হোম > অপরাধ > রংপুর

৯৯৯-এ কল করে হামলা থেকে রক্ষা পেল ভুক্তভোগী, অভিযোগ দায়ের

নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার বিন্যাগাড়ী গ্রামে পূর্বশত্রুতার জেরে ভুক্তভোগী মোছা মোর্শেদা বেগমের (৪০) বাড়িতে নিকটাত্মীয় আজিজুল ইসলাম লাঠিসোঁটা নিয়ে ভাঙচুর করেন। পরে মোর্শেদা বেগম জাতীয় জরুরি সেবা-৯৯৯-এ কল করেন এবং দুর্বৃত্তদের হামলা থেকে রক্ষা পান। তবে নিজেকে রক্ষা করতে পারলেও তাঁর বসতবাড়ি ভেঙে লুট করা হয়েছে। 

আজ রোববার নবাবগঞ্জ থানায় ভুক্তভোগী মোর্শেদা বেগম বাদী হয়ে অভিযোগ দায়ের করেন। এর আগে গত বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে। 

প্রত্যক্ষদর্শী ও অভিযোগপত্র থেকে জানা গেছে, গত বৃহস্পতিবার ভুক্তভোগী মোর্শেদা বেগমের সঙ্গে পূর্বশত্রুতার জেরে তাঁর নিকটাত্মীয় আজিজুল ইসলামের কথা-কাটাকাটি হয়। পরে সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে আজিজুল ইসলাম ও তাঁর লোকজন লাঠিসোঁটা নিয়ে তাঁর বাড়িতে এসে তাঁকে না পেয়ে বাড়িতে ভাঙচুর করেন। পরে মোর্শেদা বেগম জরুরি সেবা-৯৯৯-এ কল করে পুলিশের কাছে সাহায্য চান। এ সময় পার্শ্ববর্তী আফতাবগঞ্জ পুলিশ ফাঁড়ির সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। 

ভুক্তভোগী মোর্শেদা বেগম বলেন, ‘গত বৃহস্পতিবার সন্ধ্যার পর হঠাৎ ৫০-৬০ জনের একটি দল আমার বাড়িতে ভাঙচুর করে। এ সময় ৯৯৯-এ কল করে সাহায্য চাই। কিছুক্ষণ পর পুলিশ এলে হামলাকারীরা পালিয়ে যান। পরে তাঁদের পরামর্শে থানায় একটি অভিযোগ দায়ের করি।’ 

আফতাবগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. রেজাউল করিম আজকের পত্রিকাকে বলেন, ‘৯৯৯ থেকে কল পেয়ে রাতেই ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করি। পরে ভুক্তভোগী মোর্শেদা বেগমকে আইনি সহায়তা দেওয়া হয়।’ 

নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফেরদৌস ওয়াহিদ বলেন, ‘মোর্শেদা বেগম নামে এক ভুক্তভোগীর অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।’

পীরগঞ্জে ধানখেত থেকে অটোভ্যানচালকের মরদেহ উদ্ধার

হাদির ওপর গুলির প্রতিবাদে গাইবান্ধায় বিএনপির বিক্ষোভ

নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

৮ হাজার টাকা চুরি করতেই সস্ত্রীক মুক্তিযোদ্ধাকে হত্যা: পুলিশ

রংপুরে মুক্তিযোদ্ধা ও তাঁর স্ত্রীকে হত্যার ঘটনায় টাইলসমিস্ত্রি গ্রেপ্তার

সারের দাবিতে কৃষকদের মহাসড়ক অবরোধ

অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবি

রংপুরে মুক্তিযোদ্ধা ও তাঁর স্ত্রীকে হত্যার প্রতিবাদে মানববন্ধন

রংপুর বিভাগীয় ইজতেমার প্রথম দিনেই দুই মুসল্লির মৃত্যু

অবৈধ ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের অভিযান, ২ লাখ টাকা জরিমানা