হোম > অপরাধ > রংপুর

বাসের তেল বিক্রি করতে গিয়ে ধরা বেরোবির ৩ কর্মচারী

বেরোবি প্রতিনিধি

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) বাস থেকে তেল চুরি করে সাময়িক বরখাস্ত হয়েছেন তিন কর্মচারী। তাঁরা হলেন—চালক আজিজুর রহমান, উবাদুল ইসলাম ও সহকারী চালক মিলন কুমার দাস। 

আজ সোমবার আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার আলমগীর চৌধুরী।

জানা যায়, গতকাল রোববার রাতে বিশ্ববিদ্যালয়ের বাস থেকে ২৭ লিটার তেল সরিয়ে বিক্রির উদ্দেশ্যে মডার্ন মোড় সংলগ্ন একটি তেলের দোকানে যান তাঁরা। বিক্রি করার সময় সন্দেহ হলে তাঁদের জিজ্ঞাসাবাদ করে টহল পুলিশ। পরে তাঁদের আটক করে বিশ্ববিদ্যালয় প্রসাশনকে জানায়। 

রোববার রাত সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের বাস থেকে নগরীর মডার্ন মোড়ের একটি খোলা তেলের দোকানে এ ঘটনা ঘটে। 

এ বিষয়ে জানতে চাইলে দোকানের মালিক গুলজার বলেন, ‘কাল রাতে দুইটা লোক আসছিল। আমরা তাদের চিনি না। কালই প্রথম আমাদের দোকানে আসছিল। তাদের আমরা বলে দেই, তেল নিব না। তখন কম দামে তেল বিক্রির কথা বলে তেল রেখে চলে যায় এবং পরে টাকা নেওয়ার কথা বলে।’ 

অভিযুক্ত কর্মচারী মিলন কুমার দাস বলেন, ‘আমাকে পরিকল্পিতভাবে ফাঁসানো হয়েছে। আমি ওই স্থানে পরে গিয়েছিলাম তারপর জানতে পারি।’ 

এ বিষয়ে রেজিস্ট্রার আলমগীর চৌধুরী বলেন, ‘অভিযুক্ত তিন জন কর্মচারীর চুরির ঘটনাটি প্রমাণ পাওয়ায় বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে আমরা সাময়িক বরখাস্ত করেছি।’

পীরগঞ্জে তাল, খেজুরসহ বিভিন্ন গাছের মাথা কেটে দিলেন পল্লী বিদ্যুতের কর্মীরা

কোরআন-সুন্নাহবিরোধী আইন করতে দেব না, এটা আমাদের অঙ্গীকার: মির্জা ফখরুল

তীব্র শীতে কাঁপছে মানুষ গুদামে তালাবদ্ধ কম্বল

ভূরুঙ্গামারীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষ, যুবক নিহত

ফুলবাড়ীতে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

পঞ্চগড়ে চার দিন ধরে ঘন কুয়াশা ও কনকনে শীত

ফুলবাড়ীতে ট্রলির চাপায় সহযোগী নিহত

কাউনিয়ায় কিশোরীকে ধর্ষণচেষ্টা, যুবক গ্রেপ্তার

বিশেষ ট্রেনের দাবিতে বিএনপি নেতা-কর্মীদের রেলপথ অবরোধ, ছেড়ে যায়নি লালমনি এক্সপ্রেস

কাউনিয়ায় মহাসড়কে ঝরল দুই কৃষকের প্রাণ