হোম > অপরাধ > রংপুর

পুলিশ হেফাজতে মৃত হিমাংশুর দুই মেয়ের দায়িত্ব নিলেন জি এম কাদের

লালমনিরহাট প্রতিনিধি

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় পুলিশ হেফাজতে মারা যাওয়া হিমাংশু বর্মণের দুই মেয়ের পড়াশোনার দায়িত্ব নিলেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও লালমনিরহাট-৩ (সদর) আসনের সংসদ সদস্য জি এম কাদের। 

আজ শুক্রবার দুপুরে লালমনিরহাট প্রেসক্লাব মিলনায়তনে জি এম কাদেরের পক্ষে আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেন জেলা জাতীয় পার্টির সদস্যসচিব জাহিদ হাসান। 

এ সময় জাতীয় পার্টির চেয়ারম্যান ভার্চুয়ালি যুক্ত হয়ে বলেন, ‘রাজনীতি মানে দেশের মানুষের জন্য সেবা করা, আমি এটি বিশ্বাস করি। রাজনীতি মানে সবার ওপরে দেশের মানুষের স্বার্থ, তারপর দলীয় স্বার্থ, দেশের সেবা করার জন্য দলকে ব্যবহার করা। তবে আমাদের দেশের রাজনীতির চর্চা এর উল্টো দিক থেকে। আমরা এই সংস্কৃতির পরিবর্তন চাই। আজকে এই সংস্কৃতি পরিবর্তনের জন্য আমি চেষ্টা করে যাচ্ছি। এই প্রচেষ্টা আমি চালিয়ে যাব।’ 

এ সময় মৃত হিমাংশুর দুই মেয়ে পিংকী রাণী (১৩) ও পিয়াসী রাণীর (১০) হাতে নগদ ৫ হাজার টাকা ও শীতবস্ত্র তুলে দেন জাতীয় পার্টির নেতারা। 

হিমাংশু বর্মণের বাবা বিশ্বেশ্বর বর্মণ বলেন, ‘এই দুই অনাথ শিশুর ভবিষ্যৎ নিয়ে খুবই দুশ্চিন্তাগ্রস্ত ছিলাম। আজ থেকে সেই চিন্তা আর থাকল না। এখন এই অবুঝ শিশু দুটি ভালোভাবে পড়াশোনা করতে পারবে।’ 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লালমনিরহাট সদর উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক নজরুল ইসলাম, হাতীবান্ধা উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আরিফ শাহরিয়ার, জেলা জাতীয় শ্রমিক পার্টির আহ্বায়ক রফিকুল ইসলাম রতন, জেলা রেল শ্রমিক পার্টির সম্পাদক আনসার আলী, জাতীয় মোটর শ্রমিক পার্টির সভাপতি আছির উদ্দিন, জেলা স্বেচ্ছাসেবক পার্টির আহ্বায়ক জাহাঙ্গীর আলম, জেলা তরুণ পার্টির সদস্য সচিব শফিকুল ইসলাম ও হিমাংশুর বড় ভাই সুধীর বর্মণ প্রমুখ। 

উল্লেখ্য, গত ৭ জানুয়ারি ভোরে উপজেলার ভেলাগুড়ি ইউনিয়নের পূর্ব কাদমা মালদাপাড়া থেকে ছবিতা রানী নামে এক নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ। স্ত্রীর মরদেহ উদ্ধারের পর বেলা ১১টার দিকে জিজ্ঞাসাবাদের জন্য হিমাংশুকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। এর কয়েক ঘণ্টা পর বিকেল ৪টার দিকে পুলিশ তাঁকে মৃত অবস্থায় হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পুলিশের দাবি, হিমাংশুকে জিজ্ঞাসাবাদের পর থানায় একটি কক্ষে রাখা হয়। তিনি ওই কক্ষে থাকা ওয়াইফাই রাউটারের তার গলায় পেঁচিয়ে আত্মহত্যা করেন। 

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কোনো ভূরাজনৈতিক চাপ নেই: রংপুরে চীনা রাষ্ট্রদূত

তিস্তা সমস্যা সমাধানে টেকসই পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করছে সরকার: রিজওয়ানা হাসান

রংপুরে বস্তাবন্দী সেই নারীর লাশের পরিচয় মিলেছে

বেরোবিতে অভিযোগের সত্যতা পেয়েছে দুদক

চীনের সম্মতির অপেক্ষায় তিস্তা মহাপরিকল্পনা: সৈয়দা রিজওয়ানা হাসান

রূপলাল-প্রদীপ লাল হত্যার ঘটনায় এবি পার্টির এক নেতা গ্রেপ্তার

‘পোষা কুকুর’ মন্তব্যে তোলপাড়, পরে ভুল বলে স্বীকার করেন বদিউল আলম‎

রংপুরে কারাবন্দীকে নিয়ে প্রতারণা, গ্রাম পুলিশকে জরিমানা

রংপুরে অজ্ঞাতনামা নারীর বস্তাবন্দী লাশ উদ্ধার

রান্নার চাল ধোয়ার জন্য নলকূপের পাড়ে গৃহবধূ, মিলল গলাকাটা মরদেহ