হোম > অপরাধ > রংপুর

মেয়েকে ধর্ষণের অভিযোগে স্ত্রীর মামলা, স্বামী গ্রেপ্তার

পীরগাছা (রংপুর) প্রতিনিধি

রংপুরের পীরগাছায় স্ত্রীর অনুপস্থিতির সুযোগে মাদ্রাসাপড়ুয়া কিশোরী মেয়ে বাবার কাছে ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠছে। এ ঘটনায় গতকাল বৃহস্পতিবার রাতে থানায় স্ত্রীর দায়ের করা মামলায় অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশ জানিয়েছে, আজ শুক্রবার তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

ঘটনাটি ঘটেছে উপজেলার ইটাকুমারী ইউনিয়নে। বিষয়টি নিয়ে পুরো পীরগাছায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে বলে জানা গেছে।

থানায় দায়ের করা অভিযোগ সূত্রে জানা যায়, গত রোববার বিকেলে অসুস্থ ভাইকে দেখতে গিয়ে সেখানে থেকে যান ভুক্তভোগী কিশোরীর মা। এ সময় বাবা আর মেয়ে বাড়িতে ছিলেন। পরে মা বাড়িতে না ফেরার সুযোগে সোমবার গভীর রাতে ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন তার বাবা। পরে ওই কিশোরী বিষয়টি তার মাকে এবং প্রতিবেশীদের জানায়। এই অভিযোগে গতকাল পীরগাছা থানায় এজাহার দায়ের করেন ভুক্তভোগীর মা।

এদিকে লিখিত অভিযোগ পাওয়ার পর প্রাথমিক সত্যতা যাচাই করে মামলা নেয় পীরগাছা থানার পুলিশ। সেই সঙ্গে ভুক্তভোগীকে ডাক্তারি পরীক্ষার জন্য পুলিশ হেফাজতে নেয় এবং অভিযুক্তকে রাতেই গ্রেপ্তার করে।

এ বিষয়ে পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুমুর রহমান আজকের পত্রিকাকে জানান, অভিযুক্ত বাবাকে গ্রেপ্তার করা হয়েছে। আজ (শুক্রবার) তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কোনো ভূরাজনৈতিক চাপ নেই: রংপুরে চীনা রাষ্ট্রদূত

তিস্তা সমস্যা সমাধানে টেকসই পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করছে সরকার: রিজওয়ানা হাসান

রংপুরে বস্তাবন্দী সেই নারীর লাশের পরিচয় মিলেছে

বেরোবিতে অভিযোগের সত্যতা পেয়েছে দুদক

চীনের সম্মতির অপেক্ষায় তিস্তা মহাপরিকল্পনা: সৈয়দা রিজওয়ানা হাসান

রূপলাল-প্রদীপ লাল হত্যার ঘটনায় এবি পার্টির এক নেতা গ্রেপ্তার

‘পোষা কুকুর’ মন্তব্যে তোলপাড়, পরে ভুল বলে স্বীকার করেন বদিউল আলম‎

রংপুরে কারাবন্দীকে নিয়ে প্রতারণা, গ্রাম পুলিশকে জরিমানা

রংপুরে অজ্ঞাতনামা নারীর বস্তাবন্দী লাশ উদ্ধার

রান্নার চাল ধোয়ার জন্য নলকূপের পাড়ে গৃহবধূ, মিলল গলাকাটা মরদেহ