হোম > অপরাধ > রংপুর

কবরস্থানে ধর্ষণের শিকার গৃহবধূ, যুবক গ্রেপ্তার

বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি

রংপুরের বদরগঞ্জ উপজেলায় কবরস্থানে নিয়ে এক গৃহবধূকে ধর্ষণ করার অভিযোগ উঠেছে দুই যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় ওই গৃহবধূ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। এরপর গতকাল মঙ্গলবার রাতে অভিযুক্ত এক যুবককে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তার যুবকের নাম আকরাম হোসেন (২২)। তাঁর বাড়ি বদরগঞ্জ পৌরসভায়।

পুলিশ জানায়, ধর্ষণের শিকার ওই গৃহবধূ একটি কলেজের এইচএসসির দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। ছয় মাস আগে তাঁর বিয়ে হয়। বাড়ি থেকে অভিমান করে বের হয়ে ধর্ষণের শিকার হয়েছেন তিনি। 

থানায় দায়ের করা মামলা ও পুলিশ সূত্রে জানা যায়, গত রোববার দুপুরে স্বামীর সঙ্গে ওই গৃহবধূর মনোমালিন্য হয়। অভিমান করে বাড়ি থেকে বের হয়ে বেলা আড়াইটার দিকে তিনি বদরগঞ্জ পৌরসভার রেললাইন ধরে একাই হাঁটছিলেন। এ সময় দুই যুবক তাঁর পিছু নেন। একপর্যায়ে তাঁর সঙ্গে কথা বলা শুরু করেন। তাঁরা তাঁকে সহযোগিতার আশ্বাস দিয়ে একটি হোটেলে ভাত খাওয়ান। বিকেল ৪টার দিকে তাঁকে কবরস্থানে নিয়ে ধর্ষণ করেন ওই দুই যুবক। তাঁরা সেই ধর্ষণের ভিডিও ধারণ করেন। ওই গৃহবধূর কাছে থাকা অর্থ, মোবাইল ও কানের সোনার দুল ছিনিয়ে নেন তাঁরা। 

এ ঘটনায় গতকাল রাতে ওই গৃহবধূ বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে বদরগঞ্জ থানায় ধর্ষণের মামলা করেন। রাতেই পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত আকরাম হোসেনকে গ্রেপ্তার করেছে। 

বদরগঞ্জ থানার ওসি হাবিবুর রহমান বলেন, গ্রেপ্তার আকরাম হোসেন পুলিশের কাছে দোষ স্বীকার করেছেন। এ ঘটনায় জড়িত অপর ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

ফের ব্রাকসুর তফসিল পরিবর্তন, নির্বাচন ২৫ ফেব্রুয়ারি

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা

পীরগঞ্জে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ