হোম > অপরাধ > রংপুর

গাইবান্ধায় নাশকতা মামলায় জেলা জামায়াতের আমিরসহ গ্রেপ্তার ২

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধায় পুলিশের বিশেষ ক্ষমতা আইন ও বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা নাশকতা মামলায় জেলা ও ইউনিয়ন জামায়াতের আমিরকে গ্রেপ্তার করেছে সদর থানার পুলিশ। আজ বৃহস্পতিবার ভোরে সদর থানার পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে জামায়াতের দুই নেতাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা হলেন গাইবান্ধা জেলা জামায়াতের আমির আব্দুল করিম লক্ষ্মীপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের মছিব উদ্দিনের ছেলে এবং সদর উপজেলার বল্লমঝড় ইউনিয়নের সভাপতি আবদুল্লাহ আল মাহমুদ উত্তর ধানগড়ার আবদুল মতিনের ছেলে। 

পুলিশ জানায়, গতকাল বুধবার সকালে সদর উপজেলার খোলাহাটী ইউনিয়নের আলফালা মসজিদে রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করার জন্য গোপন বৈঠক করেন তাঁরা। খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে যায়। কিন্তু এর আগেই আসামিরা পালিয়ে যান। ওই দিন সকালেই পুলিশ বাদী হয়ে জামায়াতের ১৮ নেতার নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৪০ জনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন ও বিস্ফোরক আইনের মামলা দায়ের করে। এরই পরিপ্রেক্ষিতে আজ ভোরে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ওই দুই জামায়াত নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। 

গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার ভোরে জামায়াতের ওই দুই নেতাকে গ্রেপ্তার করে থানায় আনা হয়। দুপুরে তাঁদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে। 

ওসি আরও বলেন, আসামিদের নামে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৫ (১)/২৫-ডি ও বিস্ফোরক আইনের ৩/৪ ধারায় মামলাসহ একাধিক মামলা রয়েছে।

কোরআন-সুন্নাহবিরোধী আইন করতে দেব না, এটা আমাদের অঙ্গীকার: মির্জা ফখরুল

তীব্র শীতে কাঁপছে মানুষ গুদামে তালাবদ্ধ কম্বল

ভূরুঙ্গামারীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষ, যুবক নিহত

ফুলবাড়ীতে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

পঞ্চগড়ে চার দিন ধরে ঘন কুয়াশা ও কনকনে শীত

ফুলবাড়ীতে ট্রলির চাপায় সহযোগী নিহত

কাউনিয়ায় কিশোরীকে ধর্ষণচেষ্টা, যুবক গ্রেপ্তার

বিশেষ ট্রেনের দাবিতে বিএনপি নেতা-কর্মীদের রেলপথ অবরোধ, ছেড়ে যায়নি লালমনি এক্সপ্রেস

কাউনিয়ায় মহাসড়কে ঝরল দুই কৃষকের প্রাণ

রংপুর-৩ আসনে জি এম কাদেরের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ