হোম > অপরাধ > রংপুর

প্রেম করার অপরাধে বাবার মারধর, পরদিন স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

রংপুর প্রতিনিধি

ওয়াজ মাহফিল শুনে রাতে বাবা-মায়ের সঙ্গে বাসায় ফিরছিলেন সপ্তম শ্রেণীর ছাত্রী। এমন সময় ফোনে প্রেমিকের কল আসে। ব্যাপারটি বুঝতে পেরে তাকে বেধড়ক পেটান বাবা। পরদিন সকালে শোবার ঘর থেকে ওই ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

আজ রোববার নগরীর মাহিগঞ্জ বীরভদ্র বালাটারী গ্রামে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় ছাত্রীর বাবাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

রংপুর মেট্রোপলিটন পুলিশের মাহিগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আশরাফ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘এলাকাবাসীর দেওয়া তথ্যের ভিত্তিতে আমরা ঘটনাস্থলে গিয়ে ওই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছি। ওই ছাত্রীর পারিবারিক সূত্রে জেনেছি, এক যুবকের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়া নিয়ে শনিবার রাতে বাবা তাকে পিটিয়েছেন। সকালে তার ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে মা চিৎকার শুরু করেন। পরে এলাকাবাসী গিয়ে ঝুলন্ত মরদেহ নামিয়ে পুলিশকে খবর দেয়।’

মাহিগঞ্জ থানার ওসি মাহবুবার রহমান বলেন, ‘মরদেহ ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিম হওয়া যায়নি। এটি হত্যা নাকি আত্মহত্যা, তা আমরা অনুসন্ধান করছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

পীরগঞ্জে ধানখেত থেকে অটোভ্যানচালকের মরদেহ উদ্ধার

হাদির ওপর গুলির প্রতিবাদে গাইবান্ধায় বিএনপির বিক্ষোভ

নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

৮ হাজার টাকা চুরি করতেই সস্ত্রীক মুক্তিযোদ্ধাকে হত্যা: পুলিশ

রংপুরে মুক্তিযোদ্ধা ও তাঁর স্ত্রীকে হত্যার ঘটনায় টাইলসমিস্ত্রি গ্রেপ্তার

সারের দাবিতে কৃষকদের মহাসড়ক অবরোধ

অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবি

রংপুরে মুক্তিযোদ্ধা ও তাঁর স্ত্রীকে হত্যার প্রতিবাদে মানববন্ধন

রংপুর বিভাগীয় ইজতেমার প্রথম দিনেই দুই মুসল্লির মৃত্যু

অবৈধ ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের অভিযান, ২ লাখ টাকা জরিমানা