হোম > অপরাধ > রংপুর

মামলার সাক্ষীকে কুপিয়ে হত্যা চেষ্টায় থানায় অভিযোগ

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধার সাঘাটা উপজেলায় মামলায় সাক্ষী আমিনুল ইসলামকে কুপিয়ে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে। আহত অবস্থায় তাঁকে গাইবান্ধা জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

আজ বুধবার এ ঘটনায় ভুক্তভোগীর স্ত্রী মুনজুয়ারা আক্তার বাদী হয়ে সাঘাটা থানায় অভিযোগ দায়ের করেন। 

অভিযোগে জানা গেছে, উপজেলার ময়মন্তপুর গ্রামের রফিকুল ইসলামের কেনা জমি তোফাজ্জল হোসেন তাঁর দুই ছেলেসহ অন্যান্য সহযোগীরা জোর করে দখল করার চেষ্টা করেন। রফিকুল ইসলাম এই ঘটনায় বাদী হয়ে আদালতে মামলা দায়ের করেন। এ মামলা তাঁর এক স্বজন আমিনুল ইসলাম সাক্ষী হন। মামলার সাক্ষী হওয়ার কারণে ১৬ আগস্ট আমিনুলকে কুপিয়ে হত্যার চেষ্টা করেন। পরে স্থানীয়রা ঘটনাস্থল থেকে তাঁকে উদ্ধার করে গাইবান্ধা জেলা হাসপাতালে ভর্তি করান। 

এদিকে আমিনুল হাসপাতালে ভর্তি থাকা অবস্থায় তাঁর বাড়িতে ঢুকে স্ত্রীকে আসামিরা শ্লীলতাহানি করেন। এ ঘটনায় তাঁর স্ত্রী মুনজুয়ারা আক্তার বাদী হয়ে তোফাজ্জল হোসেনসহ ছয়জনের নাম উল্লেখ করে সাঘাটা থানায় একটি অভিযোগ দায়ের করেন। 

সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিব হোসেন বলেন, এ বিষয়ে মুনজুয়ারা আক্তার অভিযোগ দায়ের করেছেন। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ফের ব্রাকসুর তফসিল পরিবর্তন, নির্বাচন ২৫ ফেব্রুয়ারি

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা

পীরগঞ্জে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ