হোম > অপরাধ > রংপুর

বিয়ের পরদিন প্রেমিকের হাত ধরে পালিয়ে গেলেন নববধূ

প্রতিনিধি, উলিপুর (কুড়িগ্রাম)

বিয়ের পরদিন প্রেমিকের হাত ধরে পালিয়ে গেলেন বধূ। পরে অন্য জেলা থেকে তাঁকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় নববধূর মা বাদী হয়ে আজ বুধবার উলিপুর থানায় অপহরণ ও ধর্ষণের অভিযোগে মামলা করেছেন।

মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা গেছে, কুড়িগ্রাম সদর উপজেলার বেলগাছা ইউনিয়নের ছমির উদ্দিনের ছেলে সামিউল ইসলাম (৩০) এক প্রতিবেশীর বাড়িতে নিয়মিত যাতায়াত করতেন। ওই প্রতিবেশীর মেয়েকে বিভিন্ন সময় প্রেমের প্রস্তাব দিতেন। বিয়ের প্রলোভনে প্রায় ছয় মাস আগে সামিউল ওই মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। পরে মেয়ের পরিবার ঘটনা জানতে পেরে সামিউলের পরিবারকে জানায়। এ ঘটনায় সামিউল ক্ষিপ্ত হয়ে ওই মেয়েকে অপহরণের হুমকি দেন। মেয়ের পরিবার ভীত হয়ে দ্রুত মেয়েকে ২১ জুলাই উলিপুর উপজেলার পৌর শহরের এক যুবকের সঙ্গে বিয়ে দেওয়া হয়। ২২ জুলাই ভোরের দিকে সামিউল নববধূকে শ্বশুরবাড়ি থেকে অপহরণ করে নিয়ে যান। নববধূর স্বামী সকালে উঠে স্ত্রীকে না পেয়ে শ্বশুরবাড়ির লোকজনকে খবর দেন। অনেক খোঁজাখুঁজির পর ২৬ জুলাই পঞ্চগড় জেলার বোদা থানার কাজলদিঘি এলাকার একটি বাড়িতে সামিউলসহ ওই নববধূর সন্ধান পাওয়া যায়।

পরিবারের লোকজন সেখানে তাঁকে উদ্ধার করতে গেলে সামিউল আগেই পালিয়ে যান। এরপর বাড়ি নিয়ে আসার সময় নববধূ জানান, সামিউল বিয়ের প্রলোভন দেখিয়ে তাঁকে একাধিকবার ধর্ষণ করেছেন।

এ ঘটনায় ওই নববধূর মা বাদী হয়ে আজ উলিপুর থানায় অপহরণ ও ধর্ষণের অভিযোগে সামিউল ইসলামের বিরুদ্ধে মামলা করেছেন। উলিপুর থানার ওসি (তদন্ত) রুহুল আমীন মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, নববধূকে উদ্ধার করা হয়েছে। আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

কোরআন-সুন্নাহবিরোধী আইন করতে দেব না, এটা আমাদের অঙ্গীকার: মির্জা ফখরুল

তীব্র শীতে কাঁপছে মানুষ গুদামে তালাবদ্ধ কম্বল

ভূরুঙ্গামারীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষ, যুবক নিহত

ফুলবাড়ীতে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

পঞ্চগড়ে চার দিন ধরে ঘন কুয়াশা ও কনকনে শীত

ফুলবাড়ীতে ট্রলির চাপায় সহযোগী নিহত

কাউনিয়ায় কিশোরীকে ধর্ষণচেষ্টা, যুবক গ্রেপ্তার

বিশেষ ট্রেনের দাবিতে বিএনপি নেতা-কর্মীদের রেলপথ অবরোধ, ছেড়ে যায়নি লালমনি এক্সপ্রেস

কাউনিয়ায় মহাসড়কে ঝরল দুই কৃষকের প্রাণ

রংপুর-৩ আসনে জি এম কাদেরের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ