হোম > অপরাধ > রংপুর

মাদকবাহী প্রাইভেটকার নিয়ে স্থানীয় ও মাদক নিয়ন্ত্রণ কর্মকর্তাদের হাতাহাতি, উদ্ধার করল পুলিশ

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি

জনতার হাতে আটক তিন বস্তা ফেনসিডিলসহ একটি প্রাইভেটকার ও এক মাদক কারবারিকে উদ্ধার করতে গিয়ে রোষের মুখে পড়েন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের লোকেরা। ঘটনাটি ঘটেছে শনিবার (৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে রংপুরের গঙ্গাচড়া উপজেলার লক্ষ্মীটারী ইউনিয়নের শেখ হাসিনা সেতুর দক্ষিণ প্রান্তে মহিপুর বাজার এলাকায়। পরে পুলিশ এসে তাঁদের উদ্ধার করে নিয়ে যায়।

স্থানীয়দের দাবি, লালমনিরহাট জেলার কালিগঞ্জ উপজেলার কাকিনা বাজার থেকে বেপরোয়া গতিতে একটি প্রাইভেটকার আসছিল। প্রাইভেটকারটির পেছনে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি গাড়ি দেখতে পান তাঁরা। সন্দেহ হলে প্রাইভেটকারটিকে থামিয়ে তল্লাশি করে তিনবস্তা ফেনসিডিলের বোতল দেখতে পান তাঁরা। স্থানীয়রা বস্তাগুলো প্রাইভেটকার থেকে বের করতে গেলে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের লোকজন তাঁদের বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে উপস্থিত জনতা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরে লোকজনকে লাঞ্ছিত করে। তাৎক্ষণিক ঘটনাস্থলে হাজির হয় গঙ্গাচড়া মডেল থানা–পুলিশ। পুলিশ মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের লোকজন এবং তিন বস্তা ফেনসিডিল, প্রাইভেটকার ও কারের একজন আরোহীকে থানা নিয়ে যায়।

প্রত্যক্ষদর্শী লোকজন জানান, সবাই মিলে তাঁরা মাদকবাহী গাড়িটি থামান। তাঁরা চাচ্ছিলেন, ফেনসিডিলের বোতলগুলো সবার সামনে গণনা করা হোক। কিন্তু মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের লোকজন তা না করে সবগুলো নিয়ে যেতে চাচ্ছিলেন। তাই তাঁদের বাধা দেন স্থানীয়রা। এ সময় অধিদপ্তরের লোকেরা স্থানীয়দের গালাগালি করতে থাকেন। এ জন্য তাঁদের সঙ্গে স্থানীয়দের হাতাহাতি হয়।

প্রাইভেটকার থেকে আটক মেহেদী হাসান আজকের পত্রিকাকে বলেন, ‘আমি মাদকের বিষয় কিছু জানি না। মহিপুর বাজার এলাকার জাহাঙ্গীর নামে এক ব্যক্তি আমাকে প্রাইভেটকারটি দিয়ে আমাকে বলেছেন গাড়িটিকে রংপুর শহরে নিয়ে যেতে।’

ঘটনার বিষয়ে জানতে চাইলে রংপুরের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে অতিরিক্ত পরিচালক আবু আছলাম আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা গোপন সংবাদের ভিত্তিতে এই মাদকের চালানটির বিষয়ে জানতাম। তাই আমাদের ফোর্স কৌশলে এই গাড়িটির পিছু নেয়। আমরা মহিপুরী শেখ হাসিনা সেতু এলাকায় আটক করতে সক্ষম হই। এ সময় প্রাইভেটকারটি তল্লাশি করতে গেলে উপস্থিত জনতা আমাদের ওপর হামলা করে। পরে আমরা গঙ্গাচড়া মডেল থানা–পুলিশের সহযোগিতায় সেখান থেকে ৪৫৫ বোতল ফেনসিডিলসহ একটি প্রাইভেট কার এবং মাদক চোরাচালানকারী মেহেদী হাসান (২৫) নামের এক যুবককে থানায় নিয়ে আসি। তাঁর বাড়ি রংপুর নগরীর ১৩ নং ওয়ার্ডের জোবেদা স্কুল অ্যান্ড কলেজ এলাকায়। তাঁর নামে থানা মাদক আইনে মামলা প্রক্রিয়াধীন।’

ফের ব্রাকসুর তফসিল পরিবর্তন, নির্বাচন ২৫ ফেব্রুয়ারি

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা

পীরগঞ্জে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ