হোম > অপরাধ > রংপুর

পঞ্চগড়ে সংঘর্ষ: জেলা কৃষক দলের সাধারণ সম্পাদকসহ গ্রেপ্তার ৭ 

পঞ্চগড় প্রতিনিধি

পঞ্চগড়ে আহমদিয়াদের ওপর হামলা ও লুটপাটের ঘটনায় গত ২৪ ঘণ্টায় নতুন করে জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক ও সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবদুর রাজ্জাকসহ ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ নিয়ে দায়েরকৃত ২৭টি মামলায় গ্রেপ্তারের সংখ্যা দাঁড়িয়েছে ২০৭ জনে। 

আজ শনিবার ভোরে তাঁকে হাফিজাবাদ ইউনিয়নের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। তবে তাকে কোনো মামলায় গ্রেপ্তার করা হয়েছে তা পুলিশ জানায়নি। 

তবে পুলিশ সুপার এসএম সিরাজুল হুদা বলেন, গ্রেপ্তারকৃতদের বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। পুলিশ ও র‍্যাবের অভিযান চলমান রয়েছে। ভিডিও ও সিসিটিভি ফুটেজ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নাশকতায় জড়িতদের গ্রেপ্তার করা হয়েছে। কোনো সাধারণ নিরীহ মানুষকে গ্রেপ্তার করা হচ্ছে না। এমন অভিযোগও নেই। নিরপরাধ মানুষকে হয়রানির অভিযোগ এলে গুরুত্ব দিয়ে দেখা হবে। 

শহরে ও আহমদিয়া সম্প্রদায়ের আবাসস্থলের সমস্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট ও আহমদিয়াদের দুটি মসজিদের আশপাশে পর্যাপ্ত সংখ্যক পুলিশ, বিজিবি ও র‍্যাব সদস্য মোতায়েন করা হয়েছে। পঞ্চগড়ের উত্তপ্ত পরিস্থিতি প্রায় স্বাভাবিক হয়ে এসেছে। এরপরও পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে বলে জানান পুলিশ সুপার।

রংপুর-৩ আসনে জি এম কাদেরের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

খামার থেকে গরু লুট, আন্তজেলা ডাকাত চক্রের চার সদস্য গ্রেপ্তার

গুলিবিদ্ধ হাদির মৃত্যু: গঙ্গাচড়ায় ছাত্র-জনতার বিক্ষোভ মিছিল

ওসমান হাদিকে গুলি মানে জুলাই যোদ্ধাদের ওপর হামলা: আল মামুন

গাইবান্ধায় গ্রামীণ ব্যাংকের সামনে থেকে ৪ ককটেল উদ্ধার

গঙ্গাচড়ায় হাত-পা বাঁধা যুবকের মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

‘মেডিকেলে চান্স না পেয়ে’ ৩৩ হাজার ভোল্ট বিদ্যুতের তারে শুয়ে শিক্ষার্থীর আত্মহত্যা, দাবি স্বজনদের

পীরগঞ্জে ধানখেত থেকে অটোভ্যানচালকের মরদেহ উদ্ধার

হাদির ওপর গুলির প্রতিবাদে গাইবান্ধায় বিএনপির বিক্ষোভ