঁপছে মানুষ গুদামে তালাবদ্ধ কম্বল

ভূরুঙ্গামারীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষ, যুবক নিহত

ফুলবাড়ীতে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

পঞ্চগড়ে চার দিন ধরে ঘন কুয়াশা ও কনকনে শীত

ফুলবাড়ীতে ট্রলির চাপায় সহযোগী নিহত

কাউনিয়ায় কিশোরীকে ধর্ষণচেষ্টা, যুবক গ্রেপ্তার

বিশেষ ট্রেনের দাবিতে বিএনপি নেতা-কর্মীদের রেলপথ অবরোধ, ছেড়ে যায়নি লালমনি এক্সপ্রেস

কাউনিয়ায় মহাসড়কে ঝরল দুই কৃষকের প্রাণ