হোম > অপরাধ > রংপুর

মামলার সাক্ষীকে কুপিয়ে হত্যা চেষ্টায় থানায় অভিযোগ

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধার সাঘাটা উপজেলায় মামলায় সাক্ষী আমিনুল ইসলামকে কুপিয়ে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে। আহত অবস্থায় তাঁকে গাইবান্ধা জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

আজ বুধবার এ ঘটনায় ভুক্তভোগীর স্ত্রী মুনজুয়ারা আক্তার বাদী হয়ে সাঘাটা থানায় অভিযোগ দায়ের করেন। 

অভিযোগে জানা গেছে, উপজেলার ময়মন্তপুর গ্রামের রফিকুল ইসলামের কেনা জমি তোফাজ্জল হোসেন তাঁর দুই ছেলেসহ অন্যান্য সহযোগীরা জোর করে দখল করার চেষ্টা করেন। রফিকুল ইসলাম এই ঘটনায় বাদী হয়ে আদালতে মামলা দায়ের করেন। এ মামলা তাঁর এক স্বজন আমিনুল ইসলাম সাক্ষী হন। মামলার সাক্ষী হওয়ার কারণে ১৬ আগস্ট আমিনুলকে কুপিয়ে হত্যার চেষ্টা করেন। পরে স্থানীয়রা ঘটনাস্থল থেকে তাঁকে উদ্ধার করে গাইবান্ধা জেলা হাসপাতালে ভর্তি করান। 

এদিকে আমিনুল হাসপাতালে ভর্তি থাকা অবস্থায় তাঁর বাড়িতে ঢুকে স্ত্রীকে আসামিরা শ্লীলতাহানি করেন। এ ঘটনায় তাঁর স্ত্রী মুনজুয়ারা আক্তার বাদী হয়ে তোফাজ্জল হোসেনসহ ছয়জনের নাম উল্লেখ করে সাঘাটা থানায় একটি অভিযোগ দায়ের করেন। 

সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিব হোসেন বলেন, এ বিষয়ে মুনজুয়ারা আক্তার অভিযোগ দায়ের করেছেন। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

কোরআন-সুন্নাহবিরোধী আইন করতে দেব না, এটা আমাদের অঙ্গীকার: মির্জা ফখরুল

তীব্র শীতে কাঁপছে মানুষ গুদামে তালাবদ্ধ কম্বল

ভূরুঙ্গামারীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষ, যুবক নিহত

ফুলবাড়ীতে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

পঞ্চগড়ে চার দিন ধরে ঘন কুয়াশা ও কনকনে শীত

ফুলবাড়ীতে ট্রলির চাপায় সহযোগী নিহত

কাউনিয়ায় কিশোরীকে ধর্ষণচেষ্টা, যুবক গ্রেপ্তার

বিশেষ ট্রেনের দাবিতে বিএনপি নেতা-কর্মীদের রেলপথ অবরোধ, ছেড়ে যায়নি লালমনি এক্সপ্রেস

কাউনিয়ায় মহাসড়কে ঝরল দুই কৃষকের প্রাণ

রংপুর-৩ আসনে জি এম কাদেরের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ