হোম > অপরাধ > রংপুর

গাইবান্ধায় নাশকতা মামলায় জেলা জামায়াতের আমিরসহ গ্রেপ্তার ২

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধায় পুলিশের বিশেষ ক্ষমতা আইন ও বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা নাশকতা মামলায় জেলা ও ইউনিয়ন জামায়াতের আমিরকে গ্রেপ্তার করেছে সদর থানার পুলিশ। আজ বৃহস্পতিবার ভোরে সদর থানার পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে জামায়াতের দুই নেতাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা হলেন গাইবান্ধা জেলা জামায়াতের আমির আব্দুল করিম লক্ষ্মীপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের মছিব উদ্দিনের ছেলে এবং সদর উপজেলার বল্লমঝড় ইউনিয়নের সভাপতি আবদুল্লাহ আল মাহমুদ উত্তর ধানগড়ার আবদুল মতিনের ছেলে। 

পুলিশ জানায়, গতকাল বুধবার সকালে সদর উপজেলার খোলাহাটী ইউনিয়নের আলফালা মসজিদে রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করার জন্য গোপন বৈঠক করেন তাঁরা। খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে যায়। কিন্তু এর আগেই আসামিরা পালিয়ে যান। ওই দিন সকালেই পুলিশ বাদী হয়ে জামায়াতের ১৮ নেতার নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৪০ জনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন ও বিস্ফোরক আইনের মামলা দায়ের করে। এরই পরিপ্রেক্ষিতে আজ ভোরে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ওই দুই জামায়াত নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। 

গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার ভোরে জামায়াতের ওই দুই নেতাকে গ্রেপ্তার করে থানায় আনা হয়। দুপুরে তাঁদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে। 

ওসি আরও বলেন, আসামিদের নামে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৫ (১)/২৫-ডি ও বিস্ফোরক আইনের ৩/৪ ধারায় মামলাসহ একাধিক মামলা রয়েছে।

ফের ব্রাকসুর তফসিল পরিবর্তন, নির্বাচন ২৫ ফেব্রুয়ারি

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা

পীরগঞ্জে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ