হোম > অপরাধ > রংপুর

পুলিশ হেফাজতে মৃত হিমাংশুর দুই মেয়ের দায়িত্ব নিলেন জি এম কাদের

লালমনিরহাট প্রতিনিধি

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় পুলিশ হেফাজতে মারা যাওয়া হিমাংশু বর্মণের দুই মেয়ের পড়াশোনার দায়িত্ব নিলেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও লালমনিরহাট-৩ (সদর) আসনের সংসদ সদস্য জি এম কাদের। 

আজ শুক্রবার দুপুরে লালমনিরহাট প্রেসক্লাব মিলনায়তনে জি এম কাদেরের পক্ষে আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেন জেলা জাতীয় পার্টির সদস্যসচিব জাহিদ হাসান। 

এ সময় জাতীয় পার্টির চেয়ারম্যান ভার্চুয়ালি যুক্ত হয়ে বলেন, ‘রাজনীতি মানে দেশের মানুষের জন্য সেবা করা, আমি এটি বিশ্বাস করি। রাজনীতি মানে সবার ওপরে দেশের মানুষের স্বার্থ, তারপর দলীয় স্বার্থ, দেশের সেবা করার জন্য দলকে ব্যবহার করা। তবে আমাদের দেশের রাজনীতির চর্চা এর উল্টো দিক থেকে। আমরা এই সংস্কৃতির পরিবর্তন চাই। আজকে এই সংস্কৃতি পরিবর্তনের জন্য আমি চেষ্টা করে যাচ্ছি। এই প্রচেষ্টা আমি চালিয়ে যাব।’ 

এ সময় মৃত হিমাংশুর দুই মেয়ে পিংকী রাণী (১৩) ও পিয়াসী রাণীর (১০) হাতে নগদ ৫ হাজার টাকা ও শীতবস্ত্র তুলে দেন জাতীয় পার্টির নেতারা। 

হিমাংশু বর্মণের বাবা বিশ্বেশ্বর বর্মণ বলেন, ‘এই দুই অনাথ শিশুর ভবিষ্যৎ নিয়ে খুবই দুশ্চিন্তাগ্রস্ত ছিলাম। আজ থেকে সেই চিন্তা আর থাকল না। এখন এই অবুঝ শিশু দুটি ভালোভাবে পড়াশোনা করতে পারবে।’ 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লালমনিরহাট সদর উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক নজরুল ইসলাম, হাতীবান্ধা উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আরিফ শাহরিয়ার, জেলা জাতীয় শ্রমিক পার্টির আহ্বায়ক রফিকুল ইসলাম রতন, জেলা রেল শ্রমিক পার্টির সম্পাদক আনসার আলী, জাতীয় মোটর শ্রমিক পার্টির সভাপতি আছির উদ্দিন, জেলা স্বেচ্ছাসেবক পার্টির আহ্বায়ক জাহাঙ্গীর আলম, জেলা তরুণ পার্টির সদস্য সচিব শফিকুল ইসলাম ও হিমাংশুর বড় ভাই সুধীর বর্মণ প্রমুখ। 

উল্লেখ্য, গত ৭ জানুয়ারি ভোরে উপজেলার ভেলাগুড়ি ইউনিয়নের পূর্ব কাদমা মালদাপাড়া থেকে ছবিতা রানী নামে এক নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ। স্ত্রীর মরদেহ উদ্ধারের পর বেলা ১১টার দিকে জিজ্ঞাসাবাদের জন্য হিমাংশুকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। এর কয়েক ঘণ্টা পর বিকেল ৪টার দিকে পুলিশ তাঁকে মৃত অবস্থায় হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পুলিশের দাবি, হিমাংশুকে জিজ্ঞাসাবাদের পর থানায় একটি কক্ষে রাখা হয়। তিনি ওই কক্ষে থাকা ওয়াইফাই রাউটারের তার গলায় পেঁচিয়ে আত্মহত্যা করেন। 

পাঁচবার তফসিল পরিবর্তন, বেরোবিতে নির্বাচন না হলে কেন নাটক: ছাত্রশিবির

ব্রাকসুর সকল কার্যক্রম স্থগিত

ফের ব্রাকসুর তফসিল পরিবর্তন, নির্বাচন ২৫ ফেব্রুয়ারি

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত