হোম > অপরাধ > রংপুর

মিথ্যা চাঁদাবাজির মামলায় হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন

বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে মিথ্যা চাঁদাবাজির মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন তাজামুল ইসলাম নামে এক ভুক্তভোগী। গতকাল শনিবার রাতে পাড়িয়ার গ্রামীণ ব্যাংক এলাকায় সংবাদ সম্মেলনের আয়োজন করেন তিনি। ভুক্তভোগী তাজামুল ইসলাম উপজেলার পাড়িয়া ইউনিয়নের ইউলাটলি গ্রামের আব্দুল খালেকের ছেলে। 

লিখিত বক্তব্যে তাজামুল ইসলাম বলেন, ‘গত ৯ জানুয়ারি পাড়িয়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক মারপিটের একটি ঘটনা সাজিয়ে আমিসহ ১৪ জনের বিরুদ্ধে মিথ্যা চাঁদাবাজির মামলা করেন। এ ঘটনায় গত বৃহস্পতিবার আমাকে পুলিশ গ্রেপ্তার করে কারাগারে পাঠায়। পরে বিজ্ঞ আদালত ওই দিনই আমাকে জামিনে মুক্ত করে দিয়েছেন।’ 

তাজামুল ইসলাম আরও বলেন, ‘আমার স্ত্রী গত পাঁচ বছর পাড়িয়া ইউনিয়নের সংরক্ষিত আসনের মহিলা ইউপি সদস্য হিসেবে জনগণের সেবা করেছেন। পাশাপাশি আমিও এখন পর্যন্ত সেবামূলক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছি। আমার ব্যক্তিগত ইমেজ নষ্ট করার জন্য মিথ্যা চাঁদাবাজির মামলা করা হয়েছে, যা সম্পূর্ণ ষড়যন্ত্রমূলক, মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। ঠাকুরগাঁও পুলিশ সুপার ও তদন্ত কর্মকর্তাদের কাছে মামলাটি সুষ্ঠু তদন্ত করে নির্দোষ ব্যক্তিদের অব্যাহতি এবং দোষীদের শাস্তির আওতায় আনার অনুরোধ জানাচ্ছি।’ 

পাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান ফজলে রাব্বী রুবেল বলেন, ‘এটি একটি তুচ্ছ ঘটনা। কোনোভাবেই ফৌজদারি অপরাধের মধ্যে পড়ে না। একাধিকবার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) বলার পরেও মামলা কী কারণে রুজু করল সেটা পুলিশ সুপার মহোদয়ের কাছে আমি জানাব। দ্রুত মামলা থেকে নির্দোষ ব্যক্তিদের অব্যাহতির দাবি জানাচ্ছি।’

পাড়িয়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক বলেন, ‘নুর ইসলাম ও তাজামুলের নেতৃত্বেই আমার ওপর হামলা চালানো হয়েছে। সংবাদ সম্মেলন করলেও অপরাধ ঢাকা যাবে না। গতকাল রাতেই ছাত্রলীগের লোকজন প্রতিবাদ মিছিল করে সেটার জবাব দিয়েছেন।’ 

সংবাদ সম্মেলনে মামলার বাকি আসামিরা, স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকেরা উপস্থিত ছিলেন। 

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কোনো ভূরাজনৈতিক চাপ নেই: রংপুরে চীনা রাষ্ট্রদূত

তিস্তা সমস্যা সমাধানে টেকসই পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করছে সরকার: রিজওয়ানা হাসান

রংপুরে বস্তাবন্দী সেই নারীর লাশের পরিচয় মিলেছে

বেরোবিতে অভিযোগের সত্যতা পেয়েছে দুদক

চীনের সম্মতির অপেক্ষায় তিস্তা মহাপরিকল্পনা: সৈয়দা রিজওয়ানা হাসান

রূপলাল-প্রদীপ লাল হত্যার ঘটনায় এবি পার্টির এক নেতা গ্রেপ্তার

‘পোষা কুকুর’ মন্তব্যে তোলপাড়, পরে ভুল বলে স্বীকার করেন বদিউল আলম‎

রংপুরে কারাবন্দীকে নিয়ে প্রতারণা, গ্রাম পুলিশকে জরিমানা

রংপুরে অজ্ঞাতনামা নারীর বস্তাবন্দী লাশ উদ্ধার

রান্নার চাল ধোয়ার জন্য নলকূপের পাড়ে গৃহবধূ, মিলল গলাকাটা মরদেহ