হোম > অপরাধ > রংপুর

কবরস্থানে ধর্ষণের শিকার গৃহবধূ, যুবক গ্রেপ্তার

বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি

রংপুরের বদরগঞ্জ উপজেলায় কবরস্থানে নিয়ে এক গৃহবধূকে ধর্ষণ করার অভিযোগ উঠেছে দুই যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় ওই গৃহবধূ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। এরপর গতকাল মঙ্গলবার রাতে অভিযুক্ত এক যুবককে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তার যুবকের নাম আকরাম হোসেন (২২)। তাঁর বাড়ি বদরগঞ্জ পৌরসভায়।

পুলিশ জানায়, ধর্ষণের শিকার ওই গৃহবধূ একটি কলেজের এইচএসসির দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। ছয় মাস আগে তাঁর বিয়ে হয়। বাড়ি থেকে অভিমান করে বের হয়ে ধর্ষণের শিকার হয়েছেন তিনি। 

থানায় দায়ের করা মামলা ও পুলিশ সূত্রে জানা যায়, গত রোববার দুপুরে স্বামীর সঙ্গে ওই গৃহবধূর মনোমালিন্য হয়। অভিমান করে বাড়ি থেকে বের হয়ে বেলা আড়াইটার দিকে তিনি বদরগঞ্জ পৌরসভার রেললাইন ধরে একাই হাঁটছিলেন। এ সময় দুই যুবক তাঁর পিছু নেন। একপর্যায়ে তাঁর সঙ্গে কথা বলা শুরু করেন। তাঁরা তাঁকে সহযোগিতার আশ্বাস দিয়ে একটি হোটেলে ভাত খাওয়ান। বিকেল ৪টার দিকে তাঁকে কবরস্থানে নিয়ে ধর্ষণ করেন ওই দুই যুবক। তাঁরা সেই ধর্ষণের ভিডিও ধারণ করেন। ওই গৃহবধূর কাছে থাকা অর্থ, মোবাইল ও কানের সোনার দুল ছিনিয়ে নেন তাঁরা। 

এ ঘটনায় গতকাল রাতে ওই গৃহবধূ বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে বদরগঞ্জ থানায় ধর্ষণের মামলা করেন। রাতেই পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত আকরাম হোসেনকে গ্রেপ্তার করেছে। 

বদরগঞ্জ থানার ওসি হাবিবুর রহমান বলেন, গ্রেপ্তার আকরাম হোসেন পুলিশের কাছে দোষ স্বীকার করেছেন। এ ঘটনায় জড়িত অপর ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

গাইবান্ধায় গ্রামীণ ব্যাংকের সামনে থেকে ৪ ককটেল উদ্ধার

গঙ্গাচড়ায় হাত-পা বাঁধা যুবকের মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

‘মেডিকেলে চান্স না পেয়ে’ ৩৩ হাজার ভোল্ট বিদ্যুতের তারে শুয়ে শিক্ষার্থীর আত্মহত্যা, দাবি স্বজনদের

পীরগঞ্জে ধানখেত থেকে অটোভ্যানচালকের মরদেহ উদ্ধার

হাদির ওপর গুলির প্রতিবাদে গাইবান্ধায় বিএনপির বিক্ষোভ

নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

৮ হাজার টাকা চুরি করতেই সস্ত্রীক মুক্তিযোদ্ধাকে হত্যা: পুলিশ

রংপুরে মুক্তিযোদ্ধা ও তাঁর স্ত্রীকে হত্যার ঘটনায় টাইলসমিস্ত্রি গ্রেপ্তার

সারের দাবিতে কৃষকদের মহাসড়ক অবরোধ