হোম > অপরাধ > রংপুর

৯৯৯-এ কল করে হামলা থেকে রক্ষা পেল ভুক্তভোগী, অভিযোগ দায়ের

নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার বিন্যাগাড়ী গ্রামে পূর্বশত্রুতার জেরে ভুক্তভোগী মোছা মোর্শেদা বেগমের (৪০) বাড়িতে নিকটাত্মীয় আজিজুল ইসলাম লাঠিসোঁটা নিয়ে ভাঙচুর করেন। পরে মোর্শেদা বেগম জাতীয় জরুরি সেবা-৯৯৯-এ কল করেন এবং দুর্বৃত্তদের হামলা থেকে রক্ষা পান। তবে নিজেকে রক্ষা করতে পারলেও তাঁর বসতবাড়ি ভেঙে লুট করা হয়েছে। 

আজ রোববার নবাবগঞ্জ থানায় ভুক্তভোগী মোর্শেদা বেগম বাদী হয়ে অভিযোগ দায়ের করেন। এর আগে গত বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে। 

প্রত্যক্ষদর্শী ও অভিযোগপত্র থেকে জানা গেছে, গত বৃহস্পতিবার ভুক্তভোগী মোর্শেদা বেগমের সঙ্গে পূর্বশত্রুতার জেরে তাঁর নিকটাত্মীয় আজিজুল ইসলামের কথা-কাটাকাটি হয়। পরে সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে আজিজুল ইসলাম ও তাঁর লোকজন লাঠিসোঁটা নিয়ে তাঁর বাড়িতে এসে তাঁকে না পেয়ে বাড়িতে ভাঙচুর করেন। পরে মোর্শেদা বেগম জরুরি সেবা-৯৯৯-এ কল করে পুলিশের কাছে সাহায্য চান। এ সময় পার্শ্ববর্তী আফতাবগঞ্জ পুলিশ ফাঁড়ির সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। 

ভুক্তভোগী মোর্শেদা বেগম বলেন, ‘গত বৃহস্পতিবার সন্ধ্যার পর হঠাৎ ৫০-৬০ জনের একটি দল আমার বাড়িতে ভাঙচুর করে। এ সময় ৯৯৯-এ কল করে সাহায্য চাই। কিছুক্ষণ পর পুলিশ এলে হামলাকারীরা পালিয়ে যান। পরে তাঁদের পরামর্শে থানায় একটি অভিযোগ দায়ের করি।’ 

আফতাবগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. রেজাউল করিম আজকের পত্রিকাকে বলেন, ‘৯৯৯ থেকে কল পেয়ে রাতেই ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করি। পরে ভুক্তভোগী মোর্শেদা বেগমকে আইনি সহায়তা দেওয়া হয়।’ 

নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফেরদৌস ওয়াহিদ বলেন, ‘মোর্শেদা বেগম নামে এক ভুক্তভোগীর অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।’

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কোনো ভূরাজনৈতিক চাপ নেই: রংপুরে চীনা রাষ্ট্রদূত

তিস্তা সমস্যা সমাধানে টেকসই পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করছে সরকার: রিজওয়ানা হাসান

রংপুরে বস্তাবন্দী সেই নারীর লাশের পরিচয় মিলেছে

বেরোবিতে অভিযোগের সত্যতা পেয়েছে দুদক

চীনের সম্মতির অপেক্ষায় তিস্তা মহাপরিকল্পনা: সৈয়দা রিজওয়ানা হাসান

রূপলাল-প্রদীপ লাল হত্যার ঘটনায় এবি পার্টির এক নেতা গ্রেপ্তার

‘পোষা কুকুর’ মন্তব্যে তোলপাড়, পরে ভুল বলে স্বীকার করেন বদিউল আলম‎

রংপুরে কারাবন্দীকে নিয়ে প্রতারণা, গ্রাম পুলিশকে জরিমানা

রংপুরে অজ্ঞাতনামা নারীর বস্তাবন্দী লাশ উদ্ধার

রান্নার চাল ধোয়ার জন্য নলকূপের পাড়ে গৃহবধূ, মিলল গলাকাটা মরদেহ