হোম > অপরাধ > রংপুর

গাইবান্ধায় নাশকতা মামলায় জেলা জামায়াতের আমিরসহ গ্রেপ্তার ২

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধায় পুলিশের বিশেষ ক্ষমতা আইন ও বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা নাশকতা মামলায় জেলা ও ইউনিয়ন জামায়াতের আমিরকে গ্রেপ্তার করেছে সদর থানার পুলিশ। আজ বৃহস্পতিবার ভোরে সদর থানার পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে জামায়াতের দুই নেতাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা হলেন গাইবান্ধা জেলা জামায়াতের আমির আব্দুল করিম লক্ষ্মীপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের মছিব উদ্দিনের ছেলে এবং সদর উপজেলার বল্লমঝড় ইউনিয়নের সভাপতি আবদুল্লাহ আল মাহমুদ উত্তর ধানগড়ার আবদুল মতিনের ছেলে। 

পুলিশ জানায়, গতকাল বুধবার সকালে সদর উপজেলার খোলাহাটী ইউনিয়নের আলফালা মসজিদে রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করার জন্য গোপন বৈঠক করেন তাঁরা। খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে যায়। কিন্তু এর আগেই আসামিরা পালিয়ে যান। ওই দিন সকালেই পুলিশ বাদী হয়ে জামায়াতের ১৮ নেতার নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৪০ জনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন ও বিস্ফোরক আইনের মামলা দায়ের করে। এরই পরিপ্রেক্ষিতে আজ ভোরে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ওই দুই জামায়াত নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। 

গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার ভোরে জামায়াতের ওই দুই নেতাকে গ্রেপ্তার করে থানায় আনা হয়। দুপুরে তাঁদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে। 

ওসি আরও বলেন, আসামিদের নামে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৫ (১)/২৫-ডি ও বিস্ফোরক আইনের ৩/৪ ধারায় মামলাসহ একাধিক মামলা রয়েছে।

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কোনো ভূরাজনৈতিক চাপ নেই: রংপুরে চীনা রাষ্ট্রদূত

তিস্তা সমস্যা সমাধানে টেকসই পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করছে সরকার: রিজওয়ানা হাসান

রংপুরে বস্তাবন্দী সেই নারীর লাশের পরিচয় মিলেছে

বেরোবিতে অভিযোগের সত্যতা পেয়েছে দুদক

চীনের সম্মতির অপেক্ষায় তিস্তা মহাপরিকল্পনা: সৈয়দা রিজওয়ানা হাসান

রূপলাল-প্রদীপ লাল হত্যার ঘটনায় এবি পার্টির এক নেতা গ্রেপ্তার

‘পোষা কুকুর’ মন্তব্যে তোলপাড়, পরে ভুল বলে স্বীকার করেন বদিউল আলম‎

রংপুরে কারাবন্দীকে নিয়ে প্রতারণা, গ্রাম পুলিশকে জরিমানা

রংপুরে অজ্ঞাতনামা নারীর বস্তাবন্দী লাশ উদ্ধার

রান্নার চাল ধোয়ার জন্য নলকূপের পাড়ে গৃহবধূ, মিলল গলাকাটা মরদেহ